দীর্ঘদিন পর অবশেষে SSC-মাধ্যমে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন

চাকরি সন্ধানকারী প্রার্থীদের জন্য এক বিরাট সুখবর রয়েছে। এসএসসির মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের স্টেনোগ্রাফার গ্রেড গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে এক বিরাট পরিমাণে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলেই এই এসএসসি পদের জন্য আবেদন করতে পারবেন। এখানে নারী-পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। এসএসসি পদে আবেদন জানাতে হলে নীচের নিবন্ধটি ভালো করে পড়ার অনুরোধ রইলো।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

এসএসসি নিয়োগ ২০২৩: চাকরির ডিটেলস (SSC Recruitment 2023: Job Details)

নিয়োগকারী সংস্থার নামস্টাফ সিলেকশন কমিশন (SSC)
পদের নামস্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি
মোট শূন্যপদ১২০৭ টি
বয়সসীমা১৮ থেকে ৩০
আবেদনের শেষ তারিখ২৩ শে আগস্ট ২০২৩
স্থানপশ্চিমবঙ্গ
আবেদন প্রক্রিয়াঅনলাইন

নিয়োগকারী সংস্থার নাম (Name of the Recruitment Organization):

যে সংস্থা নিয়োগ করবে সেই নিয়োগকারী সংস্থার নাম স্টাফ সিলেকশন কমিশন বা এসএসসি (SSC)।

🔥 আরও পড়ুন:

👉 আধার কার্ড থাকলেই ৩ লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার? কীভাবে পাবেন জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

🔥 আরও পড়ুন:

👉 চাকরির চিন্তা ভুলে যান! ৬ মাসে আয় হবে ১০ লক্ষ টাকা, আজই শুরু করুন এই লাভজনক চাষ

পদের নাম (Name of the Post):

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে স্টেনোগ্রাফার গ্রেট সি ও ডি (Stenographer Grade C & D)পদে নিয়োগ করা হবে।

মোট শূন্যপদ (Total Vacancy):

এসএসসির দ্বারা নিয়োগ করা স্টেনোগ্রাফার গ্রেড সি ও ডি পদের মোট শূন্য পদ ১২০৭ টি।

বয়সসীমা (Age Limit):

স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে তবে সরকারী নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের ছাড় রয়েছে।

পদের নামবয়স সীমা
স্টেনোগ্রাফার সি০১/০৮/২৩ অনুযায়ী বয়স ১৮ থেকে ৩০ বছর
স্টেনোগ্রাফার ডি০১/০৮/২৩ অনুযায়ী বয়স ১৮ থেকে ২৭ বছর

আবেদন প্রক্রিয়া ( Application Process):

এসএসসি স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার প্রক্রিয়াটি নিচে দেওয়া হল।

  • প্রথমে প্রার্থীকে এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে ssc.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে।
  • Registration — log in — যে পদে এপ্লাই করবে সেখানে গিয়ে — Apply Online — ফর্মটি ফিলাপ করতে হবে — ফটো সিগনেচার আপলোড করতে হবে — Preview — Submit।

নির্বাচন প্রক্রিয়া (Recruitment Process):

এসএসসি স্টেনোগ্রাফার পদে নির্বাচন হওয়ার জন্য প্রার্থীকে তিনটি ধাপের পরীক্ষা দিতে হবে। প্রথমে প্রার্থীকে একটি MCQ প্রশ্নের ওপর লিখিত পরীক্ষা নেওয়া হবে। তারপর এই পরীক্ষায় পাস করলে প্রার্থীদেরকে পার্সোনালি টেস্টইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।

শিক্ষাগত যোগ্যতা ( Educational Qualification):

এসএসসি স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হল। 1) আবেদনকারী প্রার্থীকে অবশ্যই কোন স্বীকৃত বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাস করতে হবে।

আবেদন মূল্য (Application Fees):

এসএসসি স্টেনোগ্রাফার পদে আবেদন করতে হলে GEN/OBC/পুরুষদের আবেদন মূল্য ১০০ টাকা ও SC/ST/মহিলা প্রার্থীদের জন্য কোন আবেদন মূল্য লাগবে না

ssc recruitment 2023 group c & group d

গুরুত্বপূর্ণ তারিখসমূহ (Important Dates):

স্টেনোগ্রাফার পদে অনলাইনে আবেদন শুরু হয়েছিল ২ আগস্ট ২০২৩ এবং আবেদন শেষের তারিখ ২৩ আগষ্ট ২০২৩

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন
Official Notice Linkএখানে দেখুন
Official Website Linkএখানে দেখুন

🔥 আরও পড়ুন:

👉 ১.৫ লক্ষ টাকা বাংলার যুবক-যুবতীদের গাড়ি কেনার জন্য ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র‍্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

স্টেনোগ্রাফার পদে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২৩ আগস্ট ২০২৩।

স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কত?

Ans: উচ্চমাধ্যমিক পাস।

স্টেনোগ্রাফার পদে আবেদনের জন্য মোট কয়টি শূন্য পদ রয়েছে?

Ans: ১২০৭ টি।

স্টেনোগ্রাফার পদে আবেদনের শুরুর তারিখ কবে?

Ans: ২ আগস্ট ২০২৩।

Leave a Comment