NPS: মাসে ৫০০০ টাকা রেখে হতে পারেন কোটিপতি, এই সরকারি স্কিমে পাবেন সুবিধা, জেনে নিন কীভাবে?

NPS Benefits-

১/১০: আপনি কি আপনার অবসর নেওয়ার পরের জীবন নিয়ে চিন্তায় রয়েছেন? আপনি কি এককালীন মোটা টাকাসহ নিশ্চিত রিটার্ন চান? তাহলে এই সরকারি স্কিমটি আপনারই জন্য।

২/১০: আপনি যদি অবসর পরবর্তী জীবন নিয়ে চিন্তায় থেকে থাকেন এবং এককালীন মোটা টাকাসহ সুনিশ্চিত রিটার্ন চান, তাহলে এই সরকারি স্কিমটি আপনারই জন্য। এটি আপনাকে আপনাকে মাত্র কয়েক বছরের মধ্যে কোটিপতি করে তুলতে পারে।

Investment Tips: এই স্কিমের সুবিধা এর আগে কেবলমাত্র এরাই পেতেন

৩/১০: NPS অর্থাৎ ন্যাশনাল পেনশন সিস্টেম আপনাকে একটি সরকারি অবসর প্রকল্পের সুবিধা দেয়। কেন্দ্রীয় সরকার এটি শুরু করেছিল ২০০৪ সালের ১ জানুয়ারি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 সরকারি কর্মীদের জন্য সুখবর! শীঘ্রই বদল আসছে পেনশন স্কিমে, এই বড় পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Amar Bangla card: আমার বাংলা কার্ড চালু করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কি কি সুবিধা পাবেন? জেনে নিন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 PM Kisan Status: প্রকল্পের ৩০০০ টাকাএই সপ্তাহেই একাউন্টে ঢুকবে! লিস্টে আপনার নাম আছে কিনা একবার দেখে নিন।

৪/১০: সরকারি কর্মচারীদের জন্য (সশস্ত্র বাহিনী ছাড়া) চালু করা হয়েছিল NPS। পরবর্তীতে এই স্কিম খুলে দেওয়া হয় বেসরকারি খাতের কর্মীদের জন্যও। এখানে বিনিয়োগ করার পাশাপাশি আপনি কর ছাড়ের সুবিধাও পাবেন।

NPS Scheme: এনপিএস স্কিমের সুবিধা

৫/১০: বাজার বিশেষজ্ঞদের মতানুযায়ী, এনপিএস-এ দীর্ঘ মেয়াদের কথা ভেবেই বিনিয়োগ করা উচিত। ব্যক্তিদের একটি অবসরকালীন তহবিল এবং প্রত্যেক মাসে আয়ের একটি নির্দিষ্ট উৎস তৈরি করতে সাহায্য করাই হলো এনপিএস-এর মূল উদ্দেশ্য। যেকোনো ১৮ বছরের বেশি বয়সের ভারতীয় নাগরিক এই স্কিমে বিনিয়োগ করতে পারবেন।

৬/১০: NPS-এর অধীনে, টিয়ার ১ এবং টিয়ার ২, এই ২ ধরনের অ্যাকাউন্ট খোলা যায়। টিয়ার ১-এ প্রাথমিকভাবে আপনাকে ন্যূনতম ৫০০ টাকা বিনিয়োগ করতে হবে। NPS অ্যাকাউন্ট আপনি অনলাইন এবং অফলাইন, উভয় মাধ্যমেই খুলতে পারবেন।

Investment Tips: এই কাজের জন্য ভাল বিকল্প

৭/১০::অবসর গ্রহণের জন্য তহবিল সংগ্রহ করাই হলো NPS-এর উদ্দেশ্য। বর্তমানে মুদ্রাস্ফীতির হারের চেয়ে বেশি রিটার্ন দিচ্ছে এনপিএস। এতে আপনার জন্য ইক্যুইটি, কর্পোরেট বন্ড এবং সরকারি সিকিউরিটিজের মতো উপকরণগুলিতে পেনশন তহবিল মডারেটর বিনিয়োগ করে। এটি একটি দীর্ঘমেয়াদী প্ল্যান। দীর্ঘ মেয়াদে আপনাকে ভালো রিটার্ন দেয় ইক্যুইটি। অবসর গ্রহণের জন্য NPS একটি ভালো বিকল্প হতে পারে।

৮/১০: এখন যদি আপনার বয়স ৩০ বছর হয় এবং যদি আপনি ৬০ বছর বয়সে অবসর নিতে চান, তাহলে আপনাকে সাহায্য করতে পারে। NPS-এ এখন থেকে যদি আপনি প্রত্যেক মাসে ৫০০০ টাকা বিনিয়োগ করেন, তাহলে আপনি অবসর নেওয়া পর্যন্ত ১ কোটি টাকার বেশি একটি তহবিল গড়ে নিতে পারবেন।

You can become a millionaire by keeping 5000 rupees a month, you will get benefits in this government scheme

NPS থেকে কোটিপতি হওয়ার হিসেব-

৯/১০:  বিনিয়োগকারীর বয়স- ৩০ বছর

অবসরের বয়স- ৬০ বছর

এনপিএসে মাসিক বিনিয়োগ- ৫,০০০ টাকা (বার্ষিক ৬০,০০০ টাকা)

৩০ বছরে মোট অবদান- ১৮ লক্ষ টাকা

বিনিয়োগের আনুমানিক রিটার্ন- ১০%

মেয়াদপূর্তিতে মোট পেনশন সম্পদ- ১.১১ কোটি টাকা

বিনিয়োগের সুদ- ৯৩.৯ লক্ষ টাকা

বার্ষিক অ্যানুয়িটি ক্রয়- ৫০%

আনুমানিক বার্ষিক হার- ৬%

৬০ বছর বয়সে পেনশন- প্রত্যেক মাসে ২৭,৯৯৬ টাকা

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉৯,০০০ টাকা করে প্রতিমাসে পেয়ে যান সুদ! এই প্রকল্পে বিনিয়োগ করলেই আপনি হয়ে যাবেন মালামাল | Post office MIS scheme

👉 ৭ লাখ টাকা কর্মচারীরা পেয়ে যাবেন একেবারে নিখরচায়! জানুন এই নতুন সরকারি প্রকল্পের ব্যাপারে

👉 ১৮,৫০০ টাকা করে প্রতি মাসে পেয়ে যাবেন এই প্রকল্পের মাধ্যমে! ১ এপ্রিল থেকে আর মিলবেনা এই সুবিধা

👉 Karma sathi Prakalpa: বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার কর্মসাথী প্রকল্পের মাধ্যমে! কি ভাবে আবেদন করবেন? জানুন

👉 টাকা জমাবেন? দেখে নিন কত রকমের সেভিংস প্ল্যান হয়? কোথায় বিনিয়োগ করলে সবচেয়ে বেশি লাভ?

Leave a Comment