লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

Indian Navy Recruitment 2023: ভারতীয় নৌ সেনায় চাকরির সুযোগ। ভারতীয় নৌসেনার শর্ট সার্ভিস কমিশন ইনফরমেশন টেকনোলজি বা এসএসসি আইটি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

আপনিও যদি আবেদন করতে চান তাহলে এর মূল অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ গিয়ে আবেদন করতে পারেন। এর ব্যাপারে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো।

মোট শূন্য পদ

ভারতীয় নৌ সেনার শর্ট সার্ভিস কমিশন ইনফরমেশন টেকনোলজি বা এসএসসি আইটি-এ মোট শূন্যপদ রয়েছচ ৩৫ টি

🔥 আরও পড়ুন:

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যের স্কুলে স্থায়ী শিক্ষক এবং গ্রুপ-সি কর্মী নিয়োগ চলছে, এখনই আবেদন করুন

🔥 আরও পড়ুন:

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

আবেদনের সময়সীমা

ভারতীয় নৌ সেনার (Indian Navy Recruitment 2023) তরফ থেকে এ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গত ৪ আগস্ট এবং এর আবেদন প্রক্রিয়ার কাজ চলবে আগামী ২০ আগস্ট পর্যন্ত।

বয়সসীমা

আবেদনকারী প্রার্থীদের জন্ম ১৯৯৯ সালের ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জুলাইয়ের মধ্যে হতে হবে।

কী কী যোগ্যতা লাগবে?

  • আবেদনকারীর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হিসেবে দশম কিম্বা দ্বাদশ শ্রেণী পাস হতে হবে।
  • আবেদনকারী পুরুষ অথবা মহিলা যে কেউ হতে পারে তবে অবশ্যই অবিবাহিত হবে।
  • সংশ্লিষ্ট পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর নিয়ে পাস করতে হবে।
  • তবে আবেদনকারী যদি কম্পিউটার সায়েন্স, কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে এমএসসি, বিই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, সাইবার সিকিউরিটি,ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং, ডেটা অ্যানালিটিক্স, বিটেক, এমটেক পাশ করলেও এই পদে আবেদন করা যাবে।

কীভাবে নির্বাচন করা হবে?

আবেদনকারী প্রার্থীদের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। সেক্ষেত্রে বিই/টেক প্রার্থীদের পঞ্চম সেমেস্টার পর্যন্ত নম্বর বিবেচনা করা হবে। স্নাতকোত্তর বর্ষে পাঠরত আবেদনকারীদের চূড়ান্ত বর্ষের কিংবা তার আগের বর্ষের নম্বর দেখা হবে।

এরপর রেজাল্টের ভিত্তিতে বাছাই করা প্রার্থীদের ইমেইল অথবা এসএমএসের মাধ্যমে ইন্টারভিউ এর জন্য ডাকা হবে। এই ইন্টারভিউয়ের প্রথম ধাপে যারা নির্বাচিত হবে তাদের এসি ৩ টায়ার ট্রেনের টিকিট দেওয়া হবে।

Indian Navy Recruitment 2023

কীভাবে আবেদন করবেন?

  • এজন্য প্রথমে আপনাকে ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ যেতে হবে।
  • এতে একটি নতুন পেজ ওপেন হবে। সেখানে রেজিস্ট্রেশন করার পর নিজের যাবতীয় তথ্য দ্বারা লগইন করতে হবে।
  • এরপর এসএসসি আইটি এক্সিকিউটিভ আবেদনপত্র পূরণ করতে হবে।
  • সঙ্গে নিজের প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • আপনার ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি আবেদনপত্র ডাউনলোড করতে রাখতে হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখলে

👉 ১০০০ টাকা প্রতিমাসে মিলবে আরও সহজে, নয়া ব্যবস্থা রাজ্য সরকারের

👉 রাজ্যে এবার নয়া শিক্ষানীতি আসছে , অষ্টম শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক কি কি পরিবর্তন? জেনে নিন

👉 ১০ হাজার টাকা জরিমানা হতে পারে প্যানকার্ডধারীদের, শীঘ্রই চেক করে নিন

👉 ৫টি গোপন সুত্র লটারিতে ১ম প্রাইজ জেতার, জেনে নিন এখনই (Lottery Winning Tricks)

👉 ফের ৭টি নতুন জেলা হচ্ছে রাজ্যে, কোন কোন জেলা? বিস্তারিত জানুন

👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে ৩ বছরে টাকা হবে ডবল, প্রচুর সুদ দিচ্ছে পোস্ট অফিস

Leave a Comment