বেকারদের ১,৫০০ টাকার ঘোষণা রাজ্য সরকারের! এই কাজটি সারলেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে | Yuvasree Prakalpa New Update

১/৮: রাজ্য সরকারের যুবশ্রী প্রকল্প (Yuvasree Prakalpa) এবার রাজ্যের কর্মহীন যুবক যুবতীদের কর্মসংস্থানে সহায়তা করবে।

২/৮: রাজ্যের সাধারণ মানুষের সুবিধার্থে রাজ্য সরকার (Government of West Bengal) ইতিমধ্যেই একাধিক প্রকল্প চালু করেছে। যুবশ্রী প্রকল্প হলো এর মধ্যে অন্যতম। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার কর্মহীন যুবক-যুবতীদের সহায়তা করে থাকে। এই প্রকল্পের অধীনে ১৮ থেকে ৩৫ বছর বয়সী যুবক-যুবতীদের মাসিক ১,৫০০ টাকা করে দেওয়া হয়। এটিকে বেকার ভাতাও বলা হয়।

৩/৮: এই ভাতা পাওয়ার জন্য শ্রম দপ্তর যে ওয়েটিং লিস্ট প্রকাশ করে, সেই লিস্টে আবেদনকারীর নাম থাকা অত্যন্ত জরুরী। এই বিশেষ ওয়েটিং লিস্ট ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। এই লিস্টে প্রায় ২০,০০০ নাম রয়েছে।

🔥 আরও পড়ুন:

👉 PM Awas Yojana: এগুলো হলে পাবেন না আবাস যোজনায় ঘর! এই ভাবে চেক করুন নিজের নাম

🔥 আরও পড়ুন:

👉 Post Office Saving Schemes: ৩২ লাখ টাকা পান মাত্র ২০০ টাকা বিনিয়োগেই, পোস্ট অফিসের এই স্কিমটি জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 Govt Scheme: ৫০০০ টাকা পেয়ে যান এই প্রকল্পে আবেদন করেই! এই ভাবে করে ফেলুন আবেদন

Yuvasree Prakalpa-এর টাকা কিভাবে পাবেন?

৪/৮: রাজ্য সরকারের আওতাধীন যুবশ্রী প্রকল্পের টাকা সাধারণত আর্থ-সামাজিকভাবে অনগ্রসর পরিবারের সদস্যরাই পেয়ে থাকেন। ওয়েটিং লিস্টে যাদের নাম রয়েছে তাদেরকে যে কাজগুলি করতে হবে তা হলো-

১) সেই ব্যক্তিকেই প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিতে হবে।

২) প্রকাশিত ওয়েটিং লিস্টে তার নাম আছে কিনা তা তাকে খুঁজে নিতে হবে

৩) যদি তার নাম থাকে, তাহলে ১৭ এপ্রিল থেকে ১ জুনের মধ্যে ভাতা পাওয়ার আবেদনপত্র সংশ্লিষ্ট ওয়েবসাইটে জমা দিতে হবে।

৪) আবেদনপত্রের একটি প্রিন্ট আউট ভবিষ্যৎ রেফারেন্সের জন্য রেখে দিতে হবে।

৫) এরপর সংশ্লিষ্ট ব্যক্তিকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসে গিয়ে টাকা পাওয়ার জন্য নিজের নামের ভ্যালিডেশনের ফরম পূরণ করতে হবে।

এই প্রকল্পে আবেদনের জন্য যে যোগ্যতাগুলির প্রয়োজন তা হলো-

৫/৮:  (১) আবেদনকারী প্রার্থীদের বেকার এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হওয়া আবশ্যক।

(২) আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে

(৩) আবেদনকারী যদি আগে থেকেই কেন্দ্র অথবা রাজ্য সরকারের অনুদান অথবা আর্থিক সহায়তা কিংবা ঋণের সাথে যুক্ত থাকে তাহলে তিনি এই প্রকল্পের টাকা পাবেন না

(৪) আবেদনকারী প্রার্থীদের ন্যূনতম অষ্টম শ্রেণী পাস করতে হবে।

(৫) আবেদনকারী যদি আগে থেকে এমপ্লয়মেন্ট ব্যাংকে রেজিস্টার থাকে এবং ITI শিক্ষা থেকে থাকে, তাহলে তিনি এই প্রকল্পের জন্য অগ্রাধিকার পাবেন।

(৬) প্রত্যেকটি পরিবারের একজন সদস্য এই প্রকল্পের অনুদান পাবেন।

প্রয়োজনীয় নথিপত্র-

৬/৮: 

  • আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
  • আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড
  • আপনার একটি পাসপোর্ট সাইজের ছবি
Yuvasree Prakalpa New Update 1500 rupess

নতুন সদস্যরা কিভাবে আবেদন করবেন?

৭/৮:  (১) নতুন সদস্য হিসেবে আবেদনের জন্য প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনার নাম রেজিস্টার করতে হবে।

(২) তারপর আপনাকে ‘New Enrollment Job Seeker’ অপশনে ক্লিক করে ‘Accept’ এবং ‘Continue’ অপশনে ক্লিক করতে হবে।

(৩) তারপর আপনার সামনেই যে অনলাইন আবেদন ফর্মটি আসবে সেটি সমস্ত তথ্য দিয়ে পূরণ করতে হবে।

(৪) তারপর আপনার পাসপোর্ট সাইজের ছবি এবং সই স্ক্যান করে ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।

(৫) এরপর আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করে আবেদনপত্রের প্রিন্ট আউটটি ভবিষ্যৎ রেফারেন্সের জন্য নিয়ে নিতে হবে।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 ৫০ হাজার টাকার বেশি প্রতিমাসে পাবেন! SBI-এর এই বাম্পার অফারটি জেনে নিন

👉 ৫০০০ টাকা পাবেন নাম তুললেই! রাজ্যের এই প্রকল্প সম্পর্কে এখনই জেনে নিন!

👉 Karmai Dharma Scheme: ২ লক্ষ বেকার যুবক যুবতীদের মোটরবাইক দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে! কি ভাবে পাবেন? জেনে নিন

👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত

 👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

Leave a Comment