‘মৃত্যুর ঘটনায় সরাসরি যোগ’ যাদবপুরকাণ্ডে বর্তমান ও প্রাক্তনী মিলিয়ে আরও ৬ জন গ্রেফতার (Jadavpur University Ragging)

(১/১১) Jadavpur University Ragging: বর্তমানে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্র-মৃত্যুর ঘটনাকে ঘিরে তোলপাড় চলছে। মৃত ছাত্র স্বপ্ন দীপের মৃত্যুর ঘটনায় তল্লাশি চলছে। এরইমধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে তিনজন বর্তমান পড়ুয়া বাকি তিনজন প্রাক্তন

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/১১) পূর্বে পুলিশ যাদের গ্রেফতার করেছিল তাদের মধ্যে ছিল যাদবপুরের প্রাক্তনী সৌরভ চৌধুরী, মনোতোষ ঘোষ ও দীপশেখর দত্ত নামে দুই সহ আবাসিক পড়ুয়া। ধৃত এই কয়েকজন পড়ুয়ার ছাত্র মৃত্যুর সঙ্গে যোগ ছিল বলে পুলিশ জানিয়েছে।

(৩/১১) বর্তমানে এই যাদবপুর কাণ্ডে (Jadavpur University News) ধৃতের সংখ্যা হয়েছে ৯ জন। পুলিশ সূত্রে খবর অনুযায়ী স্বপ্নদ্বীপের মৃত্যুর পরে এরা হোস্টেল ছেড়ে পালিয়েছিল। গতকাল রাতে পুলিশ তাদের বাড়ি থেকে গ্রেফতার করে।

🔥 আরও পড়ুন:

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 Big Update: অবশেষে TET পরীক্ষার তারিখ প্রকাশিত হল! জেনে নিন কবে থেকে অ্যাডমিট ডাউনলোড করতে পারবেন

🔥 আরও পড়ুন:

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

(৪/১১) যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে চারজন হলেন যাদবপুরের প্রাক্তনী ও বাকি পাঁচজন বর্তমান পড়ুয়া। ঘটনার তদন্ত করে পুলিশ জানতে পারে যে যাদবপুরের মেইন হোস্টেলে অন্তত কুড়িজন প্রাক্তনী থাকতেন।

(৫/১১) একজন পাস আউট স্টুডেন্ট কিভাবে হোস্টেলে থাকছিলেন এ নিয়ে অনেক প্রশ্ন জাগছে সকলের মনে। ঘটনা তদন্তের জন্য পুলিশ কিছু পড়ুয়াকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেন।

(৬/১১) আর পুলিশের এই জিজ্ঞাসাবাদে পড়ুয়ারা যা বয়ান দেয় তাতে পুলিশ বুঝতে পারে যে প্রাক্তনীদের শেখানো বয়ানই তারা পুলিশের কাছে জানাচ্ছে। ওদের জিজ্ঞাসাবাদ করে আরো কয়েকজনের নাম উঠে আসে। আর এই ঘটনার পরে কয়েকজন হোস্টেল ছেড়ে পালিয়ে যায়।

(৭/১১) গতকাল রাতে পুলিশ গ্রেপ্তার করে ৬ জনকে। তবে এই ঘটনায় অন্য একটি মাত্রা যোগ করেছে ভাইরাল হওয়া সেই চ্যাট হিস্ট্রি। যেখানে গত বুধবার রাত্রে হোস্টেল পড়ুয়ার ছাদ থেকে পড়ে যাওয়ার পর সিনিয়ার আবাসিক পড়ুয়ারা একটি জিবি মিটিং ডেকেছিল।

(৮/১১) সেই চ্যাট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য সকলের সামনে উঠে আসে। সেই চ্যাটে একজন লিখেছে যে সঠিক সময়মতো তাকে হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে গেলে হয়তো বাঁচানো যেতে পারত।

(৯/১১) শুধু তাই নয় ঘটনা তদন্ত করে জানা গেছে যে একটি বন্ধ ঘরে বাকি আবাসিকদের ডেকে নিয়ে এসে তাদের কঠোর ভাবে বারণ করা হয়, যে কেউ যেন কোনভাবেই তাদের মুখ না খোলে।

(১০/১১) এই ঘটনায় পুলিশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ উপাচার্য অমিতাভ দত্ত ও ডিন অফ স্টুডেন্টস রজত রায়কে জিজ্ঞাসাবাদ করবে বলে জানা গেছে। যদিও এর পূর্বে পুলিশ এ ঘটনা সম্পর্কে রজত রায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে।

Jadavpur University ragging 6 more people arrested

(১১/১১) পুলিশ আরো প্রশ্ন তুলছে যে ইউ জি সি এর নির্দেশিকা থাকা সত্ত্বেও হোস্টেলে সিসিটিভি লাগানো হয়নি কেন? হোস্টেল একাধিক দুর্নীতি থাকা সত্ত্বেও কর্তৃপক্ষ এতদিন চুপ ছিল কেন? যাদবপুর ইউনিভার্সিটি নিয়ে এরকম একাধিক প্রশ্ন তুলছেন তদন্তকারীরা, উপাচার্য ও ডিন এর কাছে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 কনফার্ম টিকিট থাকলেও দিতে হবে ফাইন! রেলের এই বিশেষ নিয়ম জানেন কি?

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখল

Leave a Comment