আধার কার্ড থাকলেই ৩ লক্ষ টাকার লোন দিচ্ছে সরকার? কীভাবে পাবেন জেনে নিন

(১/৯) বর্তমান মানুষে সময়ে অধিকাংশ মানুষেরই বিভিন্ন ক্ষেত্রে লোন নেওয়ার প্রয়োজন হয়, সে ব্যবসা ক্ষেত্রেই হোক বা পড়াশোনার জন্য। তবে সমস্যার ব্যাপারে এই হলো যে অনেক ক্ষেত্রে খুব সহজে লোন পাওয়া যায় না। আর যদিও বা পাওয়া যায় সেক্ষেত্রে সুদের হার (Interest Rate) অনেক বেশি হয়।

বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

(২/৯) আজকে এই প্রতিবেদনে আমরা আপনাদের এমন একটি বিষয় সম্পর্কে জানাবো যেটি শুনলে আপনি রীতিমতো অবাক হবেন। হ্যাঁ সত্যি আমরা আজ একটি লোনের ব্যাপারে আপনাদের বলব।

(৩/৯) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি মেসেজ ভাইরাল হয়েছে, যেখানে বলা হয়েছে যে প্রধানমন্ত্রীর লোন স্কিমের অধীনে যেকোনো ব্যক্তির কাছে আধার কার্ড (Aadhaar Card) থাকলে সে ৩,০০,০০০ টাকার ঋণ (Loan) পেয়ে যাবে।

🔥 আরও পড়ুন:

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

🔥 আরও পড়ুন:

👉 দীর্ঘদিন পর অবশেষে SSC-মাধ্যমে প্রচুর শূন্যপদে চাকরির সুযোগ, আবেদন পদ্ধতি জেনে নিন

🔥 আরও পড়ুন:

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

(৪/৯) বিষয়টি যখন সামনে আসে তখন এটি নিয়ে অবাক হয়ে যায় সাধারণ মানুষ। আর এই বিষয়টি এতটাই ভাইরাল হয়ে যায় যে শেষ পর্যন্ত “PIB ফ্যাক্ট চেক” এই মেসেজটিকে “ভুয়ো” হিসেবে ঘোষণা করে সবাইকে এ বিষয়ে সতর্ক করে দিয়েছে।

(৫/৯) প্রকৃতপক্ষে ভারত সরকার এমন কোন স্কিমের প্রবর্তন করেননি, তাই এটি সম্পূর্ণ ভুয়ো একটি স্ক্যাম। এ বিষয়টিতে জড়িয়ে নিজেদের আধার সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য অন্য কাউকে শেয়ার করা থেকে বিরত থাকতে বলা হচ্ছে।

(৬/৯) ভাইরাল সেই মেসেজে বলা আছে যে, “প্রধানমন্ত্রী লোন স্কিমে আধার কার্ডে প্রত্যেককে ৩ লক্ষ টাকা ঋণ দেওয়া হচ্ছে।” অর্থাৎ, এই ভাইরাল মেসেজে এটা দাবি করা হচ্ছে যে ভারত সরকারের প্রধানমন্ত্রী লোন স্কিমের আওতায় দেশের যে সমস্ত মানুষদের কাছে আধার কার্ড রয়েছে তারা প্রত্যেকে তিন লক্ষ টাকার ঋণ পাবেন।

(৭/৯) কিন্তু ভাইরাল হওয়া এই মেসেজের বার্তা ভুয়ো বলে প্রমাণিত হয়েছে। ভাইরাল হওয়ায় মেসেজটি এতটা সাধারণ মানুষদের মধ্যে প্রভাব বিস্তার করেছে যে এ ব্যাপারটা নিয়ে শেষ পর্যন্ত PIB তত্ত্বাবধান-এর দায়িত্ব নিয়েছে।

(৮/৯) প্রসঙ্গত উল্লেখ্য, অনেকেই জানেন না যে, “PIB ফ্যাক্ট চেক” হল “প্রেস ইনফরমেশন ব্যুরো”-র একটি ফ্যাক্ট চেকিং ইউনিট। এর প্রধান কাজ হলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে থাকা বিভিন্ন ভুল তথ্যগুলিকে যাচাই করে সঠিক বিষয়টি সম্পর্কে জনগণকে সচেতন করে দেওয়া।

The government is giving a loan of 3 lakh rupees only if you have an Aadhaar card

(৯/৯) তাই এই ব্যাপারে “PIB ফ্যাক্ট চেক” টুইটের মাধ্যমে জানিয়েছে যে, “প্রধানমন্ত্রী ঋণ যোজনার অধীনে সবাই কি আধার কার্ডে ৩ লক্ষ টাকা লোন পাচ্ছেন? না!! এই দাবি সম্পূর্ণ ভুয়ো। ভারত সরকার এই ধরণের কোনো স্কিম চালাচ্ছে না। সঠিকভাবে যাচাই না করে আপনার আধার সম্পর্কিত তথ্য কারোর সাথে শেয়ার করবেন না।”

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 চাকরির চিন্তা ভুলে যান! ৬ মাসে আয় হবে ১০ লক্ষ টাকা, আজই শুরু করুন এই লাভজনক চাষ

👉 Anti Ragging Circular: ছাত্রমৃত্যুতে হুঁশ ফিরল? র‍্যাগিং রুখতে রাজ্যের নতুন সার্কুলার জারি

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

👉 ২৫০০০ টাকা পড়ুয়ারা পাবে এই স্কলারশিপে আবেদন করে, যোগ্যতা, আবেদন পদ্ধতি জেনে নিন

👉 এবার ট্রেনে ৮ বার যাত্রা করতে পারবেন এক টিকিটেই, নতুন নিয়ম আনলো Indian Railway

👉 PAN Card থাকলে ১০,০০০ টাকা জরিমানা হতে পারে এই মাসে, এখনই দেখে নিন এই ভুল করছেন কী না

👉 চাকরির টেনশন শেষ, ৮০,০০০ টাকা প্রতি আসে আয় করুন এইভাবে ঘরে বসেই

👉 Business Idea: ছোট্ট জায়গায় শুরু করুন এই ব্যবসা, যেকোনো চাকরির থেকে বেশি রোজগার হবে

👉 Passport DigiLocker: বদলে গেল পাসপোর্ট আবেদনের নিয়ম, জেনে নিন গুরুত্বপূর্ণ এই নিয়ম

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় নৌসেনায় চাকরির সুযোগ, জানুন বিস্তারিত (Indian Navy Recruitment 2023)

👉 ATM Withdrawal Charges: টাকা তোলেন ATM থেকে? কত টাকা বেশি দিতে হবে? জেনে নিন।

Leave a Comment