PAN Card: আপনার ব্যক্তিগত তথ্য প্যান কার্ডের ১০ নম্বরেই রয়েছে, কোন নম্বরের কি অর্থ জানেন?

(/) বর্তমান সময়ে আধার কার্ডের মত প্যান কার্ড (PAN Card) হল একটি গুরুত্বপূর্ণ নথি। আর্থিক লেনদেন থেকে শুরু করে অন্যান্য প্রায় অনেক কাজেই প্যান কার্ডের প্রয়োজন হয়। আপনার কাছে যদি প্যান কার্ড না থাকে তাহলে আপনি গুরুত্বপূর্ণ কাজগুলো থেকে বঞ্চিত হবেন এবং অনেক পরিষেবা পাবেন না।

(২/৯) বিশেষত ব্যাংকের ক্ষেত্রে প্যান কার্ড (PAN Card) অপরিহার্য। বর্তমানে প্রায় দেশের সমস্ত মানুষের কাছে প্যান কার্ড রয়েছে সরকার ইতিমধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের লিংক করার কথা ঘোষণা করেছেন এবং একটি সবার ক্ষেত্রে বাধ্যতামূলক। এই প্যান কার্ডে একটি ১০ সংখ্যার ইউনিক কোড থাকে। যেটার অর্থ অনেকেই জানেন না তবে প্রত্যেকের জেনে নেওয়া উচিত। তবে চলুন জেনে নেওয়া যাক কি এর অর্থ?

(৩/৯) আয়কর বিভাগ প্যান নম্বর ইস্যু করার জন্য একটি বিশেষ প্রক্রিয়া ব্যবহার করে। এই প্যান কার্ডে থাকা ১০টি নম্বরের মধ্যে প্রথম তিনটি অক্ষর হল বর্ণানুক্রমিক

🔥 আরও পড়ুন:

Summer Vacations: গরমের ছুটি নিয়ে জল্পনা! এই দিন থেকেই খুলতে স্কুল খোলার সিদ্ধান্ত! বিস্তারিত জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 এবার আধার কার্ডের মাধ্যমে আপনার ব্যাঙ্ক ব্যালেন্স চেক করুন এই ভাবে!

🔥 আরও পড়ুন:

👉 ১০০০ টাকা করে প্রতিমাসে সকলেই পাবেন এই প্রকল্পে আবেদন করলেই! এই ভাবে আবেদন করে ফেলুন  

(/) প্যান কার্ডে প্রবেশ করা ১০ টি সংখ্যা হল বর্ণমালা এবং সংখ্যাসূচক সংখ্যার সংমিশ্রণ। এবং এতে বর্ণানুক্রমিক সিরিজে, AAA থেকে ZZZ পর্যন্ত যে কোনো তিনটি অক্ষরের সিরিজ প্রবেশ করা যেতে পারে। এই ১০ সংখ্যার প্রথম পাঁচটি হলো অক্ষর এবং পরের চারটি অক্ষর হলো সংখ্যা এবং শেষেরটি আবার একটি অক্ষর থাকে।

(/) প্যান কার্ড নম্বর এ থাকা চতুর্থ বর্ণমালাটি আয়কর বিভাগের চোখে আপনি কী তা নির্দেশ করে। এক্ষেত্রে আপনি যদি একজন ব্যক্তি হন, তাহলে আপনার প্যান কার্ডের চতুর্থ বর্ণমালা হবেP’।  এর প্রতিটি অক্ষরের আলাদা অর্থ রয়েছে।

(/) PAN কার্ডে যদি F লেখা থাকে, তাহলে নম্বরটি ফার্মের ইঙ্গিত দেয়। যদি T লেখা থাকে, তবে এটি ট্রাস্ট এর নির্দেশ দেয়। একইভাবে H নির্দেশ করে হিন্দু অবিভক্ত পরিবার, B নির্দেশ করে এক ব্যক্তি, L নির্দেশ করে স্থানীয়, J নির্দেশ করে আর্টিফিসিয়াল জুডিশিয়াল ব্যক্তি এবং G নির্দেশ করে সরকার।

(৭/৯) প্যান কার্ডে থাকা পঞ্চম অক্ষরটি হল নামের উপাধির প্রথম অক্ষর। এই অক্ষর এর পরে চারটি এলোমেলো সংখ্যা প্রবেশ করানো হয়। তারপর শেষের একটি বর্ণমালা থাকে। বিশেষ করে এই প্যান কার্ড আর্থিক লেনদেনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্যান কার্ডের ক্ষেত্রে এই নম্বরগুলি খুবই গুরুত্বপূর্ণ।

Your personal information is in the 10th number of PAN card, do you know the meaning of which number

(৮/৯) সরকার ইতিমধ্যেই দেশের প্রত্যেক প্যান কার্ডধারী ব্যক্তিকে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করানোর জন্য বাধ্যতামূলক করেছেন আগামী ৩০ জুন তারিখের মধ্যে এই কাজ সম্পন্ন করতে হবে। লেট ফাইন হিসেবে লাগবে এক হাজার টাকা। যারা এই সময়ের মধ্যে আধার প্যান কার্ড লিঙ্ক করতে পারবেন না তাদের প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে।

(/৯) নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 WB HS Result 2023: উচ্চ মাধ্যমিকের ফল নিয়ে এই গুরুত্বপূর্ণ আপডেট উঠে এলো! জেনে নিন এখনই

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

👉 PAN Aadhaar Link এদের আর করতে হবে না! কারা পাচ্ছেন রেহাই? জেনে নিন এখন

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

Leave a Comment