আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত নতুন খবর। ইউনিক আইডেন্টিটি অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)-এর তরফে আধার কার্ড ব্যবহারকারীদের জন্য নতুন একটি বিজ্ঞপ্তি জারি করা হলো। বর্তমান সময়ে আধার কার্ড নিয়ে একের পর এক কেলেঙ্কারির ঘটনা সামনে আসছে। অনেকে আধার কার্ড নিয়ে প্রতারণার শিকার হচ্ছে সেদিকটা ভেবে UIDAI নতুন এই নির্দেশিকা জারি করল।
বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-
বর্তমান সময়ে আধার কার্ড হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি। সমস্ত আধার ব্যবহারকারীদের UIDAI-এর তরফ থেকে সতর্ক করে বলা হয়েছে যে, বর্তমানে আধার ব্যবহারকারীদের আধার আপডেট করার জন্য ইমেইল বা হোয়াটসঅ্যাপে বিভিন্ন প্রকার মেসেজ আসছে এবার তাতে যদি আপনিও পেয়ে থাকেন তাহলে এটি ইগনোর করে চলুন। কারণ এটি একটি জালিয়াতদের প্রতারণার চক্র।
UIDAI কোটি কোটি আধার ব্যবহারকারীকে X হ্যান্ডেল থেকে ট্যুইট করে জানিয়েছে, আধার আপডেট করার জন্য কখনোই এ ধরনের ইমেইল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নথি চাওয়া হয় না।
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?
🔥 আরও পড়ুন:
👉 ১০০০ টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে, আবেদন করুন দুয়ারে সরকারে
তাই সকলকে এ বিষয়টি সম্পর্কে সতর্ক করা হয়েছে। আধার ব্যবহারকারীদের সব সময় আধার আপডেট করার জন্য my aadhaar পোর্টাল ব্যবহার করতে বলা হচ্ছে। আর অফলাইনে আধার আপডেট করার থাকলে নিকটস্থ আধার কেন্দ্রে যেতে বলা হচ্ছে।
প্রসঙ্গত উল্লেখ্য, যদি কোন ব্যক্তির কাছে ১০ বছরের বেশি সময়ের পুরনো আধার কার্ড থেকে থাকে যার e-KYC প্রক্রিয়াও সম্পন্ন হয়নি, তবে সেই ব্যক্তিকে দ্রুত UIDAI আধার সার্ভিস সেন্টারে গিয়ে আধার কার্ডটি আপডেট করতে হবে।
আধার কার্ড (Aadhaar Card) সম্পর্কিত এই নির্দেশিকাটি অনেক আগেই জারি করেছে UIDAI. এর সঙ্গে সঙ্গে আরো বলা হয়েছে যে আধার কার্ডের বয়স ১০ বছরের বেশি হলে তাদের ডেমোগ্রাফিক বিশদ যেমন পরিচয়ের প্রমাণ, ঠিকানার প্রমাণ (POI / POA) ইত্যাদি আপডেট করা উচিত।
UIDAI আধার কার্ডধারী (Aadhaar Card) ব্যক্তিদের বিনামূল্যে আধার আপডেট করার সুবিধা প্রদান করছে। তবে বিনামূল্যের এই পরিষেবাটি এর পূর্বে ১৪ জুন, ২০২৩ পর্যন্ত উপলব্ধ ছিল। কিন্তু সম্প্রতি এর সময় ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।
অধিকাংশ মানুষের আধার আপডেট করা নেই। এক্ষেত্রে আপনিও যদি তাদের মধ্যে একজন হন তাহলে চলুন জেনে নেওয়া যাক কিভাবে বিনামূল্যে আধার আপডেট করবেন।
- এর জন্য প্রথমে আপনাকে https://myaadhaar.uidai.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে।
- সেখানে আপনার আধার নম্বরটি লিপিবদ্ধ করে Proceed To Update Address এর বিকল্পটি নির্বাচন করতে হবে।
- এতে আপনার আধারে নিবন্ধিত মোবাইল নম্বরে একটি ওটিপি পাঠানো হবে সেটি সঠিক জায়গায় লিখতে হবে।
- এরপর আপনাকে ডকুমেন্ট আপডেট অপশনে ক্লিক করতে হবে। এতে আপনি আপনার বর্তমান ঠিকানা দেখতে পাবেন।
- আপনার ঠিকানা সঠিক কিনা তা যাচাই করার জন্য লিংকে ক্লিক করতে হবে।
- এর পরে আপনাকে প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেসের বিকল্পটি বেছে নিতে হবে৷
- এরপর আপনাকে ঠিকানা প্রমাণের জন্য স্ক্যান কপি আপলোড করতে হবে এবং তারপর সাবমিট বাটনে ক্লিক করতে হবে।
- সাবমিট হয়ে গেলে আপনার আধার আপডেটের অনুরোধ গৃহীত হবে এবং এর পরিবর্তে আপনি ১৪ সংখ্যার আপডেট অনুরোধ নম্বর (URN) আপনাকে দেওয়া হবে।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের
👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা
👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন
👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?
👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন
👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন