Jobs In Kolkata: কলকাতা পুরসভায় নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে, আবেদনের যোগ্য কারা?

চাকরি প্রার্থীদের জন্য সুখবর। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC)-তে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হিসাব রক্ষকের মোট ১৭ টি পদে নিয়োগ করা হবে, যোগ্যপ্রার্থীদের আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। কলকাতা সিটি NUHM সোসাইটির নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো-

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

শূন্য পদ

কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (KMC) -এ হিসাবরক্ষকের মোট ১৭ টি পদে কর্মী নিয়োগ করা হবেI

আবেদন করার জন্য কী কী যোগ্যতা লাগবে?

  • আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থানীয় বাসিন্দা হবে। এরই সঙ্গে স্থানীয় ভাষা সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যিক।
  • আবেদনকারী যে কোন স্বীকৃত কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে কমার্স ব্যাকগ্রাউন্ড সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে।
  • প্রার্থীর যেকোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের ডিপ্লোমা সার্টিফিকেট থাকবে।
  • যে সমস্ত প্রার্থীরা ডিসটেন্স থেকে তাদের ডিগ্রী অর্জন করেছেন তারাও আবেদনের যোগ্য।
  • আবেদনকারী প্রার্থীর কম্পিউটার সম্পর্কে যাবতীয় জ্ঞান যেমন- এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এবং এমএস পাওয়ারপয়েন্টের মতো প্রয়োজনীয় কম্পিউটার অ্যাপ্লিকেশনগুলি ব্যবহারের দক্ষতা থাকতে হবে এর সঙ্গে সঙ্গে আবেদনকারীর মধ্যে ইন্টারনেটের ব্যবহার এবং ট্যালি সফ্টওয়্যারের জ্ঞান থাকা বাধ্যতামূলক।
  • এই পদে আবেদন করতে হলে এ কাজ সম্পর্কে আবেদনকারী প্রার্থীর ন্যূনতম এক বছরের সরকারি সেক্টরে অভিজ্ঞতা ও প্রাইভেট সেক্টরে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বিশেষত অ্যাকাউন্টিংয়ের দিক থেকে।

🔥 আরও পড়ুন:

👉 UGC NET: ইউজিসি নেট ডিসেম্বর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, বিস্তারিত জেনেনিন

🔥 আরও পড়ুন:

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

🔥 আরও পড়ুন:

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

বয়স সীমা

এক্ষেত্রে ৪০ বছর বয়স পর্যন্ত সবাই আবেদন করতে পারবে। এই বয়স সীমা ১ জানুয়ারি ২০২৩ এর হিসেবে গণনা করা হয়েছে।

বেতন

এক পদে নিয়োগকারী প্রার্থীদের মাসিক বেতন হবে ২৬০০০ হাজার টাকা।

কীভাবে নিয়োগ করা হবে?

আবেদনকারী প্রার্থীদের সংক্ষিপ্ত তালিকা দিয়ে তাদের শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ১:৫ অনুপাতে বাছাই করা হবে। আর এই সংক্ষিপ্ত তালিকায় থাকা আবেদনকারীদের একটি কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। এক্ষেত্রে প্রার্থীদের নিয়োগ করার ক্ষেত্রে যে বিষয়গুলি গুরুত্বপূর্ণ সেগুলি হল অ্যাকাডেমিক যোগ্যতা, কম্পিউটার পরীক্ষা ও ইন্টারভিউতে প্রাপ্ত স্কোর। পরীক্ষা ও ইন্টারভিউয়ের নির্দিষ্ট সময়সূচি পরে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। আপনি যদি চান তাহলে এই তথ্য KMC এর অফিসিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন।

কীভাবে আবেদন করবেন?

আবেদনকারীদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রটি প্রথমে ডাউনলোড করে নিতে হবে। তারপর সেটি উপযুক্ত তথ্য ও ডকুমেন্টস সহকারে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে। আবেদনপত্রটি একটি সিল করা খামে ভরে জমা করতে হবে। ডাক বা কুরিয়ারের মাধ্যমে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা

চিফ মিউনিসিপ্যাল হেলথ অফিসার/সচিব, কলকাতা সিটি এনইউএইচএম সোসাইটি। CMO বিল্ডিং, 5, S.N. ব্যানার্জি রোড, কলকাতা – 700013। এক্ষেত্রে সিল করা খামটি অবশ্যই নং রুমের সামনে অবস্থিত মনোনীত ড্রপ বক্সে রাখতে হবে। সিএমও ভবনের দ্বিতীয় তলায় 254.

আবেদন পত্র জমা করার শেষ সময়সীমা

১ সেপ্টেম্বর থেকে ৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত।

kolkata municipal corporation recruitment 2023

আবেদনপত্র জমা দেওয়ার সময়

আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা হলো সোমবার থেকে শুক্রবার সকাল ১১:৩০ থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত। আর শনিবার সকাল ১১:৩০ থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত।

এছাড়াও এই আবেদনের ব্যাপারে বিস্তারিত জানতে হলে এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ফলো করুন।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

Leave a Comment