১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

(১/৮) বর্তমান সময়ে চাকরির টাকায় আর সংসার চলে না। দ্রব্যমূল্য অতিরিক্ত বৃদ্ধির কারণে চাকরির পাশাপাশি ছোটখাটো একটি ব্যবসা থাকলে আর চিন্তার কোন কারণ থাকে না। আর ব্যবসা না করলে আপনি কোনো ক্ষেত্রে নিজের ভবিষ্যতের সঞ্চয়ের জন্য অর্থ বিনিয়োগ করতে পারবেন না।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) আজ আমরা আপনাদের পোস্ট অফিসের এমন একটি বিনিয়োগের ব্যাপারে জানাবো যেখানে কম অর্থ বিনিয়োগ করে আপনি সময় শেষে ভালো টাকা ফেরত পাবেন।

(৩/৮) যে কোন ক্ষেত্রে বিনিয়োগের জন্য তার সম্পর্কে আগে থেকে জেনে নেওয়া ভীষণ জরুরি। কারণ এক্ষেত্রে আপনার দীর্ঘমেয়াদি একটি সঞ্চয়ের ব্যাপার থাকে। আবার অনেক ক্ষেত্রে এই বিনিয়োগ ঝুঁকিপূর্ণ হয়ে যায়।

🔥 আরও পড়ুন:

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

🔥 আরও পড়ুন:

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

🔥 আরও পড়ুন:

👉 DA News: ডিএ নিয়ে বড় খবর পুজোর পরই কি আসতে পারে? জেনে নিন

(৪/৮) তবে সম্প্রতি পোস্ট অফিস একটি খুব ভালো প্রকল্প এনেছে, যাতে আপনি বিনিয়োগ করলে ভালো টাকা রিটার্ন পাবেন। পোস্ট অফিসের এই স্কিমটির নাম হল রেকারিং ডিপোজিট স্কিম

(৫/৮) এই স্কিমে আপনি ৫ বছরের জন্য বিনিয়োগ করতে পারেন। এটি একটি স্বল্প মেয়াদী সঞ্চয় প্রকল্প। এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যাপার হল এতে আপনি আপনার বাজেট অনুযায়ী বিনিয়োগ করতে পারবেন।

(৬/৮) পোস্ট অফিসের এই স্ক্রিমে আপনি যে পরিমাণ অর্থ বিনিয়োগ করবেন তার সুদের হিসাব বার্ষিক ভিত্তিতে দেওয়া হবে। ১ এপ্রিল ২০২০ সাল থেকে এর সুদের হার রয়েছে ৫.৮ শতাংশ

(৭/৮) এই রেকারিং ডিপোজিটে পোস্ট অফিস প্রতি মাস অন্তর আপনার সঞ্চয়ের ওপর সুদের হার নির্ধারণ করবে। এই নিয়ম অনুযায়ী আপনি যদি পোস্ট অফিসে ১০ বছরের জন্য প্রতি মাসে ১০০০০ টাকা করে বিনিয়োগ করেন তাহলে ১০ বছর শেষে ৫.৮ শতাংশ সুদের হিসেবে ১৬ লাখ টাকার বেশি পেয়ে যাবেন।

Get more than 16 lakhs rupees return by investing only 10 thousand rupees in post office

(৮/৮) তবে এই সঞ্চয় প্রকল্পে আপনি যদি সময়মতো আপনার টাকা জমা না করেন, তাহলে সেক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে। এমনকি পরপর বার যদি আপনি কিস্তির টাকা জমা দিতে না পারেন তাহলে আপনার অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

Leave a Comment