এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

(১/৮) বর্তমান সময়ে যাতায়াতে মানুষের সবচেয়ে সহজ ও নিরাপদ মাধ্যম হলো ট্রেন (Train)। প্রতিদিন এই ট্রেনে করে লক্ষ লক্ষ মানুষ যাতায়াত করে থাকেন। তবে ট্রেনে (Indian Railway) যাতায়াতের ক্ষেত্রে বিভিন্ন নিয়ম কানুন গুলোই সম্পর্কে এখনো অধিকাংশ মানুষ অজ্ঞাত রয়েছেন।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৮) যেমন অনেক মানুষই মনে করেন যে একটা টিকিটে (Train Ticket) মাত্র একটা ট্রেনে একবারের জন্য যাত্রা করা যাবে। এটি মানুষের ভ্রান্ত ধারণা। সত্যটি হলো এই যে আপনি একটি টিকিট কাটলে তার দ্বারা আটটি ভিন্ন স্টেশনে যাত্রা করতে পারবেন। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

(৩/৮) রেল সরকার সাধারণ মানুষদের অধিক পরিষেবা প্রদানের জন্য সব সময় তৎপর। আর রেল সরকারের তরফ থেকে যাত্রীদের বিভিন্ন পরিষেবা প্রদান করা হয়ে থাকে। তার মধ্যে অন্যতম একটি পরিষেবা হল রেলওয়ে সার্কুলার জার্নি টিকিট

🔥 আরও পড়ুন:

👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?

🔥 আরও পড়ুন:

👉 ১২ দিন টানা বন্ধ থাকবে স্কুল ও ব্যাংক, ছুটির তালিকা দেখে নিন (Holidays in August 2023)

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (West Bengal Health & Family Welfare Recruitment 2023)

(৪/৮) এই টিকিটের সাহায্যে আপনি একবার টিকিট কেটে একাধিক স্টেশনে ভ্রমণ করতে পারবেন। যে সমস্ত যাত্রীরা তীর্থযাত্রা বা বিভিন্ন দর্শনীয় স্থানগুলির জন্য ট্রেনে যাত্রা করে থাকেন তারা এই সুবিধাটি গ্রহণ করেন।

(৫/৮) কোন ক্লাসের ক্ষেত্রে এই পরিষেবাটি পাওয়া যাবে সে সম্পর্কে কোন নিয়ম নেই, যে কোন ক্লাসে ভ্রমণের ক্ষেত্রে এই পরিষেবাটি উপলব্ধ। তবে আপনি টিকিট কাউন্টার থেকে সরাসরি সার্কুলার জার্নি যাত্রার জন্য টিকিট কিনতে পারবেন না। এই টিকিটের জন্য প্রথমে আপনাকে আবেদন করতে হবে।

কিভাবে আবেদন করবেন?

(৬/৮) এই সার্কুলার জার্নি টিকিট কাটার ক্ষেত্রে আপনাকে প্রথমে খেয়াল রাখতে হবে যে আপনার যাত্রা যেখান থেকে শুরু হচ্ছে সেখানেই যেন শেষ হয়। এই টিকিট কাটার জন্য আপনি যেখান থেকে যাত্রা শুরু করতে চাইছেন সেখান থেকে আপনি প্রধান স্টেশনের স্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করতে পারেন।

(৭/৮) এরপর বিভাগীয় ব্যবস্থাপক বা স্টেশন অফিসার আপনার যাত্রাপথের উপর ভিত্তি করে টিকিটের মূল্য গণনা করবেন। এরপর আপনি যে স্টেশন থেকে আপনার যাত্রা শুরু করতে চাইছেন সেই স্টেশনের বুকিং অফিসে ফর্মটি উপস্থাপন করে আপনি সার্কুলার জার্নির টিকিট কাটতে পারবেন।

big update on Now you can travel by train 8 times in one ticket

(৮/৮) তবে আপনাকে আপনার যাত্রার বিভিন্ন পয়েন্টের জন্য আসন সংরক্ষণ করতে হলে রিজার্ভেশন অফিসে যেতে হবে। এরপরে আপনাকে আপনার যাত্রার জন্য একটি রিজার্ভ টিকিট দেওয়া হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখলে

👉 ১০০০ টাকা প্রতিমাসে মিলবে আরও সহজে, নয়া ব্যবস্থা রাজ্য সরকারের

👉 ১০ হাজার টাকা জরিমানা হতে পারে প্যানকার্ডধারীদের, শীঘ্রই চেক করে নিন

Leave a Comment