(১/৮) এই বছর একের পর এক সরকারি ছুটির কারণে বন্ধ হয়ে যাচ্ছে স্কুল কলেজ গুলি। এতে ভুগতে হচ্ছে শিক্ষক ও পড়ুয়াদের। এখনো বাকি রয়ে গেছে সিলেবাসের একটি বিশাল অংশ। তবে সিলেবাস বাকি থাকলে আটকে থাকছে না পরীক্ষা।
বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-
(২/৮) এই আগস্ট মাসেই হতে চলেছে রাজ্যের দ্বিতীয় বর্ষ পরীক্ষা এবং পূজোর ছুটির পরেই ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে আবারো পুজোর আগেই স্কুল গুলি বন্ধ হতে চলেছে। এই মর্মে নির্দেশ জারি করেছে প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে ইন্টারনেট।
(৩/৮) আর রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে এই নির্দেশাবলী গুরুত্বর সঙ্গে পালন করতে বলা হয়েছে। স্কুলের সঙ্গে সঙ্গে কলেজ ও বিভিন্ন কোচিং গুলিতেও একই নির্দেশ জারি করা হয়েছে।
🔥 আরও পড়ুন:
👉 Business Idea: প্রতিদিন আয় হবে ১০০০ টাকারও বেশি, বাড়িতে বসেই শুরু করা যাবে এই ব্যবসা
🔥 আরও পড়ুন:
👉 কন্যা সন্তান থাকলে এই সংস্থা ১৪.৫ লাখ টাকা দিচ্ছে পড়াশোনা ও বিবাহ খরচের জন্য!
🔥 আরও পড়ুন:
👉 সুখবর! রাজ্যে আবারও ২ দিনের সরকারি ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর! কবে কবে ছুটি? জেনে নিন
(৪/৮) স্কুল-কলেজের সঙ্গে সঙ্গে কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ায় এই নিয়ে ব্যাপক চাপে রয়েছে রাজ্যের পড়ুয়ারা। কারণ স্কুল কলেজ গুলি বন্ধ থাকলে কোচিং সেন্টারের মাধ্যমেই নিজেদের পড়াশোনার কাজ গুলি চালায় ছাত্রছাত্রীরা।
(৫/৮) তবে এই ছুটি কোন আবহাওয়া সংক্রান্ত বা অন্য কোনো কারণে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে ব্যাপক সহিংসতার কারণে। সম্প্রতি, হরিয়ানা রাজ্যের নুহতে সহিংসতা শুরু হওয়ার পরে, ২ আগস্ট পর্যন্ত ওই জেলায় ইন্টারনেট নিষিদ্ধ করা হয়েছে।
(৬/৮) আর সঙ্গে ফরিদাবাদ জেলার ইস্কুল ও কলেজ গুলিও ২ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য এই ঘটনায় দুইজন হোম গার্ড নিহত হয়েছেন। এর সঙ্গে সঙ্গে ডিএসপি সহ অন্যান্য ১০ জন পুলিশও এই কারণে আহত হয়েছেন।
(৭/৮) পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে যে হরিয়ানা হতে দুই সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের কারণে আহত পুলিশদের মেদান্ত হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা চিকিৎসাধীন। তবে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণ এসেছে। তবে নুহ এবং গুরুগ্রামের সেই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে
(৮/৮) প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গের ছুটির ব্যাপারে জানিয়ে রাখি আপাতত ভাবে সামনে পুজোর ছুটির আগে অন্য কোন ছুটি নেই। সামনে পরীক্ষার কারণে এখন সিলেবাস শেষ করার কাজ দ্রুত চলছে। শোনা গেছে সিলেবাস শেষ করার জন্য প্রয়োজনে অনলাইন ক্লাসও নেওয়া হবে।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Aadhaar Card: আধার কার্ডের এই কাজ ১৪-ই সেপ্টেম্বরের আগে করতে হবে, নইলে গুনতে হবে জরিমানা!
👉 Teacher Recruitment: রাজ্যে ৬১৫২ শিক্ষক ও ৪৩৩ শিক্ষাকর্মী নিয়োগের ঘোষণা! জানুন বিস্তারিত
👉 Breaking News: ফের ৭ দিন স্কুল বন্ধ! ছুটির তালিকা দেখে নিন।
👉 ট্রেন যাত্রীদের জন্য সুখবর! এবার এমন পরিষেবা আনল রেল, নিমিষেই বুকিং হবে টিকিট
👉 উচ্চ মাধ্যমিক পাশে কলকাতা হাইকোর্টে গ্রুপ সি পদে চাকরির সুযোগ! বিস্তারিত জানুন (Calcutta High Court Group C Recruitment 2023)
👉 Jobs in Kolkata 2023: অষ্টম পাশেই কলকাতায় চাকরির সুযোগ! যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন