প্রাইমারি স্কুলে ভর্তির ক্ষেত্রে আসছে আমূল পরিবর্তন! কড়া নির্দেশিকা জারি করলো শিক্ষা দফতর

(১/৬) বাংলার (West Bengal) শিক্ষাব্যবস্থা নিয়ে প্রায়শই বিভিন্ন সমালোচনা হতে দেখা যায়। কিছু সময় পর পর বাংলার শিক্ষা ব্যবস্থা নতুন নতুন পদ্ধতির প্রণয়ন দেখে অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকেন।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৬) চলতি বছর ২০২৩ সাল শেষ হলে সামনে আগত মাধ্যমিক (Madhyamik Pariksha) উচ্চ মাধ্যমিক পরীক্ষা (Higher Secondary)। তবে এই পরীক্ষার আগেই বাংলার শিক্ষা ব্যবস্থায় আরো বড় রকমের একটি পরিবর্তন হতে চলেছে।

(৩/৬) রাজ্য শিক্ষা দপ্তরের পক্ষ থেকে প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছু পরিবর্তন আসতে চলেছে। সেই সঙ্গে সঙ্গে শিক্ষা দপ্তর জানিয়েছে যে নতুন এই নিয়ম সম্পর্কে সকল অভিভাবক থেকে শুরু করে পড়ুয়াদেরকেও ওয়াকিবহাল থাকতে হবে।

(৪/৬) আমাদের রাজ্যের এডুকেশন সিস্টেমে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে আসন সংরক্ষণ করা হতো। তবে এবার থেকে কলেজ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সঙ্গে স্কুলেও এই নতুন নিয়ম চালু করা হবে। শিক্ষা দপ্তরের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে।

(৫/৬) এই নিয়মটা চালু করার প্রধান উদ্দেশ্য হল যারা আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রী রয়েছে তাদের প্রাইমারি স্কুলে আসন সংরক্ষণ করে রাখা। তাদের জন্য প্রাইমারি স্কুলগুলিতে ১০% আসন সংরক্ষণ করে রাখা হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে একটি নির্দেশিকাও জারি হয়েছে।

Radical changes in west bengal primary school admission! The Education Department has issued strict guidelines

(৬/৬) ওই নির্দেশিকায় আরো উল্লেখ রয়েছে যে অর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের মধ্যে যারা তফসিলি জাতির অন্তর্গত তাদের জন্য ২২ শতাংশ, তফসিলি জন জাতিদের জন্য ৬ শতাংশ, অনগ্রসর শ্রেণির (A) জন্য ১০ শতাংশ, অনগ্রসর শ্রেণি (B) -এর জন্য ৭ শতাংশ আসন সংরক্ষিত রাখা হবে।

গুরুত্বপূর্ণ লিঙ্ক:

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন