শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সাহায্যের কাজে সব সময় তৎপর রাজ্য সরকার। বিভিন্ন সময় বিভিন্ন স্কলারশিপ প্রাপ্তির মাধ্যমে দুস্থ ও মেধাবী ছাত্র-ছাত্রীদের উচ্চ শিক্ষার সুযোগ দিয়ে থাকে। শুধু তাই নয় শিক্ষার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও স্কলারশিপের ব্যবস্থা করে থাকে।
আজ তেমনই এক স্কলারশিপ এর ব্যাপারে জানব আমরা যেটা থেকে শিক্ষার্থীরা দারুণভাবে উপকৃত হতে পারে। এই স্কলারশিপে আবেদন করলে বছরে সর্বোচ্চ ১ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা পাওয়া যাবে। তবে কিভাবে করতে হবে এর আবেদন? কারাই বা এর আবেদন করতে পারবে? এর সম্পর্কে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
এই স্কলারশিপের নাম হল বিদ্যাসারাথী স্কলারশিপ (Vidyasaarathi Scholarship)। Protean eGov Technologies Limited (তৎকালীন NSDL e-Governance Infrastructure Limited) এর পক্ষ থেকে প্রতিবছর এই বৃত্তি প্রদান করা হয়ে থাকে। তবে এটি একটি বেসরকারি স্কলারশিপ। তবে এই স্কলারশিপের জন্য আবেদন করে বর্তমানে অনেক শিক্ষার্থী উপকৃত হচ্ছে আপনি চাইলে যোগ্যতা মত এই স্কলারশিপ এ আবেদন করতে পারেন।
🔥 আরও পড়ুন:
👉 Reliance Foundation Scholarship 2023: ২ লক্ষ টাকা পর্যন্ত পাওয়ার সুযোগ রিলায়েন্স ফাউন্ডেশন স্কলারশিপে আবেদন করে, এইভাবে করুন আবেদন
🔥 আরও পড়ুন:
👉 ১৯,৫০০ টাকা করে পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে (Apply Now!) | Dhirubhai Ambani Scholarship 2023
🔥 আরও পড়ুন:
👉 আধার কার্ডে এই বড় পরিবর্তন আনলো কেন্দ্র! বিপদে পড়ার আগে জেনে নিন!
কি কি যোগ্যতা লাগবে বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের জন্য?
এই স্কলারশিপে আবেদনের জন্য কমপক্ষে মাধ্যমিক পাস থাকলে আবেদন করতে পারবেন। তবে যে সমস্ত শিক্ষার্থীরা উচ্চ শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন, চাইলে তারাও এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারে। জেনারেল, তপশিলি, ওবিসি সমস্ত ক্যাটেগরির ছাত্র ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
তবে এক্ষেত্রে আবেদনকারীর পরিবারের বাৎসরিক আয় পাঁচ লাখ টাকার কম হতে হবে। একই সঙ্গে ITI ও Diploma পড়ুয়ারাও এই স্কলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন।
কিভাবে আবেদন করবেন?
এই স্কলারশিপে আবেদন করার জন্য ছাত্র-ছাত্রীদের সর্বপ্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে একটি বৈধ মোবাইল নম্বর ও ইমেইল আইডি দিয়ে নাম নথিভুক্ত করিয়ে নিতে হবে।
আবেদনের সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে তা হল আবেদন প্রক্রিয়ায় কোন ভুল থাকা চলবে না। নির্দেশমতো সমস্ত তথ্য গুলি লিপিবদ্ধ করতে হবে এরই সঙ্গে সেই নথিপত্রগুলি যোগ করতে হবে। এরপর আবেদনপত্র সঠিকভাবে পূরণ হয়ে গেলে সেটি সাবমিট করতে হবে।
কিভাবে টাকা পাবেন?
আপনার অনলাইন আবেদন পত্রটি সংস্থার তরফে গ্রহণ করা হলে এবং এই স্কলারশিপের জন্য আপনি নির্বাচিত হলে, সেখান থেকে একটি নিবন্ধিত মেসেজ আপনার মোবাইল নম্বরে দেওয়া হবে। আপনার আবেদন পত্রটির যাচাই করার প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই আপনি জানতে পারবেন আপনার আবেদন পত্রটি কি অবস্থায় রয়েছে।
আপনার স্কলারশিপের অনলাইন স্ট্যাটাস যদি এপ্রুভ দেখায় তবে চিন্তার কোন কারণ নেই সঠিক সময়ে আপনি এই স্কলারশিপের জন্য প্রাপ্ত টাকা পেয়ে যাবেন।
কি কি ডকুমেন্টস প্রয়োজন?
বিদ্যাসারথী স্কলারশিপে আবেদনের জন্য প্রত্যেক শিক্ষার্থীর ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টগুলো লাগবে সেগুলো হল নিম্নরূপ –
* সচিত্র পরিচয়পত্র (আধার/ ভোটার কার্ড)। সহ অন্যান্য পরিচয় পত্রের প্রমাণও লাগতে পারে।
* ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেইলস।
*স্থায়ী বসবাসের শংসাপত্র।
* শেষ বার্ষিক পরীক্ষার মার্কশীট ও সার্টিফিকেট।
* নতুন শ্রেণীতে ভর্তির স্লিপ।
* সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের একটি ফটো।
* গেজেটেড অফিসার প্রদত্ত পরিবারের বার্ষিক আয়ের শংসাপত্র।
অফিশিয়াল ওয়েবসাইট:
এই স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটটি হল vidyasaarathi.co.in। এই স্কলারশিপের ব্যাপারে কোন সঠিক তথ্য বা বিস্তারিত কিছু জানতে হলে এর ওয়েবসাইটটি চেক করতে পারেন।
কত টাকা অনুদান পাওয়া যাবে?
এই স্কলারশিপের আবেদনকারী প্রত্যেক শিক্ষার্থীকে কোষ অনুযায়ী সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হবে।
(৪/৪) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 DA Hike: ১ লাখ টাকার কাছাকাছি এক লাফে বাড়বে বেতন! বিরাট সুখবর চকুরিজীবীদের জন্য!
👉 চেক লেখার সময় এই কাজটি করলে ফকির হতে পারেন!
👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন
👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই
👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন
👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার