(১/৬) রাজ্য সরকারি কর্মীদের ডিএ (DA) নিয়ে যে মামলা চলছিল তা বর্তমানে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্টের (Supreme Court) হাতে রয়েছে। এ মামলার লাস্ট তারিখ ছিল গত ১৪ জুলাই। তবে সেদিন এই মামলার শুনানি হয়নি। এই মুহূর্তে ডিএ আন্দোলনরত সকল সরকারি কর্মীদের একটাই প্রশ্ন হল এই ডিএ মামলার শুনানি কবে হবে? দুর্গাপূজার আগে সেটি হবে কিনা?
বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-
(২/৬) সুপ্রিম কোর্টের আগে এ মামলা কলকাতা হাইকোর্টে চলছিল। ওই সময় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায়ে স্পষ্ট বলা হয়েছিল যে সরকারের তরফ থেকে কর্মীদের বকেয়া ডিএ সব যেন মিটিয়ে দেওয়া হয়।
(৩/৬) কলকাতা হাইকোর্ট এও বলেছিল যে বকেয়া ডিএ তিন মাসের মধ্যে যেন মিটিয়ে দেওয়া হয়। এই রায় পুনর্বিবেচনার জন্য রাজ্য থেকে আর্জি জানানো হয় কোর্টকে। তবে রাজ্যের সেই আর্জি খারিজ করে দেওয়া হয়।
🔥 আরও পড়ুন:
👉Vastu Tips: এই ৫টি গাচ চুম্বকের মতো টাকা আনে, বাড়ির কোন দিকে লাগাতে হয় এগুলো? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?
(৪/৬) বহুদিন ধরে ডিএ (DA) এর দাবি নিয়ে যে সমস্ত সরকারি কর্মীরা নিজেদের সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের মধ্য থেকে সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, “এখনও পর্যন্ত এই মামলা সুপ্রিম কোর্টে কবে উঠবে, তার তারিখ না আসলেও, নভেম্বরে এই মামলার শুনানি হওয়ার কথা সুপ্রিম কোর্টে।”
(৫/৬) তার এমন মন্তব্যের কারণ হলো আগামী অক্টোবর মাসের শেষে ও নভেম্বরের শুরুতে যেহেতু অনেক ছুটি রয়েছে, তাই এমনটা মনে করা হচ্ছে। ডিএ আন্দোলনরত সরকারি কর্মচারীরা অনেকদিন ধরেই তাদের এই আন্দোলন চালিয়ে যাচ্ছে।
(৬/৬) বর্তমানে শহীদ মিনারের কাছে তারা এ আন্দোলন অব্যহত রেখেছে। ইউনিটি ফোরামের তরফ থেকে দেবপ্রসাদ হালদার বলেছেন যে, “যেদিনই মামলা শেষ হবে আমরা জয় পাবই।”
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
Vastu Tips: এই ৫টি গাচ চুম্বকের মতো টাকা আনে, বাড়ির কোন দিকে লাগাতে হয় এগুলো? জেনে নিন
👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি
👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন
👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway
👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না
👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই
👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে
👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)
👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।