বড় খবর রেশন কার্ড নিয়ে! ৩০ সেপ্টেম্বরের মধ্যে সেরে ফেলুন এই কাজ, নইলে এই সুবিধা আর পাবেন না

সরকার সাধারণ মানুষের সুবিধার্থে বিভিন্ন সময় নতুন নতুন পরিকল্পনা গ্রহণ করে থাকেন। আর করোনা মহামারীর পর থেকে কেন্দ্রীয় সরকার (Government of India) জনসাধারণের খাদ্য সরবরাহের জন্য রেশন ব্যবস্থা আরো উন্নত করার পরিকল্পনা গ্রহণ করে। বর্তমানে অধিকাংশ মানুষের কাছে রেশন কার্ড (Ration Card) রয়েছে।

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

সম্প্রতি সরকার রেশন কার্ড (Ration Card) নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করেছে। আজকে আমরা এই প্রতিবেদনে সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলুন সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

সরকার সকল রেশন কার্ড ধারী ব্যক্তির জন্য আধার কার্ড (Aadhaar Card) ও রেশন কার্ড (Ration Card) লিঙ্ক বাধ্যতামূলক করেছে। সরকারের তরফ থেকে আরো জানানো হয়েছে যে আধার ও রেশন লিংক না থাকলে সেই ব্যাক্তি রেশন সামগ্রী পাবেনা। তবে জনসাধারণের সুবিধার্থে সরকার আধার রেশন লিংক করানোর সময়সীমা বাড়িয়েছে। পূর্বে এর সময়সীমা নির্ধারিত ছিল ৩০ জুন পর্যন্ত।

🔥 আরও পড়ুন:

👉 ফের CBI, ED তদন্তের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

🔥 আরও পড়ুন:

👉 Jio-র বড় ধামাকা! দিতে হবে না এক টাকাও; এক মাস ধরে চলবে ফ্রি কলিং, সঙ্গে ডেটাও

🔥 আরও পড়ুন:

👉 ১০০০ টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে, আবেদন করুন দুয়ারে সরকারে

তবে বর্তমানে সরকারের সময়সীমা বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত নির্ধারণ করেছে। জনসাধারণের উদ্দেশ্যে এই নির্দেশিকাটি ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও জনবণ্টন মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেন্দ্রীয় সরকার সকল জনসাধারণের উদ্দেশ্যে আধার ও রেশন কার্ড লিঙ্ক (Aadhaar Ration Card Link) করার নির্দেশ দিয়েছেন। সরকারের এরূপ নির্দেশ দেওয়ার প্রধান কারণ হলো এমন অনেক ব্যক্তি রয়েছেন যারা রেশন কার্ডের অপব্যবহার করছে যেমন অনেকে একাধিক রেশন কার্ড থেকে খাদ্যদ্রব্য সংগ্রহ করছে, অনেকে মৃত ব্যক্তির রেশন কার্ড থেকে রেশন নিয়ে চলেছে।

এই দুর্নীতি গুলি খেয়াল করে সরকার এর অপব্যবহার রুখতে আধার রেশন লিংক করানোর কথা বলেছেন। এতে আর কোন ব্যক্তি রেশন কার্ডের অপব্যবহার করতে পারবে না।

ডিজিটাইজেশনের দায়িত্বে থাকা খাদ্য ও নাগরিক সরবরাহ বিভাগের উপসচিব নেত্রা মানকেম বলেছেন যে, “মহারাষ্ট্রে ২.৫৬ কোটি রেশন কার্ডধারী রয়েছে। মহারাষ্ট্রের অর্থনৈতিক সমীক্ষা অনুসারে, ২৪.৪ লক্ষ লোক অন্ত্যোদয় আন্না যোজনার সুবিধাভোগী, যা দরিদ্র পরিবারগুলিকে উচ্চ ভর্তুকিযুক্ত খাবার সরবরাহ করে।”

আপনার রেশন কার্ডটি যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করানো না থাকে তাহলে খুব দ্রুত এ কাজটি করে ফেলুন না হলে ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। আপনি বাড়িতে বসে আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে এ কাজটি করে ফেলতে পারেন।

do aadhaar ration card link otherwise free ration shall be stop

আধার কার্ডের সঙ্গে রেশন কার্ড কিভাবে লিংক করবেন তার পদ্ধতিগুলি নিম্নে বলা হলো-

  • এর জন্য প্রথমে খাদ্য দফতরের মূল অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে www.wbpds.gov.in।
  • সেখানে একটি অপশন আসবে ‘রেশন কার্ডের সাথে আধার লিঙ্ক করুন’ এখানে ক্লিক করতে হবে।
  • এরপর আপনার রেশন কার্ড নম্বরটি লিখতে হবে।
  • সেখানে থাকা ‘লিঙ্ক আধার এবং মোবাইল নম্বর’ বিকল্পটি নির্বাচন করতে হবে।
  • এরপর আপনার আধার নম্বরটি লিখতে হবে।
  • এরপরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, সেটি সঠিক জায়গায় দিতে হবে।
  • আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করুন।
  • আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডটি লিংক হয়ে গেলে একটি এসএমএস এর মাধ্যমে আপনাকে জানানো হবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 এবার ফ্রিতেই ভ্রমণ করতে পারবেন বন্দে ভারতে, লাগবে না একটাও! কাদের জন্য এই সুবিধা?

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের

👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা

👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন

👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?

👉 PM Awas yojana List: ২০২৩-এর আবাস যোজনার ঘরের নতুন লিস্ট প্রকাশিত হয়েছে, দেখে নিন আপনার নাম আছে কিনা

👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন

Leave a Comment