আমাদের দেশে এমন অনেক পড়ুয়া রয়েছে যারা পড়াশোনায় অনেক ভালো হলেও আর্থিক অবস্থা স্বচ্ছল না হওয়ার কারণে বেশিদূর পর্যন্ত পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তাদের আর্থিক সাহায্যের উদ্দেশ্যে একাধিক সরকারি ও বেসরকারি প্রকল্প চালু হয়েছে। এই স্কলারশিপের মাধ্যমে অনেক দুস্থ মেধাবী পড়ুয়ারা নিজেদের উচ্চ শিক্ষা চালিয়ে যায়।
ছাত্র-ছাত্রীদের জন্য সরকারি সহ একাধিক বেসরকারি সংস্থা স্কলারশিপের প্রচলন করেছে। আর সেরকমই পরিকল্পনা করে সম্প্রতি NSDL (Vidyasarathi) সংস্থার তরফ থেকে মেধাবীদের স্কলারশিপ দেওয়ার কথা ঘোষনা করা হয়েছে। এমনি এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো-
স্কলারশিপের নাম ও বিবরণ
এই স্কলারশিপটির নাম হল NSDL কেন্দ্রীয় শিক্ষা সহযোগী স্কলারশিপ। এই স্কলারশিপটি প্রচলন করে National Securities Depository Ltd. অথবা NSDL. এটি ভারতীয় সরকারে E Government programme-এর অন্তভূক্ত। আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্য এই স্কলারশিপটি প্রচলন করা হয়েছে।
কারা কারা আবেদন করতে পারবে?
যেসব পড়ুয়ারা অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত অথবা স্নাতক ও স্নাতকোত্তর স্তরে পাঠরত তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে।
এই স্কলারশিপের আবেদন করার জন্য বিগত পরীক্ষায় পড়ুয়াদের ৬০ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে, এবং বর্তমান ক্লাসের রানিং পাঠরত হতে হবে।
এই স্কলারশিপে আবেদন করতে হলে আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস
এই স্কলারশিপে আবেদন করার জন্য আবেদনকারী পড়ুয়ার যেসব ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হল নিম্নরূপ-
- আবেদনকারীর আধার কার্ড/প্যান কার্ড)
- বিগত দুটি সেমিস্টার পরীক্ষার মার্কশীট
- আবেদনকারীর অভিভাবকের পারিবারিক বার্ষিক আয়ের প্রমান
- ব্যাংকের পাস বই
- নতুন ক্লাসে ভর্তির প্রমানপত্র
- ইনস্টিটিউট প্রদত্ত বোনাফায়েড সার্টিফিকেট
স্কলারশিপের অনুদানের পরিমাণ
শ্রেণী | বৃত্তির পরিমাণ |
অষ্টম ও নবম শ্রেণী | ২৫০০ টাকা |
দশম শ্রেণী | ৩০০০ টাকা |
একাদশ ও দ্বাদশ শ্রেণী | ৩৫০০ টাকা |
স্নাতক শ্রেণী B.A – Bachelor of Arts B.Com – Bachelor of Commerce B.SC – Bachelor of Science B.M.S – Bachelor of Management Studies B.B.A – Bachelor of Business Administration | এককালীন ১২০০০ টাকা |
স্নাতকোত্তর শ্রেণী M.Sc – Master of Science M.A. – Master of Arts M.Com – Master of Commerce | এককালীন ১২০০০ টাকা |
আবেদন প্রক্রিয়া
NSDL কেন্দ্রীয় শিক্ষা সহযোগী স্কলারশিপে আবেদন করতে হলে এর নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে।
আপনি যদি এই স্কলারশিপে আবেদনের যোগ্য হন তাহলে দ্রুত এতে আবেদন করে নিন কারণ অন্যান্য স্কলারশিপের তুলনায় এই স্কলারশিপে তুলনামূলক বেশি টাকা পাওয়া যায়। এছাড়াও এই স্কলারশিপের ব্যাপারে বিস্তারিত জানতে এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন।