কন্যা সন্তান থাকলেই ১০০০ টাকা করে পাবেন কেন্দ্র সরকারের প্রকল্পে

মেয়েদের শিক্ষার হার বাড়াতে সম্প্রতি মোদি সরকার নতুন একটি প্রকল্প চালু করেছেন। প্রকল্পটির নাম হল বালিকা সমৃদ্ধি যোজনা (Balika Samriddhi Yojana)। এই প্রকল্পের মাধ্যমে দেশের সাধারণ মেয়েদের পড়াশোনার যাবতীয় খরচ বহন করবে কেন্দ্রীয় সরকার। নিম্নে এর ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

কারা পাবে এই স্কলারশিপ?

আপনার কন্যা সন্তান জন্ম হলেই সে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই প্রকল্পের সুবিধা পাবে। যদিও এই প্রকল্প ১৯৯৭ সালে মেয়েদের সার্বিক কল্যাণের কথা ভেবে প্রচলন করা হয়েছিল তবে এখনো পর্যন্ত আমাদের দেশের সাধারণ মানুষ এই প্রকল্প সম্পর্কে অবগত না থাকার কারণে নতুন করে এই প্রকল্পটির ব্যাপারে প্রচার করা হচ্ছে।

কত টাকা অনুদান পাবে?

বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আপনার ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলেই তাকে ৫০০ টাকা অনুদান দেওয়া হবে। আর সেই সন্তান যখন স্কুলে ভর্তি হবে তখন থেকে সে এই প্রকল্পের টাকা পেতে শুরু করবে। বছরের সর্বোচ্চ এক হাজার টাকা পর্যন্ত অনুদান দেওয়া হবে। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণি পর্যন্ত এই প্রকল্পের আর্থিক অনুদান দেওয়া হয়ে থাকে। তবে ক্লাস অনুযায়ী কন্যা সন্তানদের আর্থিক অনুদানের পরিমাণও ভিন্ন হয়।

🔥 আরও পড়ুন:

👉 Breaking News: TET পাশ প্রার্থীদের জন্য দারুন খবর! ‘এই’ সময় থেকে শুরু হবে নিয়োগ, জানালেন পর্ষদ সভাপতি

🔥 আরও পড়ুন:

👉 ধনী হতে চান? ১০টি উপায় মেনে চলুন ধনী হওয়ার জন্য (How to Get Rich in Bengali)

🔥 আরও পড়ুন:

👉 Post Office Scheme: পোস্ট অফিসের এই স্কিমে ৩ বছরে টাকা হবে ডবল, প্রচুর সুদ দিচ্ছে পোস্ট অফিস

  • যেমন আপনার সন্তান যদি প্রথম শ্রেণী থেকে তৃতীয় শ্রেণী এর মধ্যে পাঠালত হয় তাহলে সে বছরে ৩০০ টাকা করে পাবে।
  • যদি সে চতুর্থ শ্রেণীতে পাঠানো হয় তাহলে বছরে ৫০০ টাকা করে পাবে।
  • পঞ্চম শ্রেণীতে পাঠরত হলে ৬০০ টাকা অনুদান পাবে।
  • ষষ্ঠ থেকে সপ্তম শ্রেণীতে পাঠরত হলে বছরে ৭০০ টাকা অনুদান পাবে।
  • অষ্টম শ্রেণীতে পাঠানো তো হলে সে ৮০০ টাকা পাবে।
  • আর যদি সে কন্যার সন্তান নবম ও দশম শ্রেণীতে পাঠানো হয় তাহলে বছরে ১ হাজার টাকা অনুদান পাবে।

বালিকা সমৃদ্ধি যোজনা প্রকল্পের বিবরণ

তবে এই সম্পর্কে বিশেষ উল্লেখযোগ্য একটি বার্তা হল কন্যার বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত সে টাকা তোলা যাবে না। এই টাকা জমা থাকবে নির্দিষ্ট একাউন্টে। তবে কেন্দ্রীয় সরকার কর্তৃক এই সুবিধা শুধুমাত্র কন্যা সন্তান স্কুলে ভর্তি করলেই দেওয়া হবে নচেৎ নয়। আর দেশের সাধারণ পরিবারের মধ্যে বিশেষ করে বিপিএল তালিকাভুক্ত মেয়েরা এর সুবিধা পাবে। আর প্রতিটি পরিবার থেকে মাত্র দুইজন মেয়ে এই প্রকল্পের সুবিধা পাবে।

কি কি ডকুমেন্টস লাগবে?

  • আবেদনকারীর জন্ম সার্টিফিকেট
  • আধার কার্ড বা রেশন কার্ড
  • আবেদনকারীর অভিভাবক ও অভিভাবিকার আধার কার্ড
  • পিতা-মাতার বাসস্থানের প্রমাণ পত্র
  • আবেদনকারী কোন শ্রেণীতে পাঠরত সে সংক্রান্ত প্রমাণ পত্র
balika samriddhi yojana upto 1000 rupees for girls

কিভাবে আবেদন করবেন?

এই প্রকল্পে আবেদন করতে হলে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। এর জন্য এর নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে ফিলআপ করতে হবে। তবে আপনি যদি অফলাইনে আবেদন করতে চান তাহলে বিডিও অফিস থেকে ফরম সংগ্রহ করে সেটি ফিলাপ করে জমা করতে হবে। এছাড়াও এই প্রকল্পের ব্যাপারে বিস্তারিত জানতে হলে এর অফিসিয়াল ওয়েবসাইটটি ফলো করুন।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হ

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যজুড়ে প্রাইমারী স্কুলগুলিতে নতুন নিয়ম আনছে সরকার, কী জানালেন পর্ষদ সভাপতি?

👉 ২০০০-এর বেশি শূন্যপদে লিখিত পরীক্ষা ছাড়াই পোস্ট অফিসে চাকরির সুযোগ! (India Post Office Recruitment 2023)

👉 কন্যা সন্তান থাকলে এই সংস্থা ১৪.৫ লাখ টাকা দিচ্ছে পড়াশোনা ও বিবাহ খরচের জন্য!

👉 School Holiday: আবার স্কুল ছুটির ঘোষণা! কোন দিন বন্ধ থাকবে? জানুন

👉 সুখবর! রাজ্যে আবারও ২ দিনের সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর! কবে কবে ছুটি? জেনে নিন

👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ ১৪-ই সেপ্টেম্বরের আগে করতে হবে, নইলে গুনতে হবে জরিমানা!

👉 Teacher Recruitment: রাজ্যে ৬১৫২ শিক্ষক ও ৪৩৩ শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা! জানুন বিস্তারিত

👉 উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে চাকরির সুযোগ! বিস্তারিত জানুন (Calcutta High Court Group C Recruitment 2023)

👉 Jobs in Kolkata 2023: অষ্টম পাশেই কলকাতায় চাকরির সুযোগ! যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

Leave a Comment