বিষয় তালিকা
PAN Card Fact Check-
১/১০: সম্প্রতি PAN Card সংক্রান্ত একটি পোস্ট নিয়ে দেশে হৈচৈ পড়ে গেছে। সেই পোস্টে বলা হয়েছে যে, ভারতীয় বিবাহিত মহিলা PAN Card হোল্ডারদের সরকার ১ লক্ষ টাকা দেবে। এই কথা কি সত্যি?
২/১০: সোশ্যাল মিডিয়াতে (Social Media) অনেক কিছুই আমরা দেখতে পাই। কিন্তু এর মধ্যে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা সহজে বুঝে উঠতে পারি না। এই সোশ্যাল মিডিয়াতেই এমন কিছু ভাইরাল হয়, যেখানে সাধারণ মানুষকে পুরস্কারসহ আরও অন্যান্য লোভনীয় অফারের কথা বলে প্রলোভন দেখানো হয়। এই সমস্ত পোস্টে অনেক লিংকও থাকে। সেই সমস্ত লিংকে ক্লিক করলে আপনি সর্বস্বান্তও হতে পারেন।
৩/১০: ঠিক সেইরকমই PAN কার্ড সংক্রান্ত একটি পোস্ট নিয়ে গোটা দেশে শোরগোল পড়ে গেছে। সেই বিভ্রান্তিকর পোস্টে বলা হয়েছে যে, যে সমস্ত বিবাহিত ভারতীয় মহিলার কাছে PAN Card রয়েছে, সরকারের পক্ষ থেকে তাদেরকে ১ লক্ষ টাকা দেওয়া হবে। সত্যিই কি তাই? PIB Fact Check সেই পোস্টের সত্যতা যাচাই করে দেখেছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar card: আপনার আধার কার্ডে করে ফেলুন এই আপডেট, পেতে পারেন এই সব সুবিধা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Update Online: বিনামূল্যে ৩ মাস আধার কার্ড আপডেটের ঘোষণা UIDAI এর! জানুন বিস্তারিত
বিবাহিত মহিলা PAN Card হোল্ডাররা কি সত্যিই এক লক্ষ টাকা পাবেন?
৪/১০: একটি ইউটিউব ভিডিওতে দাবি করা হয়েছে যে, বিবাহিত মহিলা প্যান কার্ড হোল্ডাররা সরকারের কাছ থেকে ১ লক্ষ টাকা পাবেন। কিন্তু এই ধরনের অর্থ প্রদানের দাবি বিশ্বাসযোগ্যতা অত্যন্ত কম। তাই এই দাবির সত্যতা যাচাই করার অথবা Fact Check করার প্রয়োজনীয়তা দেখা যায়।
৫/১০: উল্লেখযোগ্য বিষয় হলো, অধিকাংশ প্যান কার্ডই বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে, তাই আরো বেশি করে এইভাবে সত্যতা যাচাই করার প্রয়োজনীয়তা দেখা যায়। PIB Fact Check-এ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই দাবি সত্যতা উঠে এসেছে।
ভুয়ো দাবি-
৬/১০: প্রসঙ্গত, PAN এবং Aadhaar লিংক করা আগামী ৩১ মার্চের মধ্যে বাধ্যতামূলক করা হয়েছে। এখনো পর্যন্ত প্যান কার্ডের সাথে আধার কার্ড ভারতের প্রায় ১৩ কোটি মানুষ লিংক করেননি। আধার কার্ড এবং প্যান কার্ড সম্পর্কিত খবরের পাশাপাশি ইউজাররা নির্বিচারে ব্যাংক অ্যাকাউন্টগুলি জন্য যেকোনো ধরনের লিংক করে চলেছেন।
৭/১০: অনেকেই জানেন যে, এই ধরনের লিংক ঠিক কতটা বিপদজনক হতে পারে। কিন্তু তবুও মানুষ কৌতূহলী হয়ে এই ধরনের অজানা লিংকে ক্লিক করে থাকেন। Youtube-এর ভাইরাল হওয়া ভিডিওতে যে দাবি করা হয়েছে তা প্রকৃতপক্ষে ভুয়ো। Fact Check-এর পর PIB জানিয়েছে যে, বিবাহিত মহিলা প্যানকার্ড হোল্ডারদের ১ লক্ষ টাকা দেওয়ার মতো কোনো ঘোষণাই সরকার করেনি।
ভুল বার্তা গেছে ১৫ লক্ষ মানুষের কাছে-
৮/১০: ভাইরাল হওয়া সেই ইউটিউব ভিডিওতে দাবি করা হয়েছে যে, মহিলা প্যান কার্ড হোল্ডারদের সরকার নগদ ১ লক্ষ টাকা দেবে। এই দাবি প্রমাণ করার জন্য দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি ছবিও ব্যবহার করা হয়েছে। ভিডিওটিতে যে থাম্বনেল তৈরি করা হয়েছে সেখানে লেখা হয়েছে যে, যদি কোনো ব্যক্তি স্ত্রীর প্যান কার্ড থেকে থাকে, তাহলে তার ব্যাংক অ্যাকাউন্টে নগদ ১ লক্ষ টাকা পাওয়া যাবে। শুধু তাই নয়, বিবাহিত মহিলা ছাড়াও যেকোনো মহিলা প্যান কার্ড হোল্ডারের অ্যাকাউন্টে কেন্দ্রীয় সরকার ১ লক্ষ টাকা দিচ্ছে। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে Yojna 4U নামক একটি ইউটিউব চ্যানেল থেকে। এই দাবি সম্পূর্ণরূপে ভুয়ো এবং বিভ্রান্তিকর। এই দাবির কোনো সারবত্তা নেই। এই চ্যানেলটি ইউটিউবে প্রায় দেড় মিলিয়ন অর্থাৎ ১.৫ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। অর্থাৎ বুঝাই যাচ্ছে যে ঠিক কত মানুষের কাছে ভুল বার্তা পৌঁছেছে।
এই ধরনের ভুয়ো বার্তা ফরোয়ার্ড করবেন না-
৯/১০: PIB Fact Check-পক্ষ থেকে বলা হয়েছে যে, এই মেসেজটি একটি ভুয়ো মেসেজ। কোনভাবেই এই মেসেজটিকে ফরওয়ার্ড করবেন না। PIB স্পষ্টভাবে জানিয়েছে যে, এই ধরনের কোনো প্রকল্প সরকারের কাছে নেই। এছাড়াও আরও বলা হয়েছে যে, মোবাইলের মেসেজ, সোশ্যাল মিডিয়ার বার্তা, যেকোনো ভুয়ো মেসেজ থেকেই সাধারণ মানুষকে সতর্ক থাকতে হবে। তার কারণ এই সমস্ত মেসেজে থাকে বিপদজনক লিংক। সেই লিংকে ক্লিক করলে সাধারণ মানুষ সর্বস্বান্ত হতে পারেন।
১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Lottery Tips: লটারি জিতে কোটিপতি হওয়ার এই বৈজ্ঞানিক কৌশল জেনে নিন! জানতে পারলেই কেল্লাফতে!
👉 Bangla Sahayata Kendra Recruitment 2023
👉 Online Earning: বাড়ি বসেই ইনকাম করার এই ৫টি সহজ উপায় জেনে নিন, মিলবে চাকরির থেকেও বেশি মুনাফা
👉 ফ্রি-তে চলবে ইন্টারনেট! করতে হবে না রিচার্জও, এই App ডাউনলোড করে নিশ্চিন্তে OTT দেখুন