SSC: এবার শিক্ষকের B.ed সার্টিফিকেট খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

(১/১৩) শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে আবারও নতুন খবর সামনে এলো। সূত্রের খবর অনুযায়ী জানা গেছে এ নিয়োগ দুর্নীতি মামলার জন্য একটি বিশেষ কমিটি গড়ে তুলেছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। মুর্শিদাবাদের গোতা হাই স্কুলের ভুয়ো শিক্ষক অনিমেষ তিওয়ারি

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/১৩) এর মত রাজ্যে আর কত জন ভুয়ো শিক্ষক রয়েছেন সে বিষয়েই খতিয়ে তল্লাশি নেবে এই কমিটি। এর সঙ্গে সঙ্গে শিক্ষক নিয়োগে যে সমস্ত অনিয়ম রয়েছে সেগুলিও খুঁজে বের করবে এ কমিটির সদস্যরা।

(৩/১৩) এদিন এমনই একটি খবর জানিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এ মামলার পরবর্তী শুনানি রয়েছে ১ সেপ্টেম্বর। এই নিয়োগ দুর্নীতির কাণ্ডে ধৃত এক ভুয়ো শিক্ষকের বি.এড সার্টিফিকেট চেক করার নির্দেশ দিয়েছেন বিচারপতি।

🔥 আরও পড়ুন:

👉 UGC NET: ইউজিসি নেট ডিসেম্বর পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, বিস্তারিত জেনেনিন

🔥 আরও পড়ুন:

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

🔥 আরও পড়ুন:

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

(৪/১৩) বিচারপতি এই মর্মে প্রশ্ন তুলেছে যে ধৃত শিক্ষক অনিমেষ তিওয়ারি যে বিএড সার্টিফিকেট জমা দিয়েছেন সে কলেজ থেকে তিনি আদৌ বিএড করেছিলেন কিনা? এই বিষয়টি ভালো করে তদন্ত করার নির্দেশ দিয়েছেন তিনি।

(৫/১৩) এ নিয়োগ দুর্নীতি কাণ্ডে সিআইডি আধিকারিকদের সহযোগিতা করার জন্য আদালত স্কুল সার্ভিস কমিশন ও মধ্যশিক্ষা পর্ষদ কেও নির্দেশ দিয়েছে।গত বৃহস্পতিবারের রিপোর্টসহ সিআইডি তদন্ত কমিটি এখনো পর্যন্ত মোট ৬টি রিপোর্ট আদালতে পেশ করেছে।

(৬/১৩) বিচারপতি বসু বলেন যে, “৬টি রিপোর্ট দেখে বোঝা যাচ্ছে না এ দুর্নীতি কিভাবে হয়েছিল।কিভাবে পরিকল্পনা করে দুর্নীতির সংঘটিত করা হয়েছিল, তার কোন উল্লেখ নেই রিপোর্টে। ভবিষ্যতে কিভাবে দুর্নীতি আটকানো যায়, তার কোন উল্লেখ নেই রিপোর্টে।“

(৭/১৩) এই রিপোর্ট গুলো দেখে বিচারপতি সিআইডি তদন্ত বিভাগকে প্রশ্ন করেছেন যে এই রিপোর্ট গুলির আদৌ কোন প্রয়োজনিয়ীতা রয়েছে কী? এ মর্মে তিনি জানান যে, “আদালত সিআইডির উপর অগাধ আস্থা রেখেছিল কিন্তু তারপর এই রিপোর্ট?”

(৮/১৩) অনিমেষ তিওয়ারির মতো রাজ্যে আর কোন শিক্ষক দুর্নীতির মাধ্যমে নিয়োগ হয়েছে কিনা সেটা তিনি খোঁজ নিতে বলেন। এর সঙ্গে সঙ্গে অনিমেষ যে কলেজের বি এড সার্টিফিকেট জমা দিয়েছিল আদৌ সে ওই কলেজ থেকে বিএড করেছিল কিনা? সে বিষয়টিও তদন্ত করে দেখতে বলেছেন।

(৯/১৩) আদালতে এদিন সিআইডি-র তরফ থেকে নতুন একটি এফআইআর দায়ের করার জন্য আবেদন করা হয়। ঐদিন আদালত একটি বিশেষ কমিটি তৈরি করার জন্য নির্দেশ দেন।

(১০/১৩) বিচারপতি নির্দেশ দেন যে প্রয়োজনে স্কুল সার্ভিস কমিশনের সচিব, মধ্যশিক্ষা পর্ষদের সচিব, এবং শিক্ষা দপ্তর নিয়ে একটি কমিটি গঠন করা হোক। বিচারপতি জানান যে, “এই কমিটির সদস্যরা নিজেদের মধ্যে বৈঠক করে অনিয়ম বেআইনি কাজ এবং দুর্নীতি খুঁজে বের করার চেষ্টা করবে।“

(১১/১৩) এর জন্য সিআইডি তদন্তকারী বিভাগকে নতুন করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী ১ সেপ্টেম্বর। স্কুল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে মুর্শিদাবাদের সুতির গোতা হাইস্কুলে যে কেলেঙ্কারের মামলা হয়েছিল তা কলকাতা হাইকোর্ট পর্যন্ত গড়িয়েছিল।

Calcutta High Court has ordered to check the teacher's B.ed certificate

(১২/১৩) অনিমেষ তেওয়ারি নামের এক শিক্ষকের নিয়োগ নিয়ে প্রশ্ন উঠেছিল। অভিযোগ এসেছিল যে ওই শিক্ষকের বাবা, যিনি পেশায় একজন প্রধান শিক্ষক আর সেই সূত্রে ছেলে হিসেবে তাকে ভুয়া শিক্ষক পদে নিয়োগ করা হয়।

(১৩/১৩) আদালতের নির্দেশ অনুযায়ী এই ঘটনার তদন্তভার গ্রহণ করে সিআইডি (CID)। ঘটনা তদন্তে এখনো পর্যন্ত ডি.আই সহ বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

Leave a Comment