১/৮: প্রত্যেক মাসে ৬ হাজার টাকা সঞ্চয় করলে, আপনি তা পিপিএফ-এ বিনিয়োগ করতে পারেন। ২০ বছর ধরে যদি আপনি সঞ্চয় করেন, তাহলে ৩১,৯৫,৯৪৮ টাকা অথবা প্রায় ৩২ লক্ষ টাকা আপনি রিটার্ন পাবেন। সুদের হার পরিবর্তনের জন্য পরিবর্তিত হতে পারে পরিপক্কতার ওপর প্রাপ্ত পরিমানও। বার্ষিক চক্রবৃদ্ধিও রয়েছে এর মধ্যে। প্রত্যেক ত্রৈমাসিকে সরকার এর সুদ পর্যালোচনা করে।
২/৮: বর্তমানে প্রায় প্রত্যেকেই ভবিষ্যতের কথা চিন্তা করে সঞ্চয় করার কথা ভাবেন। বড় স্বপ্ন পূরণ করার জন্য এই ছোট সঞ্চয় বড় ভূমিকা পালন করে থাকে। তবে এই সঠিক জায়গায় সঞ্চয় করা প্রয়োজন। আর আপনি যদি ভালো রিটার্ন এবং নিরাপত্তাসহ সঞ্চয় করতে চান তাহলে পোস্ট অফিস (Post Office Saving Schemes) আপনার জন্য উপযুক্ত বিনিয়োগের জায়গা।
৩/৮: আপনি যদি দৈনিক মাত্র ২০০ টাকা জমা করেন, তাহলে প্রত্যেক মাসে আপনি জমা করবেন ৬ হাজার টাকা। আপনার এই ছোট সঞ্চয় ১ কোটি টাকায় রূপান্তরিত হতে পারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। প্রত্যেক বছর চক্রবৃদ্ধি হারে এখানে ৭.১% হারে সুদ পাওয়া যায়। এর থেকেই আপনি আপনার কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন। তাহলে চলুন এই স্কিম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
🔥 আরও পড়ুন:
👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!
🔥 আরও পড়ুন:
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
Post Office-এ খুলুন পিপিএফ অ্যাকাউন্ট-
৪/৮: পোস্ট অফিসে (Post Office) একটি পাবলিক প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্ট (PPF) আপনি মাত্র ৫০০ টাকা দিয়েই খুলতে পারবেন। এর মাধ্যমে আপনি সেভিংস করতে পারবেন বার্ষিক ১.৫০ লক্ষ টাকা। এখানে আপনি কর ছাড়ও পাবেন। এই অ্যাকাউন্টের মেয়াদ হলো ১৫ বছর। তবে আপনি মেয়াদপূর্তির পর এটিকে ৫ বছর করে বাড়াতে পারবেন।
ক্ষুদ্র সঞ্চয়ে আরও ফান্ড-
৫/৮: প্রত্যেক মাসে যদি আপনি ৬ হাজার টাকা সঞ্চয় করেন, তাহলে সেটি আপনি বিনিয়োগ করতে পারেন পিপিএফ-এ। একটানা ১০ বছর সঞ্চয় করলেই আপনি প্রায় ৩২ লক্ষ টাকা পাবেন। পরিপক্কতার ওপর প্রাপ্ত সুদের পরিমাণ সুদের হার পরিবর্তনের জন্য পরিবর্তিত হতে পারে। এর মধ্যে রয়েছে বার্ষিক চক্রবৃদ্ধিও। প্রত্যেক ত্রৈমাসিকে এর সুদ পর্যালোচনা করে সরকার।
৬/৮: উদাহরণস্বরূপ, ২৫ বছর বয়স থেকে আপনি যদি দৈনিক ২০০ টাকা করে পিপিএফ-এ সঞ্চয় শুরু করেন, তাহলে আপনার যখন ৪৫ বছর বয়স হবে তখন আপনি মোটা অংকের টাকা রিটার্ন পাবেন। আপনার বৃদ্ধজীবনে এই ৩২ লক্ষ টাকা আপনার কাজে আসবে। আর্থিক দিক থেকেও আপনি অনেকটাই নিশ্চিন্ত হবে।
এইভাবে আপনি কোটিপতি হতে পারেন-
৭/৮: পিপিএফ অ্যাকাউন্টের মেয়াদ হলো ১৫ বছর। প্রত্যেক মাসেই আপনি এখানে সর্বোচ্চ ১২,৫০০ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ ১ বছরে আপনি জমা করতে পারবেন ১.৫ লক্ষ টাকা। এর ওপর ৭.১% বার্ষিক সুদের হার অনুযায়ী, আপনি ম্যাচিউরিটিতে ৪০,৬৮,২০৯ টাকা পাবেন। আপনি যদি চান তাহলে এরপর এটিকে ৫ বছর বাড়াতে পারেন। এইভাবে আপনাকে অর্থ বিনিয়োগ করতে হবে ২৫ বছর। এতে আপনি এই বিপুল পরিমাণের ওপর প্রাপ্ত চক্রবৃদ্ধি সুদের থেকে রিটার্ন পেতে পারেন ১.০৩ কোটি টাকা। এই ধরনের স্কিমে যদি আপনি বিনিয়োগ করেন, তাহলে ২৫ বছর পর মেয়াদপূর্তিতে আপনি পাবেন ১.০৩ কোটি টাকা। অর্থাৎ আপনার মোট বিনিয়োগ হবে ৩৭,৫০,০০০ টাকা এবং আপনি সুদ পাবেন ৬৫,৫৮,০১৫ টাকা।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে