(১/১১) প্রধান মন্ত্রী আবাস যোজনায় (Pradhan Mantri Awas Yojana) সাধারণ মানুষকে বাড়ি তৈরির জন্য যে অর্থ দেওয়া হয় তার পরিমাণ অঞ্চলভেদে বিভিন্ন হয়। যেমন সমতল ও পাহাড়ি এলাকার মানুষ এর জন্য আলাদা পরিমাণে টাকা পায়। তবে এক্ষেত্রে শর্তগুলি একই।
(২/১১) এই প্রকল্পে সমতল এলাকায় বাড়ি তৈরির জন্য সরকার থেকে ১ লক্ষ ২০ হাজার টাকা এবং পাহাড়ি এলাকায় বাড়ি তৈরির জন্য ১ লক্ষ ৩০ হাজার টাকা করে দেয়। আবার এই প্রকল্পের সুবিধাও সবাই পায়না।
(৩/১১) প্রধানমন্ত্রী আবাস যোজনায় সাধারণত গরিব মানুষদের এই গৃহ নির্মাণের পরিষেবাটি দেওয়া হয়। গরিব সাধারণ মানুষ গুলিকে একটি আশ্রয়ের জায়গা দেওয়ার জন্য কেন্দ্রীয়ভাবে এ প্রকল্পটি চালু করা হয়েছে। সমাজের মধ্যে বসবাস করা সাধারণ মানুষদের মধ্যে থেকে কিছু যোগ্যতা নিরীক্ষণ করে সেই অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করা হয়। সাধারণত অপেক্ষাকৃত ধনী বা যাদের পাকা বাড়ি রয়েছে তাদের এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়না।
🔥 আরও পড়ুন:
👉 DA & Salary Hike: অপেক্ষার অবসান! একলাফে ডিএ বাড়বে অনেকটা, সঙ্গে বাড়বে বেতনও!
🔥 আরও পড়ুন:
👉 এই ৮ টি ব্যাঙ্কের লাইসেন্স বাতিল করল RBI! করা যাবে না লেনদেনও, আপনার অ্যাকাউন্ট নেই তো? দেখে নিন
🔥 আরও পড়ুন:
👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন
(৪/১১) এই প্রকল্পের সুবিধা সবাইকে দেওয়া হয় না যাদের ইতিমধ্যে পাকা বাড়ি রয়েছে তারা এর সুবিধা পাবে না। সমাজের মানুষদের মধ্যে কিছু যোগ্যতা নিরীক্ষণ করে সে অনুযায়ী একটি তালিকা প্রস্তুত করা হয় সে তালিকায় যাদের নাম থাকে একমাত্র তারাই সরকার থেকে এই পরিষেবা পায় তাহলে চলুন জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করার জন্য কি কি যোগ্যতা প্রয়োজন।
কারা এই প্রকল্পের সুবিধা পাবে না –
(৫/১১) কেন্দ্রীয় বা রাজ্য সরকারের অধীনে যারা কর্মরত রয়েছেন সেই সমস্ত সরকারি চাকরিজীবী মানুষরা এই প্রকল্পে আবেদন করতে পারবে না। এছাড়াও যাদের দুই চাকা বা তিন চাকার গাড়ি আছে তারাও এই প্রকল্পে আবেদন করতে পারবে না।
(৬/১১) এর সঙ্গে সঙ্গে কোনও নাগরিকের ৫০ হাজার টাকার বেশি ক্রেডিট কার্ড থাকলে তিনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। আবার এরই সঙ্গে যে সমস্ত পরিবারগুলিতে ফ্রিজ, ল্যান্ডলাইন সংযোগ রয়েছে বা যাদের আড়াই একর বা তারও বেশি কৃষি জমি রয়েছে এমন পরিবারও এই প্রকল্পের সুবিধা পাবে না।
(৭/১১) প্রধানমন্ত্রী আবাস যোজনায় যারা সুবিধা পাবেন তাদের দুইভাবে তালিকা প্রকাশ করা হয়। এই প্রকল্পে আবেদন প্রক্রিয়া অনলাইন মাধ্যমে হয়। দেশের যেকোনো নাগরিক নিজের যোগ্যতা অনুযায়ী এই প্রকল্পে আবেদন করতে পারবে। শহর ও গ্রামীণ এই দুইভাবে এই প্রকল্পের তালিকা প্রস্তুত করা হয়।
(৮/১১) এই প্রকল্পে আবেদন করার পর লিস্ট এ আপনার নাম এসেছে কি না সেটা দেখতে PM Awas Yojana Gramin (PM Awas Yojana Gramin)-এর তালিকা থেকে দেখতে পারেন। https://awaassoft.nic.in/netiay/AdvanceSearch.aspx এই লিঙ্কে ক্লিক করে সার্চ মেনুতে গিয়ে সেখানে নিজের রাজ্য, জেলা, ব্লকের তথ্যাগুলি সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর আপনি তালিকাটি দেখতে পাবেন।
কীভাবে চেক করবেন?
(৯/১১) লিস্টে আপনার নাম দেখতে প্রথমে আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে হোম পেজে মেনু বিভাগে গিয়ে Search Beneficiary-র মধ্যেSearch By Name-এ ক্লিক করুন।
- এতে স্ক্রিনে একটি নতুন পেজ ওপেন হবে।
- সেখানে আপনার ১২ সংখ্যার আধার নম্বরটি লিখে শো-তে ক্লিক করুন।
- ক্লিক করার পর স্ক্রিনে সুবিধাভোগীদের তালিকা চলে আসবে।
- আবেদনে আপনার নাম আসলে নিবন্ধিত তালিকায় আপনার নামটি দেখতে পাবেন।
(১০/১১) গত ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট ভাষণে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আবাস যোজনার জন্য বরাদ্দ ৬৬% বাড়িয়ে ৭৯ হাজার কোটি টাকা করার ঘোষণা করেন। রিপোর্ট সূত্রে খবর এখনও পর্যন্ত ১.২০ কোটিরও বেশি বাড়ি তৈরি হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই
👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন
👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন