RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

(১/৯) ভারতের বৃহত্তম ব্যাংক রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) দেশের অন্যান্য ব্যাংক গুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। ব্যাংকের আর্থিক লেনদেন সুষ্ঠুভাবে পালন করার জন্য এর কিছু নিয়মকানুন রয়েছে যেগুলি সমস্ত ব্যাংককে মেনে চলতে হয়।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৯) আর কোন ব্যাংকের বিরোধিতা করলে রিজার্ভ ব্যাংক (RBI) সে ব্যাংককে জরিমানা করে এমনকি তার লাইসেন্সও বাতিল করে দেয়। কিছুদিন আগেই RBI দেশের কয়েকটি ব্যাংককে জরিমানা করেছে। তবে এবার আবারো দুটি ব্যাংক জরিমানার মুখে পড়েছে।

(৩/৯) আর এবারে রিজার্ভ ব্যাংকের (Reserve Bank of India) নিয়ম না মানায় বাংলার দুটি ব্যাংক জরিমানার মুখে পড়ল। ব্যাংক দুটি হলো হাওড়া জেলার। একটি শিবপুর সমবায় ব্যাংক ও অন্যটি বালি সমবায় ব্যাংক। রিজার্ভ ব্যাংক এ দুটি ব্যাংককে যথাক্রমে ১০০০০ টাকা১ লাখ টাকা জরিমানা করেছে।

🔥 আরও পড়ুন:

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 আধার কার্ড থাকলেই ৩ লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার? কীভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 দীর্ঘদিন পর অবশেষে SSC-মাধ্যমে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন

(৪/৯) এই ব্যাপারে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাঙ্কের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে জানানো হয়েছে যে, রিজার্ভ ব্যাংকের নিয়ম অমান্য করার জন্য শিবপুর সমবায় ব্যাঙ্ক তথা শিবপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডকে শোকজ নোটিশ দর্শানো হয়েছিল।

(৫/৯) আর সেই শোকজ নোটিশের পরিপ্রেক্ষিতে ব্যাংকের তরফ থেকে যা প্রতি উত্তর এসেছিল সেটির উপর বিবেচনা করে ব্যাংক জরিমানা ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে।

(৬/৯) আবার অন্যদিকে হাওড়ার বালি কো-অপারেটিভ ব্যাঙ্কের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক জানিয়েছে যে, কোন কোন গ্রাহকদের অ্যাকাউন্ট গুলির ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেগুলি একটি নির্দিষ্ট সময় অন্তর চিহ্নিত করার ব্যবস্থা করা হোক কিন্তু বালি ব্যাংক সে ব্যবস্থা গ্রহণ করেননি।

(৭/৯) সেই জন্য এই ব্যাংককেও শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। আর শেষ শোকজ নোটিশের প্রেক্ষিতে ব্যাংক যা প্রতি উত্তর দিয়েছে সেই ভিত্তিতে রিজার্ভ ব্যাংক জরিমানা ধার্য করেছে।

(৮/৯) এই সম্পর্কের রিজার্ভ ব্যাংক (RBI) জানিয়েছে যে, ৪৭ এ (১) (সি) ধারার সঙ্গে ১৯৪৯ সালের ব্যাঙ্কিং রেগুলেশন আইনের ৪৬ (৪) ধারা এবং ৫৬ ধারায় রিজার্ভ ব্যাঙ্কের হাতে যে ক্ষমতা আছে, তার উপর ভিত্তি করে শিবপুর কো-অপারেটিভ ব্যাঙ্ক এবং বালি কো-অপারেটিভ ব্যাঙ্কের বিরুদ্ধে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

2 Banks of West Bengal were punished by the Reserve Bank of India

(৯/৯) তবে এই দুটি সমবায় ব্যাংক ছাড়াও পশ্চিমবঙ্গের আরও কয়েকটি ব্যাংকের উপর জরিমানা ধার্য করেছে রিজার্ভ ব্যাংক, যেমন – অর্ডন্যান্স ইক্যুপমেন্ট ফ্যাক্টরি প্রারম্ভিক শাহকারি ব্যাঙ্ক লিমিটেড, ছিপলুন আর্বান কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেডের মতো সমবায় ব্যাঙ্কের উপরও জরিমানা ধার্য করা হয়েছে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র‍্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

Leave a Comment