রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

সরকার রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে সাধারণ মানুষদের মধ্যে প্রয়োজনীয় খাদ্যদ্রব্য গুলি বিলি করে থাকে। তাই সরকার কর্তৃক খাদ্যের সুবিধা পেতে গেলে যে কোন মানুষের কাছে রেশন কার্ড থাকাটা খুব জরুরী।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

তবে শুধুমাত্র খাদ্যদ্রব্য গুলি পাওয়ার ক্ষেত্রে এই রেশন কার্ড কাজে লাগে না। এছাড়াও এটি ডিজিটাল কার্ড (Digital Card) বা একটি গুরুত্বপূর্ণ নথি হিসেবে সব জায়গায় ব্যবহৃত হয়।

সমীক্ষা দেখা গেছে বর্তমান সময়ে আমাদের দেশে প্রায় ৮০ কোটির বেশি মানুষ রেশন কার্ড ব্যবহার করে থাকে। তারমধ্যে পশ্চিমবঙ্গে আনুমানিক ৯ থেকে ১০ কোটি মানুষ রয়েছে।

🔥 আরও পড়ুন:

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

🔥 আরও পড়ুন:

👉 Vastu Tips: এই ৫টি গাছ চুম্বকের মতো টাকা আনে, বাড়ির কোন দিকে লাগাতে হয় এগুলো? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 DA News: ডিএ নিয়ে বড় খবর পুজোর পরই কি আসতে পারে? জেনে নিন

তবে এই রেশন কার্ড নিয়ে অনেকে অন্যায় উপায়ে খাদ্য দ্রব্য নিয়ে থাকে। যেমন অনেকের একের অধিক রেশন কার্ড রয়েছে। যেগুলি দ্বারা তারা খাদ্যদ্রব্য নিয়ে থাকে। আবার অনেকে মারা যাওয়া ব্যক্তির কার্ড থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করে থাকে।

যে বিষয়গুলি আইনত অপরাধ। তবে রেশন কার্ডের ক্ষেত্রে একটি বিষয় লক্ষ্য করা যায় যেটি হল রেশন কার্ডে অনেক সময়ে আমাদের নাম ভুলভাল আসে, যার জন্য আমাদের বিভিন্ন সমস্যায় ভুগতে হয় বিশেষ করে সাধারণ মানুষদের ক্ষেত্রে।

সাধারণ মানুষদের এই সমস্যার কথা ভেবে পশ্চিমবঙ্গ সরকার খাদ্য সরবরাহ দপ্তর একটি নতুন অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটির নাম হল Khadya Sathi Amar Ration। এটি হল পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য ও সরবরাহ বিভাগের অফিসিয়াল মোবাইল অ্যাপ

এই অ্যাপের মাধ্যমে আপনার রেশন কার্ডের যাবতীয় সমস্যা সমাধান করতে পারেন। এই অ্যাপ তৈরি করার কারণ হলো যাতে ডিপার্টমেন্টের দেওয়া রেশন কার্ড এবং রেশনের দোকানগুলির সাথে সম্পর্কিত বিভিন্ন ই-গভর্নেন্স পরিষেবাগুলিতে অ্যাক্সেসের প্রস্তাব দেওয়া হয়।

এই অ্যাপ থেকে রেশন কার্ড সংশোধন করবেন কিভাবে?

  • এই অ্যাপটি প্রথমে গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে ডাউনলোড করতে হবে।
  • তারপর Ration Beneficiary অপশনটিতে ক্লিক করতে হবে।
  • এতে আপনার রেশন কার্ডের সঙ্গে যে নম্বরটি লিংক করা আছে তাতে একটি ওটিপি আসবে সেটি সঠিক জায়গায় লিখতে হবে।

আপনার রেশন কার্ডে (Ration Card) যা ভুল আছে সেটি এই অ্যাপ থেকে আপনি সংশোধন করতে পারবেন। তবে এর ব্যতিক্রম আরও একটি পদ্ধতি রয়েছে। সেটি নিম্নে বলে দেওয়া হলো –

  • এর জন্য আপনাকে food.wb.gov.in – এই ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে গিয়ে Ration Card অপশনটা প্রথমে সিলেক্ট করতে হবে।
  • এরপর Apply for Correction in the Existing Ration Card অপশনে ক্লিক করতে হবে।
  • আপনার যে মোবাইল নম্বরটি রেশন কার্ডের সঙ্গে লিংক করা হয়েছে সেটি দিতে হবে। এতে আপনার রেশন কার্ড সংক্রান্ত বিস্তারিত তথ্য আপনার সামনে চলে আসবে।
  • সেখান থেকে form-5 অপশনটি আপনাকে বেছে নিতে হবে। আপনার রেশন কার্ডের কোন তথ্য আপডেট করতে চাইলে এখান থেকে করতে পারেন। এছাড়াও প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে পারেন।
  • এরপর স্ক্রিনে Get OTP অপশনটি প্রদর্শিত হবে। সেখানে ক্লিক করে ওটিপিটি নির্দিষ্ট জায়গায় বসাতে হবে।
  • এরপর সবশেষে সাবমিট অপশনটি দেখা যাবে সেখানে ক্লিক করলে আপনার রেশন কার্ড আপডেট সম্পূর্ণ হবে।
ration card update

আপনার রেশন কার্ডের স্ট্যাটাস কিভাবে চেক করবেন?

আপনি এই অ্যাপের মাধ্যমে আপনার রেশন কার্ডের স্ট্যাটাস চেক করতে পারবেন খুব সহজেই। এর জন্য আপনাকে পূর্বের ওয়েবসাইটে গিয়ে Check Status of Ration Card Application অপশনে ক্লিক করতে হবে। সেখানে নিজের মোবাইল নম্বর বসিয়ে Captcha Code দিতে হবে। তারপর সার্চ বাটনে ক্লিক করলে আপনার রেশন কার্ডের সম্পূর্ণ স্ট্যাটাস স্ক্রিনে প্রদর্শিত হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

Leave a Comment