বেকার চাকরিপ্রার্থীদের জন্য দারুন সুখবর। রাজ্যের সরকার পোষিত বাংলা মাধ্যম মিশনারী উচ্চ মাধ্যমিক স্কুলে স্থায়ী পদে শিক্ষক ও গ্রুপ ডি পদে স্টাফ নিয়োগ করা হবে। এই মর্মে Nirmal Hriday Ashram Girl’s High School (H.S) স্কুলের তরফ থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইচ্ছুক ও যোগ্য প্রার্থীদের আবেদনের জন্য বলা হয়েছে। এই পদের ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করা হলো-
পদের নাম
সহকারী শিক্ষক হিসেবে ইংরেজি বিষয়ে শিক্ষক নিয়োগ এবং Group- D- এর staff পদে কর্মী নিয়োগ করা হবে।
বয়স সীমা
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে তবে সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদের জন্য বয়সের ছাড়া দেওয়া হয়েছে।
বেতন
এই পদে নিয়োগ করে প্রার্থীদের ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী বেতন প্রদান করা হবে।
আবেদন প্রক্রিয়া
সংশ্লিষ্ট পদ আবেদন করতে হলে প্রার্থীদের পোষ্টের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদনের সময়কাল হলো বিজ্ঞাপনের প্রকাশের দিন থেকে ১৫ দিনের মধ্যে। আবেদন করতে হবে বিদ্যালয়ের ঠিকানায়। আবেদনের জন্য প্রার্থীর Epic/Aadhar সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতার একটি প্রত্যায়িত প্রতিলিপি লাগবে।
তবে শিক্ষক পদের জন্য শুধু মহিলা প্রার্থীদের গ্রহণ করা হবে এবং গ্রুপ ডি স্টাফ পদের জন্য পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবে।
ঠিকানা
এই পদে আবেদন করার পর আবেদনপত্র যে ঠিকানায় জমা করে আসতে হবে তা হল নিম্নরূপ-
Secretary, Nirmal Ashram Girl’s High School (H.S), P.O- Midnapore, Dist- Paschim Medinipur, Pin- 721101