রাজ্যের স্কুলে স্থায়ী শিক্ষক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন

Ramkrishna Mission Boy’s Home High School Recruitment 2023: চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। রাজ্যের বিভিন্ন সরকারি পোষিত স্কুল গুলিতে কয়েকটি স্থায়ী পদে সহকারী শিক্ষক নিয়োগ করা হবে। শুধু তাই নয় এর সঙ্গে সঙ্গে গ্রুপ ডি স্টাফও নিয়োগ করা হবে।পশ্চিমবঙ্গের যে কোন জেলার চাকরিপ্রার্থীরা এর জন্য আবেদন করতে পারে। তবে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা বদলির জন্য এতে আবেদন করতে পারবে না। নিম্নে এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা হলো।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

শূন্যপদ

রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাই স্কুল (Ramkrishna Mission Boy’s Home High School) -এ তিনটি সহকারে শিক্ষক পদে নিয়োগ করা হবে। Bengali(SC), Bengali(OBC-B) এবং Group-D(Gen)

🔥 আরও পড়ুন:

👉 ১.৫ লক্ষ টাকা বাংলার যুবক-যুবতীদের গাড়ি কেনার জন্য ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার, আবেদন পদ্ধতি জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে?

এই পদে আবেদন করতে হলে চাকরি প্রার্থীদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে তা হল নির্দিষ্ট বিষয়ে ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক পাস করতে হবে এবং এর সঙ্গে বি এড ডিগ্রী থাকতে হবে। অপরদিকে গ্রুপ ডি পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণী পাস হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য নম্বরের ছাড় রয়েছে।

বয়সসীমা

১/১/২০২৩ অনুযায়ী চাকরিপ্রার্থীর বয়স ২০ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীদের জন্য রয়েছে বয়সের ছাড়। গ্রুপ-ডি পদের ক্ষেত্রে ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে প্রার্থীর আবেদন করতে পারবে।

বেতন

ROPA,২০১৯ এর নিয়ম অনুসারে নিয়োগকারী শিক্ষকদের মাসিক বেতন সহ বিভিন্ন ধরনের সুবিধা প্রদান করা হবে।

Ramkrishna Mission Boy's Home High School Recruitment 2023

কীভাবে আবেদন করবেন?

আপনি যদি এতে আবেদন করতে চান তাহলে এর জন্য প্রথমে আপনাকে এর মূল অফিসিয়াল ওয়েবসাইটে (https://www.rkmissionrahara.org/) যেতে হবে। সেখানে নিয়োগ প্রকাশের বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে নিয়ে আবেদন পত্র ডাউনলোড করে নিতে হবে।

আবেদন করা যাবে ১৯ আগস্ট পর্যন্ত।

সেখান থেকে আবেদন পত্রটি পূরণ করে জমা করতে হবে। এছাড়াও এর ব্যাপারে বিস্তারিত জানতে হলে নিচে অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তিটি ফলো করুন।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখল

Leave a Comment