(১/৯) Chandrayaan 3 Landing: আজ ২৩ আগস্ট বিকেল ৬ টা ৪ মিনিটে ভারত নতুন ইতিহাস গড়লো। চন্দ্রযান-৩ (Chandrayaan 3)মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রমে’র সফলভাবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ ঘটলো। চাঁদের দক্ষিণ মেরুতে পৌঁছানো প্রথম দেশ হিসেবে নজির গড়লো ভারত। এর সঙ্গে সঙ্গে চাঁদের মাটি স্পর্শ করতে চতুর্থ দেশ হিসেবে ইতিহাসের পাতায় নাম তুলল ভারত।
(২/৯) গত কয়েকদিন ধরে সমগ্র ভারতবাসী চন্দ্রযান-৩ (Chandrayaan 3) মহাকাশযানের ল্যান্ডার ‘বিক্রম’ -এর চাঁদের মাটিতে অবতরণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল। ভারতীয় সময় অনুসারে আজ বিকেল ৫টা বেজে ৪৫ মিনিটে অধোগমনের প্রক্রিয়া শুরু হয়।
(৩/৯) আর পূর্ব নির্ধারিত সময়ে বিকেল ৬টা বেজে ৪ মিনিটে চাঁদের মাটিতে পদার্পণ করে ল্যান্ডার ‘বিক্রম’। চন্দ্রযানের সফল উৎক্ষেপণের পরে প্রতিমুহূর্তে তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়। বিজ্ঞানীরা এর ইঞ্জিন থেকে শুরু করে যন্ত্রাংশ ও সমস্ত জায়গায় চেক করে দেখেন যে কোন ত্রুটি রয়েছে কিনা।
(৪/৯) ল্যান্ডার বিক্রমের সফল উৎক্ষেপণের সমস্ত চেষ্টার কোনো ত্রুটি রাখেননি ইসরোর বিজ্ঞানীরা। যথেষ্ট সময় নিয়েই বিজ্ঞানীরা এই কার্যসম্পাদন করেছে। তাড়াহুড়াতে যেন কোন ভুল ত্রুটি না হয় সেই উদ্দেশ্যে বিজ্ঞানীদের এরূপ সিদ্ধান্ত। আর অবশেষে ল্যান্ডার বিক্রমের চাঁদে সফল অবতরণ।
(৫/৯) এর পূর্বে ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযানের সময় শেষ মুহূর্তে ই সমস্যা তৈরি হয়েছিল যার ফলস্বরূপ পালকের মতো চাঁদের বুকে আছড়ে পড়েছিল চন্দ্রযান-২। আর সেই থেকেই শিক্ষা ও অভিজ্ঞতা নিয়ে বিজ্ঞানীরা এবারের চাঁদের অভিযান অনেকটা সন্তর্পনে করেছেন। আর ধীরগতিতে সময় নিয়ে চাঁদের এই গোটা অভিযানটি চালিয়েছেন।
(৬/৯) ল্যান্ডার ‘বিক্রম’-এ আগের চেয়ে অনেক পরিবর্তন আনা হয়েছিল। আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত বানিয়ে এটিকে চাঁদের উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছিল। তবে এটিকে শুধুমাত্র শক্তিশালী বানানো হয়নি এর সেন্সরেরও অনেক পরিবর্তন ঘটানো হয়েছিল। যাতে চাঁদের দক্ষিণ মেরুর মাটি অবতরণের উপযুক্ত কিনা তা ছুঁয়েই টের পেয়ে যায় এই সেন্সর।
(৭/৯) এর উন্নত ক্যামেরা অবতরণের সঠিক জায়গাটি খুঁজে নেয়। ভারত এর পূর্বে ২০১৯ সালে চন্দ্রযান-২ অভিযান চালায়। তবে এটি ব্যর্থ হয়ে যাওয়ার কারণে তারা আবার নতুনভাবে চন্দ্র অভিযানের প্রস্তুতি নেয়। আর দীর্ঘ ৪ বছর অক্লান্ত পরিশ্রম করার পর ISRO-র বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়াররা চন্দ্রযান-৩ তৈরি করেন।
(৮/৯) গত ৬ জুলাই আনুষ্ঠানিকভাবে ভারতের এর তৃতীয় চন্দ্র অভিযানের কথা ঘোষণা করা হয়। আর সেই মতোই ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধওয়ান স্পেস সেন্টার থেকে চন্দ্রযান-৩ মহাকাশযানের সফল উৎক্ষেপণ হয়।
(৯/৯) চন্দ্রযান-৩ ধাপে ধাপে পৃথিবীর মাধ্যকর্ষণ শক্তির বাইরে বেরিয়ে, চাঁদের কক্ষপথে প্রবেশ করে। আর সবশেষে, উৎক্ষেপণের ৪১ দিনের মাথায় পূর্ব নির্ধায়িত সময় মতই আজ বিকেল ৬ টা ৪ মিনিটে চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করে।