১/৬: Reliance Jio বাজারে আসার পর থেকেই কয়েক মাস ধরে ইউজারদের আনলিমিটেড কলিং, ডেটা এবং মেসেজ উপভোগ করার সুযোগ দিয়েছিল। এর ফলে এই টেলিকম সংস্থাটি খুব তাড়াতাড়ি জনপ্রিয় হয়ে ওঠে। এরপর Jio পরিষেবার বিনিময়ে নির্দিষ্ট চার্জ নিলেও, অন্যান্য টেলিকম সংস্থার থেকে অনেক সস্তায় ইউজারদের পরিষেবা দেয়।
২/৬: এই টেলিকম সংস্থার সার্ভিস কোয়ালিটি ভালো হওয়ায় দেশের অধিকাংশ মানুষই Jio ব্যবহার করেন। আপনি যদি Jio-এর পোস্টপেড গ্রাহক হয়ে থাকেন এবং যদি আপনি সস্তায় সুবিধায় ঠাসা একটি রিচার্জ প্ল্যানের খোঁজ করে থাকেন তাহলে এই প্রতিবেদনটি আপনারই জন্য। আজ আমরা আপনাদের Jio Postpaid-এর সেরা ৩টি প্ল্যান সম্পর্কে জানাবো।
বিষয় তালিকা
১) ৭৯৯ টাকার Jio প্ল্যান-
৩/৬: Jio Postpaid-এর সেরা ৩টি প্ল্যানের মধ্যে সবথেকে বেশি দামী প্ল্যান হলো এই প্ল্যানটি। এই প্ল্যানের বিশেষত্ব হলো, এতে আপনি অতিরিক্ত ২টি সিম কার্ড পাবেন। অর্থাৎ, এই প্ল্যানের ক্রেতারা একটি নম্বরের বিল খরচ দিয়েই অতিরিক্ত ২টি সিম কার্ড ব্যবহার করতে পারবেন। ২টি নম্বরেই পাওয়া যাবে আনলিমিটেড কলিংয়ের সুবিধা। এছাড়াও এই প্ল্যানে আপনি সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্স (Netflix)-এর সাবস্ক্রিপশনও পাবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৬ মাস চিন্তা মুক্ত একবার রিচার্জ করলেই! Jio, Airtel-কে কুপোকাত করা এই প্ল্যান আনলো এই সংস্থা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ৩ মাসের রিচার্জ বিনামূল্যে দিচ্ছে এই সংস্থা Jio-কে টেক্কা দিতে! এভাবে তুলে নিন ফায়দা!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 মাত্র ২০০ টাকায় সারাবছর আনলিমিটেড কল ও অজস্র ডেটা! Jio-কে কুপোকাত করার এই প্ল্যান আনলো Airtel !
২) ৫৯৯ টাকার Jio প্ল্যান-
৪/৬: আনলিমিটেড কলিংয়ের সুবিধাসহ মোট ১০০ GB ডেটা দেওয়া হয় Jio-এর এই ৫৯৯ টাকার ফ্যামিলি প্ল্যানে। শুধু তাই নয়, এই প্ল্যানের সাথেও আপনি নেটফ্লিক্সের ফ্রি সাবস্ক্রিপশনের বেনিফিট পাবেন। এছাড়াও এই প্ল্যান রিচার্জ করলে আপনি সম্পূর্ণ বিনামূল্যে ১টি অতিরিক্ত সিম কার্ড পেয়ে যাবেন।
৩) ১৯৯ টাকার Jio প্ল্যান-
৫/৬: Jio Postpaid-এর সেরা ৩টি প্ল্যানের মধ্যে তালিকার শেষ এবং সস্তা এই প্ল্যানে আপনি আনলিমিটেড কলিংয়ের সুবিধাসহ ২৫ GB ডেটা পাবেন। এছাড়াও দৈনিক ১০০টি করে SMS পাবেন। তবে এতে আপনি অতিরিক্ত সিম কার্ডের বিকল্প পাওয়া যাবে না।
৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SBI Bank Deduction: ১৪৭.৫০ টাকা কেটেছে অ্যাকাউন্ট থেকে? ফ্রড না তো? জানুন আসল বিষয়টি
👉 এই সপ্তাহে এই ৫ দিন খুলবে না ব্যাঙ্ক! ঘুরে আসার আগে জানে নিন তারিখগুলি
👉 SIP Investment: ৩ কোটি টাকার মালিক হতে পারবেন এটি করলে! জানুন কি ভাবে করতে হবে?