Small Savings Scheme: ১৬ লাখ টাকার বেশি পাবেন মাত্র ৩৩৩ টাকা দিয়ে এই স্কিমে! এখনই জেনে নিন

১/১০: শেয়ার বাজারে (Shear Market) বিনিয়োগ করা যে যথেষ্ট ঝুঁকিপূর্ণ তা আমরা সকলেই জানি। তাই যারা ইনভেস্ট করবে ভাবেন, তারা এই ঝুঁকির কারণে অনেক সময় বিনিয়োগ করা থেকে পিছিয়ে আসেন। বিনিয়োগকারীরা এমন জায়গায় বিনিয়োগ করতে চান, যেখানে বিনিয়োগ করলে তারা নিশ্চিতভাবে লাভবান হবেন।

২/১০: সেইক্ষেত্রে দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ছাড়াও অনেকেই পোস্ট অফিসের (Post Office) সরকারি প্রকল্পে (Sarkari Scheme) বিনিয়োগের দিকেই ঝোঁকেন। এই প্রকল্পগুলি সরকারের আয়তাধীন হওয়ায় এই ধরনের স্কিমে নিশ্চিত লাভের পাশাপাশি আর্থিক সুরক্ষাও পাওয়া যায়।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

৩/১০: এই স্কিম দেশের বেতনভোগী মধ্যবিত্তদের জন্য একটি নির্ভরযোগ্য এবং বিশ্বস্ত বিকল্প হয়ে উঠেছে। বিনিয়োগ করার ক্ষেত্রে ইনভেস্টকারীরা তাদের বিনিয়োগকৃত অর্থ নিরাপদ থাকবে এবং তার পাশাপাশি ভালো রিটার্নও পাওয়া যাবে এই ধরনের বিকল্পগুলিতেই বিনিয়োগ করতে চান। সেইক্ষেত্রে পোস্ট অফিস রেকারিং ডিপোজিট অ্যাকাউন্টটি বর্তমানে ব্যাংক এফডি এবং আরডি-এর একটি দারুণ বিকল্প হয়ে উঠেছে। তার কারণ এই স্কিম অনেক বেশি রিটার্ন দেয়।

🔥আরও পড়ুন:

👉 বিনামূল্যে জমি দেবে সরকার রাজ্যের বাসিন্দা হলেই! এভাবে করতে হবে আবেদন

🔥আরও পড়ুন:

👉 Govt Scheme 2023: ৫ লক্ষ টাকা করে প্রত্যেক পরিবারকে দেওয়া হচ্ছে, এই ভাবে আবেদন করে ফেলুন এখনই!

🔥আরও পড়ুন:

👉 বেকারদের ১,৫০০ টাকার ঘোষণা রাজ্য সরকারের! এই কাজটি সারলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে | Yuvasree Prakalpa New Update

৪/১০: পোস্ট অফিস RD অ্যাকাউন্ট ১০ বছরের বেশি বয়সী যে কেউ খুলতে পারবেন। ন্যূনতম ১০০ টাকা দিয়েই এখানে অ্যাকাউন্ট খোলা যাবে।

৫/১০: আমানতকারী প্রত্যেক মাসে ১০ টাকার গুনিতকে নিজেদের বিনিয়োগ বাড়াতে পারেন। এই পোস্ট অফিস RD অ্যাকাউন্ট ৫.৮% সুদ দেয়। এটি সরকার প্রত্যেক ত্রৈমাসিকে নির্ধারণ করে থাকে।

৬/১০: যে তারিখে আপনি এই অ্যাকাউন্ট খুলবেন, সেই তারিখ থেকে ৫ বছর অথবা ৬০ মাস পরে এই স্কিমের মেয়াদপূর্তি হবে। এই অ্যাকাউন্ট খোলার ১ বছর পর আমানতকারী সেই পরিমাণের ৫০% পর্যন্ত তুলতে পারবেন। এছাড়াও অ্যাকাউন্ট খোলার ১ বছর পর আমানতকারীরা তাদের আমানতের ৫০% পর্যন্ত ঋণও নিতে পারবেন।

৭/১০: মোটা টাকা জমা দিয়ে আমানতকারী ১০ বছরের জন্য ১২ লক্ষ প্রত্যাশিত রিটার্ন পাবেন। ৪.২৬ লক্ষ সুদ পাওয়ার পর মোট রিটার্ন ১৬.২৬ লক্ষ টাকা হবে।

৮/১০: এই সুদ প্রত্যেক ৩ মাসে চক্রবৃদ্ধি হারে গননা করা হয়। এটি বিনিয়োগকারীদের নিয়মিত রিটার্ন দিয়ে থাকে।

You will get more than 16 lakh rupees by paying only 333 rupees in this post office scheme

৯/১০: আপনি যদি পোস্ট অফিস RD স্কিমে বিনিয়োগ করেন, তাহলে এটি আপনাকে একটি নিরাপদ আর্থিক ভবিষ্যৎ গড়ে তুলতে সাহায্য করবে। এর নির্ভরযোগ্য রিটার্ন এবং সরকার সমর্থিত গ্যারান্টিসহ সময়ের সাথে সাথে তাদের সঞ্চয় বাড়ানোর জন্য এটি একটি স্মার্ট বিকল্প হতে পারে।

১০/১০: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Post Office Saving Schemes: ৩২ লাখ টাকা পান মাত্র ২০০ টাকা বিনিয়োগেই, পোস্ট অফিসের এই স্কিমটি জেনে নিন

👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন

👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

Leave a Comment