(১/৭) বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় টেলিকম সংস্থা হল জিও (Jio)। এখন অধিকাংশ মানুষই জিও সিম ব্যবহার করে থাকেন। আনলিমিটেড কল ডেটা এবং এসএমএসের সঙ্গে সঙ্গে অন্যান্য অনেক সুযোগ সুবিধা পাওয়ায় সাধারণ মানুষ জিও সিম বেশি পরিমাণে ব্যবহার করে থাকে।
বিস্তারিত পড়ার আগে আপনাকে নিচে দেওয়া আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হতে অনুরোধ করছি-
(২/৭) গ্রাহকদের আকৃষ্ট করতে জিও (Jio) টেলিকম সদা তৎপর। প্রায়ই এই সংস্থা নতুন নতুন অফার লঞ্চ করে থাকে গ্রাহকদের আকৃষ্ট করার জন্য। তেমনি সম্প্রতি আবারো জিও সংস্থা গ্রাহকদের জন্য নতুন একটি অফার নিয়ে এসেছে।
(৩/৭) এই অফারে বিনামূল্যে ইন্টারনেট (Internet) ব্যবহারের সুবিধা পাবে সকলে। শুধু তাই নয় বিনা পয়সায় একমাস পর্যন্ত ফোনে কথা বলতে পারবেন এই সুবিধা। আপনি যদি জিওর এই অফারটি লাভ করতে চান তাহলে এর জন্য আপনাকে জিও ফাইবার কানেকশন (Jio Fiber Connection) নিতে হবে।
🔥 আরও পড়ুন:
👉 ১০০০ টাকা করে পাবেন এই নতুন প্রকল্পে, আবেদন করুন দুয়ারে সরকারে
🔥 আরও পড়ুন:
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা
🔥 আরও পড়ুন:
👉 Holiday: আবার ছুটি ঘোষণা রাজ্যে, কবে, কাদের ছুটি? জেনে নিন
(৪/৭) প্রসঙ্গত উল্লেখ্য অনেকেই হয়তো এই জিও ফাইবার সম্পর্কে অজ্ঞাত রয়েছে। তাই প্রথমে বলে রাখি, জিও ফাইবার হলো একটি একটি ব্রডব্যান্ড পরিষেবা। এর সাহায্যে আপনি ঘরে বসেই অফুরন্ত ও সঙ্গে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
(৫/৭) জিও টেলিকম সংস্থা বিভিন্ন ধরনের ফাইবার প্ল্যান চালু করেছে এর মধ্যে মাসিক, ত্রৈমাসিক, সহ ৬ মাসের এক বছরের বাৎসরিক প্ল্যানও রয়েছে। জিওর এই সমস্ত অফার গুলোর মধ্যে আপনি যদি ১২ মাসের রিচার্জ প্ল্যানটি গ্রহণ করেন তাহলে এর থেকে আপনি এক মাসের বিনামূল্যে রিচার্জ পেয়ে যাবেন।
(৬/৭) আর ছয় মাসের প্ল্যানটি গ্রহণ করলে আপনি পাবেন ১৫ দিনের অতিরিক্ত বৈধতা। জিওর এর নতুন অফারে সকল গ্রাহকরা যে উপকৃত হবে তা আর বলার অপেক্ষা রাখে না। জিও ফাইবারের ১২ মাসের প্ল্যানে থেকে আপনি একাধিক সুবিধা পাবেন।
(৭/৭) এই প্ল্যানের মূল্য হলো ৪৭৮৮ টাকা। আপনি এই প্ল্যান্টটি গ্রহণ করলে পেয়ে যাবেন ৩৬০ দিনের বৈধতার সঙ্গে সঙ্গে ৩০ mbps ডাউনলোড এবং ৩০ mbps আপলোডিং স্পিড এর সুবিধা। এ প্ল্যান গ্রহণ করলে আপনি অফুরন্ত ইন্টারনেট ব্যবহার করতে পারবেন এর সঙ্গে সঙ্গে থাকছে আনলিমিটেড কলের সুবিধা।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে
👉 রেশন কার্ড আছে? তাহলে বাড়িতে বসেই পাবেন এই সুবিধাগুলি! বড় উদ্যোগ রাজ্য সরকারের
👉 Jio ধামাকা অফার, এবার এক রিচার্জেই বিনামূল্যে মিলবে এইসব সুবিধা
👉 পশ্চিমবঙ্গে আবার ছুটি ঘোষণা, কবে, কাদের ছুটি? জেনে নিন
👉 RBI-এর শস্তির মুখে পড়ল বাংলার ২ ব্যাঙ্ক, সেখানে আপনার টাকা নেই তো?
👉 ছাত্র-ছাত্রীদের Laptop দিচ্ছে Jio! দিচ্ছে কোডিং শেখার সুবিধাও, কিভাবে পাবেন জেনে নিন