১.৫ লক্ষ টাকা বাংলার যুবক-যুবতীদের গাড়ি কেনার জন্য ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার, আবেদন পদ্ধতি জেনে নিন

রাজ্যের অসংখ্য বেকার যুবক-যুবতীদের কর্মে নিযুক্ত করার জন্য বাণিজ্যিক গাড়ি কেনার জন্য প্রায় লক্ষ টাকা ভর্তুকি দিচ্ছেন রাজ্য সরকার। গতিধারা প্রকল্পের অধীনে এই সমস্ত কাজ করা হচ্ছে। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক-যুবতীরা যাতে কর্ম করে খেতে পারে তার জন্য এই বিরাট উদ্যোগ নিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। এই দেড় লক্ষ টাকা ভর্তুকি কিভাবে পাবেন তা জানতে নিজেই নিবন্ধটি পুরোটি পড়ার অনুরোধ জানানো হচ্ছে।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

গতিধারা প্রকল্পের মূল উদ্দেশ্য (Main Objective of Gotidhara Scheme):

পশ্চিমবঙ্গ রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মে নিযুক্ত করা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।

গতিধারা প্রকল্পে আবেদনের জন্য শর্তসমূহ (Conditions for Application to Gatidhara Scheme):

গতিধারা প্রকল্পের আবেদনের জন্য প্রয়োজনীয় কিছু শর্ত রয়েছে সেগুলি নিম্নরূপ-

১) যেসব প্রার্থীরা আবেদন করবে সেইসব প্রার্থীর বয়স মোটামুটি ২০ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।

২) প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।

৩) যেসব প্রার্থীর আবেদন করবেন সেইসব প্রার্থীদের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিসের নাম থাকতে হবে, তবেই আবেদনযোগ্য।

৪) আবেদনকারীদের পরিবারের মাসিক আয় ২৫ হাজারের মধ্যে হতে হবে।

৫) কোন প্রার্থী যদি সরকারি ও বেসরকারি যেকোন চাকরি করে থাকেন, তাহলে সেই প্রার্থী এই প্রকল্পে আবেদন করতে পারবেন না।

🔥 আরও পড়ুন:

ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 রাজ্যের স্কুলে স্থায়ী শিক্ষক ও গ্রুপ-ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন

🔥 আরও পড়ুন:

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

গতিধারা প্রকল্পের সুযোগ সুবিধা (Benefits of the Gotidhara Scheme):

গতিধারা প্রকল্পতে যুবক-যুবতীরা যেসব সুবিধা পাবেন সেগুলি নিচে দেওয়া হল।

১) উপরের শর্তগুলি থাকলে রাজ্যের সমস্ত যুবক-যুবতী এমনকি ফিজিক্যালি চ্যালেঞ্জ সকলেই এই প্রকল্পে আবেদন জানাতে পারবেন।

২) এই প্রকল্পে আবেদন করলে ছেলেদেরকে প্রায় ১লক্ষ টাকা এবং মেয়েদেরকে প্রায় ১.৫ লক্ষ টাকা ভর্তুকি দেবেন বাণিজ্যিক গাড়ি কেনার জন্য।

৩) এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্ত বেকার যুবক-যুবতীরা যাতে নিজের পায়ে দাঁড়াতে পারে তার জন্য প্রায় ৩০% ভর্তুকিতে সহায়তা প্রদান করবেন, এবং অবশিষ্ট ৭০% থাকা ব্যাংক থেকে লোন দেওয়া হবে।

৪) এই প্রকল্পের জন্য যে অবশিষ্ট ৭০ পার্সেন্ট লোন ব্যাংক থেকে নেওয়া হবে সেটি কতদিনের মধ্যে শোধ করতে হবে তার সময়সীমা ব্যাংক নির্ধারণ করবেন।

৫) এই প্রকল্পে আবেদনের জন্য OBC তিন বছর এবং তপশিলি জাতিরা (ST/SC)পাঁচ বছরের জন্য বয়সের ছাড় পাবেন।

গতিধারা প্রকল্পের আবেদন প্রক্রিয়া (Application Process for Gotidhara Scheme):

  • এই প্রকল্পে যেসব প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক সেসব প্রার্থীরা যেকোনো ডিলারের কাছে আবেদন পত্র জমা করতে পারবেন।
  •  ডিলার ওই আবেদন পত্রটি রাজ্য সরকারের শ্রম ও পরিবহন দপ্তরে পাঠাবেন।
  • এই দপ্তরের অনুমোদন পেলেই আবেদনকারীকে রিজিওনাল ট্রান্সপোর্ট অফিসে(Regional Transport Office) যোগাযোগ করতে হবে।এবং স্টেট লেভেলের গাড়ি চালানোর যাতে অনুমতি পান তার জন্য প্রার্থীকে স্টেট ট্রান্সপোর্ট অথরিটির(State Transport Authority) সাথে যোগাযোগ করতে হবে।

 অতিরিক্ত তথ্য (Extra Information):

  1. এই গতিধারা প্রকল্পে যারা গাড়ি বিক্রি করবেন বেকার যুবক-যুবতীদের  তারা হলেন সরকারের গ্র্যান্টেড ফ্যাসিলিটেটর।
  2. এই প্রকল্পের মাধ্যমে মুখ্যমন্ত্রী গাড়ি কেনার জন্য জন্য যে ৩০% ভর্তুকি দেবেন, সেটি বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের জন্য একটি মিলন মেলার আয়োজন করা হবে, সেখানেই এই ৩০% ভর্তুকি চেকের মাধ্যমে দেওয়া হবে।

গতিধারা প্রকল্পে আবেদনের গুরুত্বপূর্ণ ডকুমেন্টস (Important Documents for Application in Gotidhara Scheme ):

গতিধারা প্রকল্পে আবেদন করার জন্য যে সমস্ত নথিপত্র গুলি প্রয়োজন সেগুলি হল-

১) এই প্রকল্পে যেসব প্রার্থীরা আবেদন করবেন সেইসব প্রার্থীদের একটি নির্দিষ্ট পরিচয়পত্র।

২) আবেদনকারী প্রার্থীদের বয়সের প্রমাণপত্র।

৩) আবেদনকারী প্রার্থীদের পরিবারের বার্ষিক ইনকামের সার্টিফিকেট।

৪) আবেদনকারী প্রার্থী যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ব্যাংকের নাম নথিভুক্ত করা আছে তার একটি প্রমাণপত্র।

৫) আবেদনকারী প্রার্থী যে পশ্চিমবঙ্গের স্থায়ী  বাসিন্দা তার জন্য রেসিডেন্সিয়াল সার্টিফিকেট।

The government of west bengal is subsidizing 1.5 lakh rupees to the youth of the state to buy cars

৬) প্রার্থীর ব্যাংকের অ্যাকাউন্টের পাসবই।

৭) গতিধারা ফ্যাসিলিটেটর কাছ থেকে বাণিজ্যিক গাড়ি কেনার কোটেশন(Quotation)।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

👉 সরাসরি ইন্টারভিউ দিয়ে স্কুলে শিক্ষক ও শিক্ষাকর্মী পদে চাকরির সুযোগ, জানুন বিস্তারিত

👉 ১২ হাজার টাকা প্রতি মাসে পাবেন SBI-এর এই স্কিমে টাকা রাখল

Leave a Comment