১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখলে

সাধারণ মানুষকে অধিক সুবিধা ও পরিষেবা প্রদান করার উদ্দেশ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (State Bank of India) প্রায়ই বিভিন্ন ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। তেমনি এ ব্যাংক নতুন এক প্রকল্পের অবতারণা ঘোষণা করেছে। যে প্রকল্পে টাকা রাখলে আপনি নিশ্চিত লাভবান হবেন তাহলে আর দেরি কেন? চলুন এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

প্রকল্পের নাম ও বিবরণ

স্টেট ব্যাংকের এই নতুন প্রকল্পের নাম হল SBI Annuity Deposit Scheme। আপনি যদি এই প্রকল্পে বিনিয়োগ করতে চান তাহলে ৩৬, ৬০, ৮৪ এবং ১২০ মাসের জন্য টাকা বিনিয়োগ করতে পারেন।

আপনি যদি এই স্কিমে বিনিয়োগ করেন তাহলে মেয়াদের উপর নির্ভর করে আপনাকে টাকা দেওয়া হবে। আপনি সমান মাসিক কিস্তিতে সুদের মাধ্যমে তা ফেরত পাবেন। এই স্কিম প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে বেশ উপকারী। এর ক্ষেত্রে সুদের হার বেশি হয়।

🔥 আরও পড়ুন:

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ১০০০ টাকা প্রতিমাসে মিলবে আরও সহজে, নয়া ব্যবস্থা রাজ্য সরকারের

🔥 আরও পড়ুন:

👉 Duare Sarkar Camp১ সেপ্টেম্বর থেকে এই নতুন দুটি প্রকল্পের সুবিধা পাবেন দুয়ারে সরকার ক্যাম্পে

উদাহরণ হিসেবে বলা যায় কোন ষাটোর্ধ্ব ব্যক্তি যদি এক থেকে দুই বছরের জন্য এই স্ক্রিমে টাকা বিনিয়োগ করেন তাহলে সে সুদ পাবে ৫.৫০% হারে। সে জায়গায় একজন সাধারন নাগরিক ৫% হারে সুদ পাবে। সেই সুবাদে SBI ADS হলো প্রবীণদের ক্ষেত্রে একটি উত্তম বিনিয়োগ।

SBI Annuity Deposit Scheme এর সুদের হার

এই স্কিমে থেকে ৪৫ দিনের জন্য একজন সাধারণ নাগরিক সুদ পাবেন ২.৯০%, এবং প্রবীণ নাগরিকরা পাবেন ৩.৪০%। আবার ৪৬ থেকে ১৭৮ দিনের জন্য সাধারণ নাগরিকরা পাবেন সুদ ৩.৯০%, একইভাবে প্রবীণ নাগরিকরা পাবেন ৪.৪০%

SBI Annuity Deposit Scheme earn 12000 rupees per month

১৭৯ থেকে ৩৬৪ দিনের জন্য সাধারণ নাগরিক সুদ পাবেন ৪.৪০%, আর প্রবীণ নাগরিকরা পাবেন ৪.৯০%। আর এই স্কিমেথেকে ২ বছরের জন্য সাধারণ নাগরিকরা বিনিয়োগ করলে সেক্ষেত্রে তারা সুদ পাবে ৫%, আর প্রবীণ নাগরিকরা পাবেন ৫.৫০%

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 চাঁদের আরও কাছে চন্দ্রযান ৩, এবার অপেক্ষা ১৪ অগস্টের (Chandrayaan 3 Mission Latest Update)

👉 রাজ্যের স্কুলে স্থায়ী শিক্ষক এবং গ্রুপ-সি কর্মী নিয়োগ চলছে, এখনই আবেদন করুন

👉 রাজ্যে এবার নয়া শিক্ষানীতি আসছে , অষ্টম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক কি কি পরিবর্তন? জেনে নিন

👉 ১০ হাজার টাকা জরিমানা হতে পারে প্যানকার্ডধারীদের, শীঘ্রই চেক করে নিন

👉 ৫টি গোপন সুত্র লটারিতে ১ম প্রাইজ জেতার, জেনে নিন এখনই (Lottery Winning Tricks)

👉 কঠিন নিয়ম প্যান কার্ডধারীদের জন্য! ফ্রিজ হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সঙ্গে মোটা জরিমানা

👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে ৩ বছরে টাকা হবে ডবল, প্রচুর সুদ দিচ্ছে পোস্ট অফিস

Leave a Comment