২০ হাজার টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন এই LIC-এর এই পলিসি কিনলেই।

১/৭: পেনশন এবং অবসর এই দুটি শব্দ প্রায় প্রত্যেকটি ব্যক্তিরই চিন্তার কারণ। তাই আশেপাশে কোনো জায়গায় যদি এই বিষয় নিয়ে কথবার্তা চলে তাহলে সবার মনোযোগ সেখানেই যায়। আমরা সবাই জানি যে, সরকারি কর্মীদের পেনশন অনেকটাই বেশি হয়। তাই অবসর নেওয়ার পর ঘর ছাড়ানোর জন্য তাদের কোনো চিন্তা করতে হয় না। কিন্তু কোনো ব্যবসাদার অথবা কোনো বেসরকারি সংস্থার কর্মীরা এরকম কোনো সুবিধা পান না। তবে বর্তমানে আমাদের দেশের সাধারণ জনগণকে এই প্রেক্ষিতে সরকার কিছু সাহায্য করতে শুরু করেছে।

২/৭: এলআইসি (LIC) নিয়ে এসেছে এমন একটি পলিসি বা স্কিম যার অধীনে আপনাকে শুধুমাত্র একবার ইনভেস্ট করতে হবে। এরপর সেই বিনিয়োগের ভিত্তিতে এলআইসি আপনাকে সারাজীবন পেনশন দেবে।

৩/৭: এলআইসি অর্থাৎ লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ভারতের সবথেকে বড়ো এবং একমাত্র সরকারি বিমা সংস্থা। তাই সাধারণ মানুষ এখানে বিনিয়োগ করাকে নিরাপদ বলে মনে করেন। আপনি যদি এই সংস্থায় ইনভেস্ট করতে চান তাহলে আপনি মোটা অংকের টাকা রিটার্ন পাবেন এবং আপনার জীবনও আপনি ভালোভাবে কাটাতে পারবেন।

🔥আরও পড়ুন: 👇👇👇

২ লাখ টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই! জানুন কীভাবে?

৪/৭: আমরা আজ আপনাদের জানাবো এলআইসির সবথেকে জনপ্রিয় প্রকল্প বা পলিসি সম্পর্কে। এই প্রকল্পের নাম হলো- ‘জীবন অক্ষয় পরিকল্পনা’। আপনাকে মাত্র একবার এই পলিসিতে বিনিয়োগ করতে হবে। এরপর প্রত্যেক মাসে, তিন মাস অন্তর, ছয় মাস অন্তর অথবা এক বছর অন্তর আপনি পেনশন পাবেন।

৫/৭: আপনি যদি এই পলিসিতে ইনভেস্ট করেন এবং আপনার বয়স যদি ৭৫ বছর হয় তাহলে আপনাকে এককালীন ৬,১০,৮০০ টাকা একক প্রিমিয়াম জমা দিতে হবে। এর ওপর আপনার বিমার পরিমাণ ৬ লক্ষ টাকা হবে। অর্থাৎ ৭৬,৬৫০ টাকা আপনার বার্ষিক পেনশন হবে, ৩৭,০৩৫ টাকা হবে অর্ধ বার্ষিক পেনশন, ত্রিমাসিক পেনশন হবে ১৮,২২৫ টাকা এবং আপনার মাসিক পেনশন হবে ৬,৮০০ টাকা।

You will get a pension of 20 thousand rupees per month only by buying this lic policy

৬/৭: এই ‘জীবন অক্ষয় পরিকল্পনার’ অধীনে আপনি বার্ষিক ১২,০০০ টাকা পেনশন পেতে পারেন। এমনকি এই পেনশন আপনি মৃত্যুর আগে পর্যন্ত পাবেন। যদি আপনি প্রত্যেক মাসে ২০,০০০ টাকা পেনশন পেতে চান তাহলে এককালীন ৪০,৭২,০০০ টাকা আপনাকে জমা দিতে হবে।

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 NTRO Recruitment 2022

🔥SBI CBO Recruitment 2022 

🔥HDFC Badhte Kadam Scholarship 2022

🔥 WB Primary TET 2022: প্রাথমিকে প্রতিটি শূন্যপদের জন্য এতগুলি আবেদন জমা পড়েছে! কি জানাল সংসদ?

🔥 শুরু হয়ে গেল Swami Vivekananda Scholarship, কারা পাবেন এই বৃত্তি? কোথায় ফোন করবেন?

Leave a Comment