মাসে মাত্র ১৪৫৮ টাকা জমিয়েই হতে পারেন কোটিপতি! জানুন এই বিনিয়োগের ‘ফর্মুলা’

১/১১: আমরা প্রত্যেকেই কোটিপতি (Millionaire) হওয়ার স্বপ্ন দেখি। আপনি যদি আপনার কোটিপতি হওয়ার স্বপ্নকে বাস্তব রুপ দিতে চান তাহলে আপনিও খুব সহজেই কোটি টাকার ফান্ড গড়ে তুলতে পারেন।

২/১১: আপনি আপনার ৬০ বছর বয়স হওয়ার পর যখন চাকরিজীবন থেকে অবসর নেবেন, তখন আপনার সেই জমানো টাকা দিয়েই আপনার বৃদ্ধজীবন কেটে যেতে পারে।

৩/১১: আপনি যদি কোটিপতি হতে চান তাহলে হতো শীঘ্র সম্ভব বিনিয়োগ শুরু করুন। আপনি যত তাড়াতাড়ি বিনিয়োগ শুরু করবেন, তত বেশি লাভ পাবেন। ১ কোটি টাকার তহবিল যদি আপনি গড়তে চান তাহলে প্রত্যেক মাসে কত টাকা জমা করতে হবে?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই কাজ না করলে আপনার বিদ্যুৎ লাইন কেটে দেবে! জানুন কি করতে হবে?

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 SBI-এর নিয়মের এই বড়ো বদলের বিষয়ে না জানলে আপনি ক্ষতির মুখে পড়তে পারেন! তার আগে জেনে নিন এই নিয়ম

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Awas Yojana: আবাস যোজনার লিস্ট প্রকাশিত হলো! শেষ লিস্টে আপনার নাম আছে কী না এই ভাবে চেক করুন!

৪/১১: শেয়ারখান-এর রিপোর্ট অনুযায়ী, আগামী ৫ বছরে আপনি যদি ১ কোটি টাকার তহবিল চান এবং ৮% হারে যদি সুদ পান, তাহলে এসআইপি-তে আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে ১,৩৫,১৯৬ টাকা

৫/১১: সেই রিপোর্টে এও দাবি করা হয়েছে যে, আপনার বিনিয়োগের ১০% হারে যদি এসআইপি-তে রিটার্ন পাওয়া যায়, তাহলে প্রত্যেক মাসে আপনাকে জমা করতে হবে ১,২৮,০৭০ টাকা। গড়ে যদি আপনি ১৫% রিটার্ন পান, তাহলে প্রত্যেক মাসে আপনাকে জমা করতে হবে ১,১১,৫০৬ টাকা। এছাড়াও আপনি যদি ২৫% রিটার্ন পান, তাহলে প্রত্যেক মাসে আপনাকে ৮৩,৪৪২ টাকা জমা করতে হবে।

৬/১১: ১০ বছরে ১ কোটি টাকার একটি তহবিল যদি আপনি তৈরি করতে চান এবং বিনিয়োগের গড় রিটার্ন যদি ৮% হয়, তাহলে প্রত্যেক মাসে আপনাকে জমা করতে হবে ৫৪,২৯৯ টাকা

৭/১১: সেইভাবেই, আপনি যদি গড় ১০% রিটার্ন পেয়ে থাকেন তাহলে আপনাকে প্রত্যেক মাসে ৪৮,৪১৪ টাকা বিনিয়োগ করতে হবে। ১৫% রিটার্ন পেলে ৩৫,৮৮৭ টাকা এবং যদি ২৫% রিটার্ন পান তাহলে প্রত্যেক মাসে ১৮,৭৬৯ টাকা করে বিনিয়োগ করতে হবে।

৮/১১: আপনি যদি ১৫ বছরে ১ কোটি টাকার তহবিল তৈরি করতে চান এবং ৮% রিটার্ন পান তাহলে আপনাকে প্রত্যেক মাসে ২৮,৭০৮ টাকা জমা করতে হবে।

৯/১১: সেইভাবেই, ১০% রিটার্ন পেলে আপনাকে প্রত্যেক মাসে ২৩,৯২৮ টাকা জমা করতে হবে। ১৫% রিটার্নে ১৪,৭৭৫ টাকা এবং যদি ২৫% রিটার্ন পেয়ে থাকেন, তাহলে আপনাকে প্রত্যেক মাসে মাত্র ৫১১৪ টাকা জমা করতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার কোটি টাকার ফান্ড

You can be a millionaire by saving only 1458 rupees a month! Know this investment formula

১০/১১: ৮% রিটার্নে ২০ বছরে ১ কোটির একটি তহবিল তৈরি করার জন্য আপনাকে প্রত্যেক মাসে গড়ে ১৬,৮৬৫ টাকা জমা করতে হবে। ১০% রিটার্নে আপনাকে প্রত্যেক মাসে জমা করতে হবে ১৩,০৬০ টাকা১৫% রিটার্নে ৬৫৯৭ টাকা জমা করতে হবে। আপনি যদি গড়ে ২৫% রিটার্ন পান তাহলে প্রত্যেক মাসে মাত্র ১৪৫৮ টাকা জমা দিলেই তৈরি হয়ে যাবে আপনার কোটি টাকার ফান্ড।

১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: আধার নির্দেশিকায় দেওয়া হলো এই সাবধানতার বার্তা! না জানলে বিপদে পড়বেন

👉 ১.৫ লক্ষ টাকা পর্যন্ত মাসিক বেতনে লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ডিরেক্টর পদে চাকরির সুযোগ! (Apply Now!)

👉 South Eastern Railway Recruitment

👉 ISI Kolkata Recruitment 2023

Leave a Comment