২০,০০০ টাকা পেয়ে যান এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা ও আবেদন পদ্ধতি জেনে নিন 

ছাত্রছাত্রীদের জন্য রয়েছে বিশাল সুখবর! নতুন প্রজন্ম অর্থাৎ শিশুরাই হলো আমাদের দেশের ভবিষ্যৎ। তাই শিশুদের ভালো করে পড়াশোনা শিখিয়ে তাদের মানুষের মত মানুষ করে তোলাই আমাদের দায়িত্ব। কিন্তু তা সবসময় সম্ভব হয়ে ওঠে না। আমাদের দেশের দরিদ্র মানুষরা ঠিকভাবে দুবেলা নিজেদের পেট চালাতে হিমশিম খায়। সেখানে ভালো করে পড়াশোনার কথা ভাবা তাদের কাছে শুধুই স্বপ্ন। তাই এই সমস্ত পরিবারের ছেলেমেয়েরা একটু বড়ো হওয়ার পরই এদিক ওদিক কাজ করতে শুরু করে দেয়। শৈশবকাল বলতে তাদের আর কিছু থাকে না। তাদের ভবিষ্যৎ অন্ধকারে তলিয়ে যায়।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

সেই সমস্ত পড়ুয়ারাও যাতে ভালো করে পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে পারে তাই প্রত্যেক বছর বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা নানা ধরনের স্কলারশিপের ব্যবস্থা করে থাকে। এবার একটি বেসরকারি সংস্থা এই সমস্ত পড়ুয়াদের জন্য একটি স্কলারশিপের (Abdul Kalam Scholarship 2023) ব্যবস্থা করেছে। বিশেষত সমাজের সুবিধাবঞ্চিত এবং আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পড়ুয়াদের জন্যই এই স্কলারশিপ। তাহলে চলুন এই স্কলারশিপ সম্বন্ধে বিষদে জেনে নেওয়া যাক

Abdul Kalam Scholarship 2023: Scholarship Name | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: স্কলারশিপের নাম

Buddy4Study ফাউন্ডেশনের তরফে দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের যে স্কলারশিপ প্রদান করা হবে তা হলো- Dr. Abdul Kalam Scholarship। দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য সাহায্য করাই হলো এই স্কলারশিপের লক্ষ্য।

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যে ৬.৫ হাজার শূন্যপদে নিয়োগ করতে চলেছে সরকার, কোন কোন পদে? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 সুখবর! রাজ্যে কয়েক হাজার সরকারি চাকরির মেধা তালিকা প্রকাশিত হল! বিস্তারিত দেখুন

🔥 আরও পড়ুন:

👉 Jobs in Kolkata 2023: অষ্টম পাশেই কলকাতায় চাকরির সুযোগ! যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন 

Abdul Kalam Scholarship 2023: Scholarship Amount | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: বৃত্তির পরিমাণ

ড: আব্দুল কালাম স্কলারশিপের অধীনে মেডিকেল এবং ইঞ্জিনিয়ারিং পড়ুয়াদের বার্ষিক ২০,০০০ টাকা বৃত্তি প্রদান করা হবে।

Abdul Kalam Scholarship 2023: Selection Process | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: নির্বাচন প্রক্রিয়া

এই স্কলারশিপের জন্য পড়ুয়াদের একাডেমিক স্কোর এবং পারিবারিক বার্ষিক আয়ের ভিত্তিতে নির্বাচন করা হবে। অর্থাৎ এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের উচ্চমাধ্যমিকের রেজাল্ট এবং পরিবারের বার্ষিক আয়ের ওপর ভিত্তি করে নির্বাচন করা হবে। যে সমস্ত পড়ুয়ার পারিবারিক আয় সবথেকে কম এবং একাডেমিক স্কোর ভালো থাকবে এই স্কলারশিপের ক্ষেত্রে তারাই অগ্রাধিকার পাবেন। তবে প্রয়োজন হলে সংস্থার তরফে ইন্টারভিউয়ের জন্যও ডাকা হতে পারে।

Abdul Kalam Scholarship 2023 Apply Online | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: আবেদন প্রক্রিয়া

১) আপনি যদি এই স্কলারশিপের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে।

২) প্রথমে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট buddy4study.com-এ গিয়ে স্কলারশিপের পেজ থেকে ডঃ আব্দুল কালাম স্কলারশিপের অপশনটি নির্বাচন করতে হবে।

৩) তারপর আপনার মোবাইল নম্বর অথবা ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করে ‘Start Application’ অপশনটিতে ক্লিক করলে আপনার সামনে আবেদনের ফর্মটি খুলে যাবে।

৪) তারপর সেখানে আপনাকে আপনার প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদন ফর্মটি পূরণ করে প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।

৫) এরপর আপনাকে ফাইনাল সাবমিট অপশনটিতে ক্লিক করতে হবে।

Abdul Kalam Scholarship 2023: Required Documents | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র

এই স্কলারশিপে আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার দ্বাদশ শ্রেণীর মার্কশিট
  • আপনার চলতি বছরে ভর্তির রশিদ
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র হিসেবে আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড
  • আপনার পরিবারের ইনকাম সার্টিফিকেট
  • আপনার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টের পাসবুক
  • আপনার সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি

Abdul Kalam Scholarship 2023: Eligibility | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: যোগ্যতা

১) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়াদের ভারতীয় নাগরিক হতে হবে।

২) আবেদনকারী পড়ুয়াদের জাতীয় অথবা রাজ্য পর্যায়ের মেডিকেল অথবা ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

৩) এই স্কলারশিপে আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াদের ৫৫% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে।

৪) এই স্কলারশিপের জন্য আবেদনকারী পড়ুয়ার পরিবারের বার্ষিক আয় ৩ লক্ষ টাকার কম হতে হবে।

Abdul Kalam Scholarship 2023

Abdul Kalam Scholarship 2023: Important Date | আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ তারিখ

২০২৩-২৪ শিক্ষাবর্ষে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি। এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া পড়ুয়াদের কলেজে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর খুব শীঘ্রই শুরু হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 এবার ২,০০০ টাকা করে মাসে পাবেন এই প্রকল্পে, জেনে নিন বিস্তারিত

👉 Primary TET: প্রাইমারী টেট পাশ প্রার্থীদের বিপুল সংখ্যক নিয়োগ শুরু! জেনে নিন এখনই

👉 রাজ্যের এই তিনটি ব‍্যাঙ্ককে কড়া শাস্তি RBI-এর নিয়ম না মানায়! গ্রাহকের টাকার কি হবে?

👉 Primary TET: টেটের প্রশ্ন ভুল মামলায় এই নির্দেশ দিলেন জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়!

👉 Breaking News: এই দিন প্রকাশ হবে প্রাইমারী শিক্ষক নিয়োগের মেধা তালিকা! পর্ষদ সূত্রে এই খবর সামনে এলো

FAQ: Abdul Kalam Scholarship 2023 (আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩)

Q: Abdul Kalam Scholarship 2023 (আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩)-এ আবেদন কিভাবে করতে হবে?

Ans: অনলাইন মাধ্যমে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Abdul Kalam Scholarship 2023 (আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: ৫৫% নম্বরসহ উচ্চমাধ্যমিক পাস করতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: Abdul Kalam Scholarship 2023 (আব্দুল কালাম স্কলারশিপ ২০২৩)-এ আবেদনের জন্য পরিবারের বার্ষিক আয় কত হতে হবে?

Ans: ৩,০০,০০০ টাকার কম। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment