Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

(১/৯) Business Ideas in Bengali: বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে চাকরির টাকায় সংসার চালানো দায় হয়ে উঠেছে। এ অবস্থায় চাকরির সঙ্গে সঙ্গে ছোটখাটো অন্য ব্যবসা না করলে সচ্ছলভাবে জীবন যাপন করা যাচ্ছে না। আপনিও যদি এমন কোন চাকরি করার কথা ভাবেন তাহলে আজকের এই প্রতিবেদনটি আপনার জন্যই।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৯) আজকের এই প্রতিবেদনে আমরা একটি ব্যবসার ব্যাপারে আপনাদের জানাবো যেটি শুরু করলে আপনি বিশেষভাবে লাভবান হতে পারবেন। চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

(৩/৯) আজকে যে ব্যবসার ব্যাপারে আপনাদের জানাবো সেটি হল একটি মসলার ব্যবসা। এই ব্যাবসা আপনি মাত্র কয়েক লক্ষ টাকা থেকেই শুরু করতে পারবেন। ভারতে প্রত্যেকটা রাজ্যের মানুষের মধ্যে বিশাল বড় রকমের মসলার চাহিদা রয়েছে।

🔥 আরও পড়ুন:

👉Breaking News: TET পাশ প্রার্থীদের জন্য দারুন খবর! ‘এই’ সময় থেকে শুরু হবে নিয়োগ, জানালেন পর্ষদ সভাপতি

🔥 আরও পড়ুন:

👉 হাতে মাত্র ১৯ দিন! ব্যাঙ্কের এই কাজ না সারলে অ্যাকাউন্টের টাকা নিয়ে সমস্যা বাড়বে

🔥 আরও পড়ুন:

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

(৪/৯) আর বরাবরই সে প্রাচীনকাল থেকেই মশলা উৎপাদনে ভারতের স্থান অনেক প্রথমে। সেভাবে বলা যায় যে আপনি যদি এ ব্যবসা শুরু করেন তাহলে নিশ্চিত লাভবান হবেন।

(৫/৯) এই ব্যবসা শুরু করার জন্য প্রথমে আপনার যে জিনিসগুলি প্রয়োজন হবে সেগুলি হল ৩০০ বর্গফুটের একটি খালি জায়গা, সেখানে মসলা তৈরীর মেশিন গুলি স্থাপন করা হবে। এছাড়াও কাজের সাহায্য করার জন্য কয়েকজন কর্মীর প্রয়োজন হবে।

(৬/৯) এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে আপনার তিন থেকে পাঁচ লক্ষ টাকার প্রয়োজন হবে আপনি আপনার সঞ্চয় থেকে এ অর্থ বিনিয়োগ করতে পারেন। তবে যদি আপনার সঞ্চয় না থেকে থাকে তাহলে সরকার থেকে আপনি ঋণ নিতে পারেন।

(৭/৯) সরকার আপনাকে এ বিষয়ে সাহায্য করবে। একবার আপনার ব্যবসা যদি ঠিকঠাক চলতে শুরু করে তাহলে সে থেকে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন।

(৮/৯) আপনার এই মসলা তৈরির মেশিন থেকে আপনি প্রতিবছর ১৯৩ কুইন্টাল মশলা তৈরি করতে পারবেন। বাজারে মসলার দাম সবসময় ঊর্ধ্বে। ১ কুইন্টাল মশলার দাম হল প্রায় ৫,৪০০ টাকা

spice business ideas in bengali

(৯/৯) তাই আপনি যদি ভালোভাবে মসলা তৈরির ব্যবসা করতে পারেন তাহলে সারাবছর মশলা তৈরি করে আপনি ১০ লক্ষ টাকার বেশি ইনকাম করতে পারবেন। বছরের হিসেবে সেই ইনকাম এসে দাঁড়ায় তিন লক্ষ টাকা এবং মাসের হিসেবে ২৫ হাজার টাকা।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 ১২ দিন টানা বন্ধ থাকবে স্কুল ও ব্যাংক, ছুটির তালিকা দেখে নিন (Holidays in August 2023)

👉 Big Update: এবার আর দিতে হবে না মাধ্যমিক পরীক্ষা, নতুন নিয়ম পর্ষদের

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখলে

👉 ১০ হাজার টাকা জরিমানা হতে পারে প্যানকার্ডধারীদের, শীঘ্রই চেক করে নিন

👉 ৫টি গোপন সুত্র লটারিতে ১ম প্রাইজ জেতার, জেনে নিন এখনই (Lottery Winning Tricks)

Leave a Comment