PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

PM Awas yojana List 2023: কথাই আছে অন্ন, বস্ত্র, বাসস্থান এ তিনটি জিনিসই মানুষের জীবনে সর্বাপেক্ষা প্রয়োজন। বলতে গেলে বেঁচে থাকার প্রথম অবলম্বন। আমাদের সমাজে এখনো অনেক এমন মানুষ রয়েছেন যাদের নিজস্ব কোন বাড়ি নেই, ছোট্ট একটা ঝুপড়ি বানিয়ে তারা সেখানে বসবাস করে। আর রোদ, বৃষ্টি, ঝড়ে, কষ্ট করে তাদের সেখানে থাকতে হয়।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

এই সব মানুষগুলোর কথা ভেবে তারা যাতে মাথা গোজার ঠাই হিসেবে একটি পাকা বাড়ি পাই, তার জন্য সরকার একটি প্রকল্প চালু করেছে। এই প্রকল্পের নাম হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)

কারা পাবে এই প্রকল্পের সুবিধা? (Benefits of PM Awas yojana)

কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র তাদেরই দেওয়া হবে যাদের মাথার উপর কোন ছাদ নেই। অর্থাৎ কোন পাকা বাড়ি নেই। যারা গরীব এবং দারিদ্র সীমার অত্যন্ত নিচে বসবাস করে তারা এই প্রকল্পের যোগ্য।

🔥 আরও পড়ুন:

👉 চাকরির চিন্তা ভুলে যান! ৬ মাসে আয় হবে ১০ লক্ষ টাকা, আজই শুরু করুন এই লাভজনক চাষ

🔥 আরও পড়ুন:

👉  এবার রাজ্য সরকারী কর্মীদের ছুটি বাড়ালেন মুখ্যমন্ত্রী, কতদিন ছুটি? জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

👉 ১.৫ লক্ষ টাকা বাংলার যুবক-যুবতীদের গাড়ি কেনার জন্য ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার, আবেদন পদ্ধতি জেনে নিন

তবে এই প্রকল্প নতুন নয় এটি কেন্দ্রীয় সরকার অনেক আগেই প্রচলন করেছিলেন এখনো এমন অনেক মানুষ রয়েছেন যারা এ প্রকল্পের ব্যাপারে জানেন না। সেই সূত্রে আজকের এই প্রতিবেদন।

এই প্রকল্পের মাধ্যমে কী কী সুবিধা প্রদান করা হয়? (PM Awas yojana Facilities)

এই প্রকল্পের মাধ্যমে আবেদনকারী প্রতিটি ব্যক্তিকে বাড়ি তৈরি করার জন্য কেন্দ্রীয় সরকার ১ লক্ষ ২০ হাজার টাকা দিয়ে থাকে। প্রতিটি পরিবার থেকে শুধুমাত্র একজন এ প্রকল্পে আবেদন করতে পারবে। তবে এতগুলি টাকা সরাসরি দেওয়া হয় না।তিনবারে এই টাকা আবেদনকারীর একাউন্টে দেওয়া হয়।

পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে থাকে তাহলে সেই পরিবার এই প্রকল্পের সুবিধা পাবে না। সম্প্রতি কেন্দ্রীয় আবাস যোজনা একটি নতুন লিস্ট প্রকাশিত হয়েছে।

এটি ২০২৩ সালের আবাস যোজনার (PM Awas Plus List 2023) নতুন গ্রাহকদের তালিকা। এই তালিকা প্রকাশ হয়েছে অনলাইনে। আপনিও যদি প্রধানমন্ত্রী আবাস যোজনা আবেদন করে থাকেন তাহলে খুব দ্রুত এর লিস্ট চেক করে নিন।

PM Awas Yojana List 2023 published

অনলাইনে প্রধানমন্ত্রী আবাস যোজনার তালিকা কিভাবে দেখবেন? (How to Check PM Awas yojana List 2023)

  • এর জন্য প্রথমে আপনাকে এই প্রকল্পের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg a.nic.in/-এ যেতে হবে।
  • এরপর সেখানে থাকা ‘Awaassoft’ অপশনের মধ্যে থাকা ‘Report’ অপশনে ক্লিক করতে হবে।
  • তারপর ‘Beneficiary details for verification’ অপশনে ক্লিক করতে হবে।
  • সেখানে আপনার ডিটেলস যেমন রাজ্যের নাম, জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত ও আপনার নিজের নাম লিখে কোন সালের লিস্ট চেক করতে চান সেটি উল্লেখ করতে হবে।
  • এরপর সাবমিট বাটনে ক্লিক করলেই তালিকাটি আপনার সামনে প্রদর্শিত হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র‍্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

Leave a Comment