(১/৬) LPG Gas: কয়েক মাস আগে রান্নার গ্যাসের দাম আকাশ ছোঁয়া ছিল। তবে এখন সেই দাম কিছুটা কমানো হয়েছে। এখন একটি রান্নার গ্যাস সিলিন্ডার মাত্র ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। যা সাধারণ মানুষ ও মধ্যবিত্তদের কাছে অনেকটাই স্বাচ্ছন্দের বিষয়।
(২/৬) আপনি হয়তো একটি বিষয়ে লক্ষ্য করে থাকবেন যে গ্যাস সিলিন্ডার নেওয়ার সময় প্রতিটি বাড়িতে ডেলিভারি বয় এই গ্যাস সিলিন্ডার দিয়ে যায়। তবে গ্যাস সিলিন্ডারে ডেলিভারির ক্ষেত্রে সরকার কর্তৃক এখন একটি নতুন নিয়ম কার্যকর করা হয়েছে।
(৩/৬) সেটি হল ডেলিভারি বয় যখন নতুন গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে দিয়ে যাবে তখন তার জন্য সে আপনার হাতের আঙ্গুলের ছাপ বা ছবি চাইতে পারে। তবে বিষয়টি অস্বাভাবিক কিছু নয়।
(৪/৬) কারণ কেন্দ্রীয় সরকার কর্তৃক এই নিয়মটি নতুন করে চালু করা হয়েছে। নতুন গ্যাস সিলিন্ডার সরবরাহ করার সময় গ্রাহকদের ছবি ও স্বাক্ষর নেওয়া হবে এমনকি প্রয়োজনে বায়োমেট্রিক আইডেন্টিফিকেশনের জন্য ফেস স্ক্যান অবধি করা হতে পারে।
(৫/৬) গ্যাস ডেলিভারি বয়রা এইসব তথ্য সংগ্রহ করে সেগুলি নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করবে। কেন্দ্রীয় সরকারের নির্দেশ নতুন এই নিয়মটি আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।
(৬/৬) প্রসঙ্গত উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম অনুসারে প্রথম পর্যায়ে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্পের সমস্ত গ্রাহকদের বায়োমেট্রিক আইডেন্টিফিকেশন হবে। এই কাজটি ধীরে ধীরে সমস্ত গ্রাহকের করা হবে। ইন্ডিয়ান গ্যাস ভোক্তাদের জন্য কেন্দ্রীয় সরকার নতুন এই পন্থাটি অবলম্বন করেছে।
আরও পড়ুন:
এবার ATM থেকে টাকা তোলা যাবে ডেবিট কার্ড ছাড়াই, কি ভাবে? জেনে নিন