২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

Glow and Lovely Scholarship: পড়ুয়াদের আর্থিক বিষয়ে সাহায্যে সহযোগিতা করার জন্য সরকারি সহ অনেক বেসরকারি সংস্থা স্কলারশিপের ব্যবস্থা করে থাকে, যাতে সেই স্কলারশিপের সাহায্যে পড়ুয়ারা নিজেদের উচ্চ শিক্ষা সম্পন্ন করতে পারে।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

এমন অনেক বেসরকারি স্কলারশিপ রয়েছে যেগুলির দ্বারা বর্তমানে হাজার হাজার ছেলে মেয়ে উপকৃত হচ্ছে। আজ এমনই এক স্কলারশিপের ব্যাপারে আপনাদের জানাবো। চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

স্কলারশিপ এর বিবরণ

স্কলারশিপটির নাম হল “গ্লো এন্ড লাভলি স্কলারশিপ” (Glow and Lovely Scholarship)। এটি গ্লো এন্ড লাভলি ফাউন্ডেশন (Glow and Lovely Foundation) -এর পক্ষ থেকে যোগ্য ছাত্রীদের দেওয়া হয়ে থাকে।

🔥 আরও পড়ুন:

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 কলকাতা হাইকোর্টের ৩ বিচারপতিকে বদলির সুপারিশ সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের! চমকে যাবেন নাম দেখলে

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরে চাকরির সুযোগ, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন (West Bengal Health & Family Welfare Recruitment 2023)

কারা পাবে এই স্কলারশিপ?

যে সমস্ত পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীর পাশ করে স্নাতক স্তরে ভর্তি হয় তাদের উচ্চশিক্ষার জন্য এই স্কলারশিপ প্রদান করা হবে। অর্থাৎ সমগ্র ভারতবর্ষের স্নাতক স্তরে পাঠরত ছাত্রীদের জন্য এই স্কলারশিপটি উপলব্ধ। তবে যারা স্নাতক পাস করে স্নাতকোত্তর স্তরে রয়েছে তারাও এই স্কলারশিপের সুবিধাটি পাবে।

কী কী যোগ্যতা লাগবে?

  • এই স্কলারশিপটি শুধুমাত্র ভারতবর্ষের ছাত্রীদের জন্য উপলব্ধ।
  • ছাত্রের বয়স ১৫ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
  • আবেদনকারী ভারতবর্ষের যেকোনো সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে স্নাতক ও স্নাতকোত্তর বর্ষে পাঠরত হতে হবে।
  • আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় ছয় লক্ষ টাকার মধ্যে হবে।
  • আবেদনকারীর ছাত্রীর দশম ও দ্বাদশ শ্রেণীতে নম্বর ন্যূনতম ৬০ শতাংশ থাকতে হবে।

স্কলারশিপের অনুদান

এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রীদের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করা হবে যেমন ট্রেনিং এবং ক্যারিয়ার গাইডেন্স। এছাড়াও এই স্কলারশিপের মাধ্যমে একজন পড়ুয়া ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদানের সুবিধা পাবে।

কী কী ডকুমেন্টস লাগবে?

  • আবেদনকারীর আধার কার্ড
  • আবেদনকারীর ভোটার কার্ড প্যান কার্ড ড্রাইভিং লাইসেন্স
  • মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
  • উচ্চ মাধ্যমিক পরীক্ষার মার্কশীট
  • বয়সের প্রমাণপত্র
  • পরিবারের আয়ের শংসাপত্র
  • স্নাতকোত্তর ছাত্রীদের ক্ষেত্রে স্নাতক বর্ষের রেজাল্ট লাগবে।
  • কলেজে ভর্তির রশিদ
  • পাসপোর্ট সাইজ ছবি

কিভাবে আবেদন করবেন?

এই স্কলারশিপে আবেদন করতে গেলে আপনাকে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে। নিম্নে আবেদনের প্রক্রিয়া গুলি বলে দেওয়া হল-

  • আবেদনের জন্য প্রথমে এই স্কলারশিপের মূল ওয়েবসাইটে যেতে হবে।
  • সেখানে ‘এপ্লাই অনলাইন’ অপশন এ ক্লিক করে নিজের আবেদন পত্রটি ডাউনলোড করে নিতে হবে।
  • সেখানে উপযুক্ত তথ্য দিয়ে ও ডকুমেন্টস যোগ করে আবেদন পত্রটি ফিলাপ করে সাবমিট করতে হবে।

নির্বাচন পদ্ধতি

যে সমস্ত ছাত্রীরা গ্লো এন্ড লাভলি স্কলারশিপ এ আবেদন করবে তাদের সকলের আবেদন পত্র গুলি খতিয়ে দেখা হবে। আবেদনকারীর মার্কস, পরিবারের আর্থিক অবস্থা ও তার স্ট্রিমস এর উপর নির্ভর করে তাদের নির্বাচন করা হবে। তবে অবশ্যই প্রতিবন্ধীঅনাথ ছাত্রীদের জন্য নির্বাচনের ব্যবস্থা রয়েছে।

গ্লো এন্ড লাভলির অফিসিয়াল ওয়েবসাইট (www.glowandlovelycareers.in)

Glow and Lovely Scholarship apply online

আবেদনের শেষ সময় সীমা

এই স্কলারশিপের শেষ সময় সীমা এখনো ধার্য করা হয়নি। কারণ ২০২৩-২৪ শিক্ষাবর্ষের জন্য আবেদন এখনো শুরু হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এর ফর্ম ফিলাপ শুরু হয়ে যাবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন
Official Website Link 👉এখানে দেখুন

🔥 আরও পড়ুন:

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখলে

👉 ১০০০ টাকা প্রতিমাসে মিলবে আরও সহজে, নয়া ব্যবস্থা রাজ্য সরকারের

👉 ১০ হাজার টাকা জরিমানা হতে পারে প্যানকার্ডধারীদের, শীঘ্রই চেক করে নিন

Leave a Comment