(১/৮) কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Gangopadhyay) আবার নতুন একটি বিষয় নিয়ে সঠিক তদন্তের নির্দেশ দিলেন।
(২/৮) উত্তরবঙ্গে ৫০ কোটি টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, আর এই বিষয়টি নিয়েই সিবিআই (CBI) -ইডিকে (ED) তদন্তের নির্দেশ দেওয়া হয়।অবশ্য গত তিন বছর ধরে আর্থিক এই বিষয়টি নিয়েই তদন্ত করছিল সিআইডি। আর এই মামলায় সংস্থার পাঁচজন আধিকারিককে গ্রেফতারও করা হয়।
(৩/৮) তবে সিআইডির (CID) এই তদন্তে অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাই সিআইডির থেকে এই কেসটি নিয়ে তিনি ওই তদন্তের ভার দিয়েছেন ইডি এবং সিবিআইকে। আগামী ১২ই অক্টোবরের মধ্যে ওই দুই তদন্তকারী বিভাগকে তদন্তের রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে।
🔥 আরও পড়ুন:
🔥 আরও পড়ুন:
👉 Jio-র বড় ধামাকা! দিতে হবে না এক টাকাও; এক মাস ধরে চলবে ফ্রি কলিং, সঙ্গে ডেটাও
🔥 আরও পড়ুন:
👉 ১০০০ টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে, আবেদন করুন দুয়ারে সরকারে
(৪/৮) আদালতে এই মর্মে অভিযোগ আসে যে, ‘আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতি’ নামে একটি সংগঠন ওই জেলার অধিকাংশ মানুষের টাকা আত্মসাৎ করেছে।
(৫/৮) মামলা কারীদের মধ্যে অন্যতম কল্পনা দাস নামের এক মহিলা সরকারের কাছে অভিযোগ করেন যে আলিপুরদুয়ার মহিলা ঋণদান সমবায় সমিতিতে ২১ হাজার ১৬৩ জন নিজেদের অর্থ বিনিয়োগ করেছিল।
(৬/৮) ওই মহিলা দাবি করেন যে এতজন বিনিয়োগকারী মিলিয়ে মোট ৫০ কোটি টাকা ওই সংস্থায় বিনিয়োগ করা হয়েছিল। টাকা জমা করার সময় ওই সমিতি জানিয়েছিল যে ওই টাকা বাজারে ঋণ হিসেবে খাটানো হবে তবে পরে টাকা ফেরত পাওয়ার সময় হলে বিনিয়োগকারীরা জানতে পারে যে ওই সমিতি বিলুপ্ত হয়ে গিয়েছে।
(৭/৮) এই বিষয়টি নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিআইডিকে ভর্ৎসনা করেন। গত বৃহস্পতিবার বিচারপতি এই মর্মে বলেন যে, “আজ আর্থিক তছরূপের ঘটনায় বিরাট প্রতারনা চক্র কাজ করেছে। প্রায় তিন বছর ধরে তদন্ত করার পরেও সিআইডিএ তদন্তের কিনারা করতে ব্যর্থ হয়েছে”।
(৮/৮) এর সঙ্গে সঙ্গে তিনি আরো বলেন যে, “সিআইডির হাত থেকে তদন্তের ভার সিবিআই এবং ইডিকে দেওয়া হচ্ছে। ২৫ আগস্ট থেকেই এই দুই সংস্থা তদন্ত শুরু করে দেবে।তদন্তের স্বার্থে কাউকে জিজ্ঞাসাবাদ করা এবং প্রয়োজনে হেফাজতে নেওয়ার ব্যাপারেও তাদের পূর্ণ স্বাধীনতা থাকবে। সিআইডির আর তদন্ত করার কোনও প্রয়োজন নেই।”
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 বড় খবর রেশন কার্ড নিয়ে! ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজ, নইলে এই সুবিধা আর পাবেন না
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?
:👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের
👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা
👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন
👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?
👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন