পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সাধারণ মানুষদের জন্য প্রায়শই কোনো না কোনো প্রকল্প চালু করেন। এই প্রকল্পের মাধ্যমে সাধারণ মানুষ বিশেষভাবে উপকৃত হয়। তবে এইবার সরকার যে প্রকল্পটি চালু করেছে তা আর দশটি প্রকল্পের থেকে একদম আলাদা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের বেকার যুবক- যুবতীরা প্রতি মাসে ২০০০ টাকা করে পাবে। নিম্নে এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
প্রকল্পের নাম ও বিবরণ
এই প্রকল্পের নাম হল যুবশ্রী প্রকল্প (Yuvashree Prakalpa)। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ২০১৩ সালের ১ অক্টোবর প্রথম এই প্রকল্পের শুভ উদ্বোধন করেন। যতদিন না রাজ্যের বেকার যুবক-যুবতীরা চাকরি পাচ্ছে ততদিন তাদের এই প্রকল্পের মাধ্যমে অর্থ সাহায্য করা হবে।
কত টাকা পাওয়া যাবে?
যুবশ্রী প্রকল্পের (Yuvashree Prakalpa) মাধ্যমে রাজ্যের বেকার যুবক-যুবতীদের মাসিক ২০০০ টাকা করে অনুদান দেওয়া হবে।
কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে?
এই প্রকল্পে আবেদন করতে গেলে কিছু যোগ্যতার প্রয়োজন। নিম্নে এই যোগ্যতা সম্পর্কে আলোচনা করা হলো-
১) এই প্রকল্প শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য উপলব্ধ।
২) কোন সরকারি চাকরিজীবী বা উচ্চ বেতন প্রাপ্ত নাগরিক এই প্রকল্পে নাম নথিভুক্ত করতে পারবে না।
৩) শিক্ষাগত যোগ্যতা হিসেবে যারা অষ্টম শ্রেণী পাস করেছে তারা এই প্রকল্পে আবেদন করতে পারবে।
বয়স সীমা
এই প্রকল্প আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স সীমা ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
এছাড়াও যারা যে কোন শিল্প সংস্থাতে প্রশিক্ষণ নেবে তাদের এই প্রকল্পের ভাতা প্রদান করা হবে তাদের মাসিক ১৫০০ টাকা থেকে শুরু করে ২৫০০ টাকা পর্যন্ত প্রদান করা হতে পারে।
আবেদন পদ্ধতি
এই প্রকল্পে আবেদন করতে গেলে প্রার্থীদের WB এমপ্লয়মেন্ট ব্যাংকের ওয়েবসাইটে নাম নথিভুক্ত করতে হবে। যারা অনলাইন মাধ্যমে আবেদন করবে তাদের ফোন বা ইমেইলের মাধ্যমে তালিকার নাম এসেছে কিনা তা জানানো হবে। যদি নির্দিষ্ট তালিকায় আপনার নাম চলে আসে তাহলে নাম প্রকাশের দুই তিন মাসের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে প্রকল্পের টাকা আসতে শুরু করবে।