এবার ATM থেকে টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই, কি ভাবে? জেনে নিন

বর্তমানে আমাদের দেশের অধিকাংশ মানুষ এটিএম (ATM)-এর ব্যবহার করে থাকেন। এর জন্য একটি ডেবিট কার্ডের (Debit Card) প্রয়োজন হয়। কিন্তু বর্তমান আধুনিক যুগ প্রযুক্তিগত দিক থেকে অনেকটা এগিয়ে গিয়েছে।

এখন এটিএম থেকে টাকা তোলার জন্য আর ডেবিট কার্ডের (Debit Card) কোন প্রয়োজন নেই। শুধু মাত্র মোবাইল ফোন ব্যবহার করেই আপনি টাকা তুলতে পারবেন। দেশের কয়েকটি ব্যাংক অনেকদিন ধরেই এই পরিষেবা চালু করেছে।

গ্রাহকদের অতিরিক্ত পরিষেবার কথা ভেবেই নতুন এই পদ্ধতিটি চালু করা হয়েছে। অনেক সময় এমারজেন্সি প্রয়োজন এর ক্ষেত্রে টাকার প্রয়োজন হয় কিন্তু সে সময়ে ডেবিট কার্ড হয়তো সঙ্গে থাকে না। গ্রাহকদের সেই পরিস্থিতির কথা বিবেচনা করেই নতুন এই পদ্ধতির প্রণয়ন।

দেশের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (RBI) এই ব্যাপারে জানিয়েছে যে টাকা তোলার জন্য ডেবিট কার্ড না থাকলেও শুধুমাত্র ফোন ব্যবহার করে টাকা তোলা সম্ভব। ডেবিট কার্ড ব্যবহার না করেই এবার থেকে এটিএম-এ টাকা তোলা যাবে। তবে এই কাজটি করবেন কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।

ডেবিট কার্ড ছাড়া এটিএম (ATM) থেকে টাকা তুলতে গেলে আপনার ফোনে বিভিন্ন ইউপিআই পেমেন্টস অ্যাপগুলি থাকতে হবে। যেমন Paytm, Google Pay, Phone Pay ইত্যাদির মতো যেকোনো UPI অ্যাপ আপনার ফোনে থাকতে হবে।

Now you can withdraw money from ATM without debit card

এই অ্যাপ গুলো ছাড়া আপনি টাকা তুলতে পারবেন না। নিম্নে এটিএম থেকে বিনা কার্ডে টাকা তোলার প্রসেস গুলি বলে দেওয়া হল-

  • কার্ড ছাড়াই টাকা তুলতে গেলে প্রথমে এটিএম-এ গিয়ে কার্ড ছাড়াই টাকা তোলার বিকল্পটি বেছে নিতে হবে।
  • এর পরে UPI এর মাধ্যমে টাকা তোলার বিকল্পগুলি দেখতে পাওয়া যাবে।
  • এর পরে মোবাইলে UPI অ্যাপ আর সামনে দেখানো QR কোডটি স্ক্যান করতে হবে।
  • আপনি কত টাকা তুলবেন সেটি লিখে ok করতে হবে। এরপর আপনি আপনার কাঙ্ক্ষিত টাকা, এটিএম থেকে পেয়ে যাবেন।

আরও পড়ুন:

বদলে গেল নিয়ম! এবার এটি না করলে LPG সিলিন্ডার পাবেন না, শীঘ্রই করে ফেলুন

Leave a Comment