১/৭: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের স্বনির্ভর করার জন্য ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে। এবার রাজ্য সরকার নির্বাচনের আগে তাদের জন্য ফের একাধিক পরিকল্পনা ঘোষণা করেছে। আপনি যদি এই প্রকল্পের জন্য আবেদন করেন, তাহলে আপনি ৫,০০০ টাকা পেয়ে যাবেন।
২/৭: সরকারি কর্তারা মনে করছেন যে, রাজ্যের তরুণ প্রজন্ম এই প্রকল্পের মাধ্যমে স্বনির্ভর হতে পারবে। পাশাপাশি আবেদন করার পর সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে এই প্রকল্পের অনুদান কারা পাবেন তারা তার সিদ্ধান্ত নেবেন।
৩/৭: এই অনুদান পাওয়ার জন্য যোগ্য ব্যক্তিদের অ্যাকাউন্টে সরাসরি টাকা ট্রান্সফার করে দেবে সরকার। এই প্রকল্পের সুবিধা পাবেন স্বনির্ভর হতে চাওয়া মৎস্য চাষীরা। আপনি যদি মাছ চাষ করে স্বনির্ভর হতে চান, তাহলে আপনি এই প্রকল্পের মাধ্যমে ৫,০০০ টাকা অনুদান পাবেন। যারা মাছ চাষ করেন সরাসরি তাদের অ্যাকাউন্টে এই টাকা ঢুকে যাবে।
🔥 আরও পড়ুন:
👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন:
👉 Atal Pension Yojana: ১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!
৪/৭: অন্য কারোর পুকুর অথবা জলাশয় লিজ নিয়ে মাছ চাষ করার জন্য যারা মাছের চারা ছাড়েন, তাদেরকেই এই প্রকল্পের মাধ্যমে সহায়তা করা হবে। এর আগে মাছের চারা দিয়ে সরকার সাহায্য করত। কিন্তু মাছের চারা কিনে দেওয়া নিয়ে বেশ কিছু সমস্যার সম্মুখীন হওয়া সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।
৫/৭: মাছ দেওয়ার পরিবর্তে এবার থেকে সরকার টাকা দিয়ে সাহায্য করবে। এই টাকা দিয়ে মৎস্য চাষিরা মাছ কিনে সেই মাছ বিক্রি করে টাকা উপার্জন করতে পারবেন। এই ৫,০০০ টাকার অনুদান পাবেন মোট ৯০০০ জন। তবে চাষিরা একবারেই ৫,০০০ টাকা পাবেন না।
৬/৭: সরকার ধাপে ধাপে টাকা দেবে। প্রথম ১,০০০ টাকা দেওয়ার পর সেই টাকা দিয়ে মাছের চারা কিনে, পুকুরে ছাড়া ইউটিলাইজেশন সার্টিফিকেট দিলে তাহলেই তার পরের অংশ পাওয়া যাবে। এছাড়াও আরও বলা হয়েছে যে, আগামী প্রজন্মকে মৎস্য চাষে উৎসাহিত করার জন্যই রাজ্য সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এইক্ষেত্রে বেশি গুরুত্ব পাবেন উপকূলবর্তী জেলা অর্থাৎ হুগলি, হাওড়া, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং বাঁকুড়ার মৎস্য চাষীরা।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?
👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন
👉 WB Yuvasree Prakalpa Apply 2023
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন