(১/১২) Business Idea: বর্তমান সময়ে আমাদের দেশ বেকারত্বে ভরপুর। এ অবস্থায় সরকারী হোক বা বেসরকারি যেকোনো চাকরি পাওয়াই ভীষণ কঠিন। আপনিও যদি বেকার হয়ে থাকেন এবং ছোটখাট কোন ব্যবসা করার কথা ভেবে থাকেন তাহলে আজকে আমরা আপনার জন্য নিয়ে এসেছি দারুন একটি বিজনেস আইডিয়া।
(২/১২) আপনি যদি এই বিজনেস আইডিয়াটি (Business Idea) অবলম্বন করেন, তাহলে আপনি মাসের শেষে মোটা অংকের টাকা ইনকাম করতে পারবেন। তাহলে চলুন এর ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।
(৩/১০) আমরা আপনাকে যে বিজনেস আইডিয়ার ব্যাপারে বলছি সেটি হল রসুনের ব্যবসা। এ রসুন চাষ করে আপনি খুব সহজে ছয় মাসের মধ্যে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
🔥 আরও পড়ুন:
👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা
🔥 আরও পড়ুন:
👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি
🔥 আরও পড়ুন:
👉 এবার রাজ্য সরকারী কর্মীদের ছুটি বাড়ালেন মুখ্যমন্ত্রী, কতদিন ছুটি? জানুন বিস্তারিত
(৪/১২) রসুন মসলা হিসেবে ব্যবহৃত হয় এর পাশাপাশি অনেক ঔষধি গুন থাকায় বাজারে এর চাহিদা প্রতিনিয়তই প্রবল রয়েছে। তাই আপনার কাছে উৎপাদন করা এই রসুন বিক্রয় করার জন্য ক্রেতার কোন অভাব হবে না।
(৫/১২) তাই আমরা আপনাকে হলফ করে বলতে পারি যে রসুনের ব্যবসা করলে আপনি নিশ্চিত লাভবান হবেন। রসুন এমন একটি দ্রব্য যেটি সারা বছর চলে এবং বাজারেও এর চাহিদা সব সময় থাকে আকাশ ছোঁয়া।
(৬/১২) তবে রসুনের এই ব্যবসা করতে গেলে আপনাকে রসুন চাষের পদ্ধতি ভালো করে জেনে নিতে হবে। বর্ষাকালের শেষে রসুন চাষ শুরু হয়। বিশেষত অক্টোবর ও নভেম্বর মাস হল রসুন চাষের উপযোগী।
(৭/১২) ছোট ছোট রসুনের যে কোয়াগুলি হয় সেগুলি থেকেই এটি চাষ করা হয়। ১০ সেন্টিমিটার ব্যবধান রেখে মাটিতে বসিয়ে এগুলি চাষ করতে হয়। আপনি যেকোন মাটিতে এই রসুন চাষ করতে পারেন।
(৮/১২) তবে আপনি রসুন চাষ করার জন্য এমন একটি জমি বেছে নেবেন যে জমিতে জল দাঁড়ায় না। রসুন চাষ করার ৫ থেকে ৬ মাসের মধ্যে এগুলি পরিপূর্ণভাবে তৈরি হয়ে যায়।
(৯/১২) রসুন বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আপনি নিজের পছন্দমত রসুন চাষ করতে পারেন। আপনি এক একর জমিতে যদি রসুন চাষ করে থাকেন তাহলে ৫০ কুইন্টাল পর্যন্ত এর ফলন পেতে পারবেন। Riyawan জাতের রসুন হলো অন্যান্য রসুনের তুলনায় ভালো।
(১০/১২) আর এগুলি ওজনে অন্য গুলির চেয়ে বেশি হয় এর একটির ওজন প্রায় ১০০ গ্রাম পর্যন্ত হয়ে থাকে। বাজারে এর চাহিদা সব সময় চেহারা থাকে কারণ রসুন এমনই একটি দ্রব্য যেটি সারা বছর চলে। আর রান্নায় মসলা কাজের সঙ্গে সঙ্গে এটি আয়ুর্বেদিক গুণসম্পন্ন একটি ঔষধি হওয়ায় প্রায় বিভিন্ন রোগ নিরাময়ের কাজে লাগে।
(১১/১২) এবার জেনে নিন রসুনের দামের কথা বাজারের ওষুধের দাম সব সময়ই বেশি থাকে। বাজারে প্রতি কুইন্টাল পিছু রসুনের দাম হয় ১০,০০০ থেকে ২১,০০০ টাকা।
(১২/১২) আর হিসেব করে দেখা যাবে রসুন চাষ করতে একর প্রতি আপনার খরচ হয়েছে প্রায় ৪০ হাজার টাকা। হিসেব অনুযায়ী আপনার লভ্যাংশ দেখতে গেলে আপনি রসুন চাষ করে পাঁচ লক্ষ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত আয় করতে পারেন।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন
👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন
👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway
👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না
👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই
👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে
👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম
👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)