কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতিকে বদলির সুপারিশ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! চমকে যাবেন নাম দেখলে

(১/১০) সুপ্রিম কোর্টে (Supreme Court) বিচার ব্যবস্থার একটি বড়সড় পরিবর্তন আসতে চলেছে। সূত্র অনুযায়ী খবর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি খুব শীঘ্রই বদলি হতে চলেছে। আর এ বিষয়টি সুপ্রিমকোর্টের নজরে এসেছে।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/১০) ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের কলেজিয়ামে এই নিয়ে একটি গত ৩ আগস্ট একটি বৈঠক হয়েছে। আর এই বৈঠকেই কলকাতা হাইকোর্টের তিন বিচারপতিকে বদলির সুপারিশ করা হয়।

(৩/১০) এই কলেজিয়াম গঠিত হয়েছিল ভারতের প্রধান বিচারপতি (Chief Justice of India) ডি ওয়াই চন্দ্রচূড় (Dhananjaya Yeshwant Chandrachud), বিচারপতি সঞ্জয় কিষাণ কৌল, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বি আর গভাই এবং বিচারপতি সূর্যকান্তের সমন্বয়ে।

🔥 আরও পড়ুন:

👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র‍্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (West Bengal Health & Family Welfare Recruitment 2023)

🔥 আরও পড়ুন:

👉 পেতে চলেছেন জোর ধাক্কা, কার্ডের নিয়ম বদল করছে ব্যাঙ্ক

(৪/১০) কলকাতা হাইকোর্টের যে তিনজন বিচারপতি বদলি হতে চলেছেন তারা হলেন বিচারপতি শেখর বি সরাফ, বিচারপতি লপিতা ব্যানার্জী, বিচারপতি বিবেক চৌধুরী। সুপ্রিম কোর্টের ওয়েবসাইট অনুযায়ী, এই তিনজন বিচারপতি বদলি হচ্ছেন।

(৫/১০) বিচারপতি বিবেক চৌধুরী বদলি হচ্ছেন, পাটনা হাইকোর্টে, বিচারপতি শেখার ববি সরাফ বদলি হচ্ছেন এলাহাবাদ হাইকোর্টে এবং এক বছর আগেই বিচারপতির দায়িত্ব নেওয়া লপিতা বন্দ্যোপাধ্যায় বদলি হচ্ছেন পঞ্জাব হরিয়ানা হাইকোর্টে

(৬/১০) বিচারপতি শেখর বি সরাফ গত ৭ আগস্ট তারিখের একটি চিঠিতে তার বদলির প্রস্তাব গ্রহণ করেছিলেন। তবে তিনি এই প্রস্তাবিত স্থানান্তরের পুনর্বিবেচনার অনুরোধ করেছিলেন।

(৭/১০) আর এর বিকল্প হিসাবে দিল্লি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, এবং চণ্ডীগড়ের মতো যে কোনও জায়গায় স্থানান্তরিত করার বিষয়টি বিবেচনা করার অনুরোধ করেছিলেন। তবে শেষপর্যন্ত কলেজিয়াম তাঁর অনুরোধ রাখেনি এবং তাকে এলাহাবাদ হাইকোর্টে স্থানান্তরিত করার সুপারিশ পুনর্ব্যক্ত করার সিদ্ধান্ত নেয়।

(৮/১০) অন্য বিচারপতি লাপিতা ব্যানার্জি বিগত ৮ আগস্ট পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে বদলি হওয়ার ইচ্ছা প্রকাশ করেন। আর তিনি এ প্রস্তাবটি পুনর্বিবেচনার জন্যও অনুরোধ করেন। তবে কলেজিয়াম তার জন্য অন্য সিদ্ধান্ত গ্রহণ করেন। তাকে পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টে স্থানান্তরিত করার সুপারিশ পুনর্ব্যক্ত করার সিদ্ধান্ত নেয়।

(৯/১০) আবার তৃতীয় বিচারপতি বিবেক চৌধুরী ৯ আগস্ট লেখা এক চিঠিতে পাটনা হাইকোর্টে বদলির প্রস্তাব পুনর্বিবেচনার অনুরোধ করেন। কলেজিয়াম তার অনুরোধ মঞ্জুর করেন এবং তাকে পাটনার উচ্চ আদালতে স্থানান্তরের সুপারিশ পুনর্ব্যক্ত করার সিদ্ধান্ত নেয়।

Breaking Update on The decision of the Supreme Court recommended the transfer of 3 judges of the Calcutta High Court

(১০/১০) প্রসঙ্গত উল্লেখ্য, এই তিনি বিচারপতি ছাড়াও কলেজিয়াম আরও ২ জন বিচারপতিকে কলকাতা হাইকোর্টে বদলি করার ও প্রস্তাব করেছে। আর তাঁরা হলেন পাটনা হাইকোর্টের বর্তমান বিচারপতি মধুরেশ প্রসাদএলাহাবাদ হাইকোর্টের বর্তমান বিচারপতি সূর্য প্রকাশ কেসরওয়ানি

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 ১২ দিন টানা বন্ধ থাকবে স্কুল ও ব্যাংক, ছুটির তালিকা দেখে নিন (Holidays in August 2023)

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখলে

👉 ১০০০ টাকা প্রতিমাসে মিলবে আরও সহজে, নয়া ব্যবস্থা রাজ্য সরকারের

👉 ১০ হাজার টাকা জরিমানা হতে পারে প্যানকার্ডধারীদের, শীঘ্রই চেক করে নিন

Leave a Comment