PAN Card: প্যান কার্ড নিয়ে এই কড়া নির্দেশ সরকারের, দ্রুত এই কাজ না করলে বিপদে পড়বেন

(১/৮) বর্তমানে আধার কার্ডের (Aadhaar Card) মতোই প্যান কার্ড (PAN Card) হল অন্যতম গুরুত্বপূর্ণ একটি নথি। তাই এই দুটি নথি সংযত ও সংরক্ষণ করে রাখা আমাদের অবশ্য প্রয়োজন। এর আগে কেন্দ্রীয় সরকার সকলকে নির্দেশ দিয়েছিল যে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করাতে হবে, এটি বাধ্যতামূলক।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) আর এর জন্য সরকারের তরফ থেকে সাধারণ মানুষকে দীর্ঘদিন সময় দেওয়া হয়েছিল। প্যান ও আধার কার্ড লিঙ্ক (PAN Aadhaar Link) করার জন্য সরকার নির্ধারিত শেষ যে সময় দেওয়া হয়েছিল সেটি ছিল ৩০ জুন। এই সময় উত্তীর্ণ হয়ে যাওয়ার পর সরকারের নির্দেশ মতোই যারা প্যান আধার লিঙ্ক করেননি তাদের প্যান কার্ড ১ জুলাই থেকে নিষ্ক্রিয় হয়ে গিয়েছে।

(৩/৮) এই অবস্থায় যাদের প্যান কার্ড (PAN Card) নিষ্ক্রিয় হয়ে গিয়েছে তারা নিজেদের বিভিন্ন রকম গুরুত্বপূর্ণ কাজগুলি করতে পারছেন না। এর ফলে সকলে বিরাট একটি সমস্যায় পড়েছে। অনেকে প্যান কার্ড নিষ্ক্রিয় থেকে সক্রিয় করতে চান। আপনিও যদি এরকম অবস্থার স্বীকার হয়ে থাকেন, তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই। নিম্নে প্যান কার্ড সক্রিয় কীভাবে করবেন তা বলে দেওয়া হলো।

(৪/৮) আপনার নিষ্ক্রিয় হয়ে যাওয়া প্যান কার্ড (PAN Card) আপনি ঠিক করতে পারবেন। তবে এর জন্য আপনাকে সরকারকে ১০০০ টাকা জরিমানা দিতে হবে। আপনার নিষ্ক্রিয় প্যান কার্ডটি ঠিক করতে হলে ১০০০ টাকা জরিমানা সহ আয়কর বিভাগের কাছে আবেদন জানাতে হবে।

(৫/৮) উপরের কাজগুলি সঠিক ভাবে সম্পন্ন করলে আয়কর বিভাগ এক মাসের মধ্যে আপনার প্যান কার্ড পুনরায় সক্রিয় করে দেবে। জনসাধারণের কথা ভেবে সরকার কয়েক মাস আগে এই প্রক্রিয়াটি পুনরায় চালু করেছে।

(৬/৮) ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে প্যান কার্ডের (PAN Card) লিংক করা ভীষণ জরুরী, কারণ এটি না থাকলে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে। তবে আপনার ব্যাংক একাউন্টের সঙ্গে প্যান কার্ডের লিংক রয়েছে কিনা সে বিষয়ে আপনি যদি নিশ্চিত না হন তাহলে আপনার ব্যাংক একাউন্টের ই-কেওয়াইসি করাতে হবে।

(৭/৮) আপনি যদি আপনার প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড (Aadhaar Card) লিঙ্ক করাতে চান তাহলে এর জন্য আপনাকে আয়কর বিভাগের ই-ফাইলিং ওয়েবসাইটে যেতে হবে। সেখানে লগইন করার পর আধারের সাথে প্যান লিঙ্ক করার বিকল্পটিতে ক্লিক করতে হবে। এরপর আপনার ব্যক্তিগত তথ্য দিয়ে সেগুলি পূরণ করতে হবে।

 Government's strict instructions on PAN aadhaar link

(৮/৮) সবশেষে ১০০০ টাকা জরিমানা পূরণ করতে হবে। আপনি চাইলে ই-পে ট্যাক্সের মাধ্যমে খুব সহজেই জরিমানা পরিশোধ করতে পারেন। এরপর আপনার সমস্ত তথ্যগুলি আইকর বিভাগে প্রদান করতে হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশে পোস্ট অফিসে চাকরির সুযোগ, এইভাবে আবেদন করতে হবে

👉 ৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে