(১/১৪) সাধারণ মানুষের সুবিধার জন্য মাঝে মাঝে পোস্ট অফিস (Post Office) এমন কিছু পরিষেবা দেয় যা ব্যাংকের মতোই সুবিধা প্রদান করে।
(২/১৪) এমনই এক নতুন পরিষেবা নিয়ে হাজির ভারতীয় ডাক বিভাগ। এক্ষেত্রে কম বিনিয়োগে বেশি সঞ্চয়ের একটি প্রকল্পের পরিষেবা পাওয়া যায়। পোস্ট অফিসের কিষান ব্যাংক পত্রের মতোই এতে সুদের হার অনেক বেশি।
(৩/১৪) এই প্রকল্পটি টাকা দ্বিগুণ করার জন্য যথাযোগ্য একটি প্রকল্প। পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্রের মতো ক্ষুদ্র সঞ্চয় স্কিমে সুদের হার তুলনামূলকভাবে বেশি। টাকা দ্বিগুণ করার ক্ষেত্রে এই প্রকল্পের কোনও বিকল্প নেই।
🔥 আরও পড়ুন:
WB DA Update: সুখবর! রাজ্যের ডিএ নিয়ে এলো এই বিরাট আপডেট! জানুন বিস্তারিত
🔥 আরও পড়ুন:
👉 Big News: এবার Aadhaar Card তৈরিতে থাকবে হবে এই যোগ্যতা! জেনে নিন এখনই
👉 এবার ৯০,০০০ টাকা প্রতি মাসে বাড়িতে বসেই রোজগার করুন SBI-এর সাহায্যে! কি ভাবে? জেনে নিন
(৪/১৪) পোস্ট অফিসের মিউচুয়াল ফান্ড বা স্টকে বিনিয়োগ করলেও টাকা ডাবল করা যায় কিন্তু সেক্ষেত্রে সময় কম লাগলেও ঝুঁকি থাকে অনেক বেশি।
(৫/১৫) কিন্তু এই প্রকল্পটিতে গ্যারান্টি সহযোগে টাকা দ্বিগুণ করা হয়। ক্ষুদ্র বিনিয়োগকারীরা তাই নির্দ্বিধায় এখানে টাকা রাখতে পারেন। বিনিয়োগকারীদের জন্য এটি অত্যন্ত ভালো একটি প্রকল্প এখানে নিশ্চিন্তে আপনি আপনার সঞ্চয় রাখতে পারেন।
(৬/১৪) ভারত সরকার তা সচেতনতার সঙ্গে ফেরত দেবে। এমনকি ডিফল্ট হলেও বা পোস্ট অফিসের মতো সরকারি প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলেও এর টাকা মার যাবে না। এটি এমন একটি প্রকল্প যেখানে দেশের সেরা ব্যাংকগুলোর সঙ্গে এর তুলনা করা যেতে পারে।
(৭/১৪) পূর্বের তুলনায় এই প্রকল্পগুলির সুদের হার কেন্দ্রীয় সরকার কিছুটা কমিয়েছে তবুও এর থেকে যে পরিষেবা সাধারণ মানুষ পাবে তা ব্যাংকের ফিক্সড ডিপোজিট এর চেয়ে লাভজনক। এইচ প্রকল্পের দ্বারা আপনি ১২৪ মাসে আপনার টাকা দ্বিগুণ করতে পারবেন।
(৮/১৪) কিষান বিকাশ পত্রের নিয়ম পূর্বের তুলনায় কিছুটা পরিবর্তন হয়েছে। পূর্বে এর মেয়াদ ছিল ১১x৩ মাস। বর্তমানে সেটি পরিবর্তিত হয়ে ১২৪ মাস করা হয়েছে।
(৯/১৪) বার্ষিক সুদের হার পূর্বে কিছুটা বেশি ছিল এখন সেই তুলনায় কিছু টাকা কমানো হয়েছে। এটি ৭.৬ শতাংশ থেকে ৬.৯ শতাংশ করা হয়েছে।
(১০/১৪) আপনি যদি সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আপনার অর্থ রাখতে চান সেক্ষেত্রে এই স্কিমটি আপনার জন্য সার্থক। এক্ষেত্রে আপনি সুরক্ষিত এবং নিশ্চিত রিটার্নের সরকারি গ্যারান্টি পাবেন।
(১১/১৪) কিষাণ বিকাশ পত্রে সুদের হার কেনার সময় থেকে বিনিয়োগের সময়কাল জুড়ে স্থির থাকে। এর মানে হলো সুদের হার পুর্বের অবস্থায় থাকাকালীন যদি এই প্রকল্পে কেউ অর্থ বিনিয়োগ করে এবং এর মধ্যে সুদের হার পরিবর্তন করা হয় তবে সে পূর্বের সুদের হারেই অর্থ ফিরে পাবে।
(১২/১৪) অর্থাৎ এ বিনিয়োগকারী পূর্বের মতোই ৭.৬ শতাংশ হারে সুদ পাবে। তাই সুদের হার কমলেও এই প্রকল্পের মাধ্যমে টাকা দ্বিগুণ করা যায়।
(১৩/১৪) নতুন নিয়ম অনুযায়ী ১২৪ মাস অর্থাৎ ১০ বছর চার মাসের সমান এই সময়ে টাকা বিনিয়োগের দ্বিগুণ পাওয়া যাবে। অর্থাৎ যদি কোন বিনিয়োগকারী আজকের তারিখে ১০ হাজার টাকা এই স্কিমে বিনিয়োগ করে তবে ঠিক এর ১০ বছর পরে সে কুড়ি হাজার টাকা ফেরত পাবে।
(১৪/১৪) পোস্ট অফিসে এই স্কিমটি ‘পোস্ট অফিস ডবল মানি স্কিম’ নামে পরিচিত।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 এবার ৯০,০০০ টাকা প্রতি মাসে বাড়িতে বসেই রোজগার করুন SBI-এর সাহায্যে! কি ভাবে? জেনে নিন
👉 SIM Card আপনাকে জেলের ভাত খাওয়াতে পারে! এসব ভুল ভুলেও করবেন না!
👉 PAN Aadhaar Link করতে এখনও কি আগের মতো টাকা দিতে হচ্ছে? জেনে নিন