(১/৭) পোস্ট অফিসের (Post Office) পক্ষ থেকে দারুন একটি প্রকল্প, শুধুমাত্র আপনার জন্য। এই প্রকল্পে খুব কম টাকা বিনিয়োগ করে আপনি ভালো মুনাফা করতে পারবেন। আপনি যদি এই প্রকল্পে ৫ বছরের মতো বিনিয়োগ করতে পারেন তাহলে ভালো টাকা পাবেন এক্ষেত্রে সুদের হারও ভালো হয়েছে। বর্তমানে এই প্রকল্পের বিনিয়োগ করলে পোস্ট অফিস আপনাকে ৭.৭০ শতাংশ সুদ দেবে।
(২/৭) এই প্রকল্পটির নাম হল ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate)। এটি ভারতীয় ডাকঘরের অধীনে থাকা একটি সঞ্চয় প্রকল্প। পোস্ট অফিসে এই সার্টিফিকেট কিনতে পারেন যেকোনো প্রাপ্তবয়স্ক, শিশু বা যেকোনো ট্রাস্ট। তাই শুধু তাই নয় দুজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি ও যৌথভাবে এই সার্টিফিকেট কিনতে পারবেন।
(৩/৭) আপনি যদি ভারতীয় ডাকঘর থেকে এই ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) কিনতে পারেন তাহলে এর থেকে অনেক লাভবান হবেন। এতে বিনিয়োগ করলে সেকশন ৮০সি অনুযায়ী আয়কর ছাড় পাওয়া যায়।
🔥 আরও পড়ুন:
👉 Breaking News: ২৫ জনের চাকরি বাতিল করলো কলকাতা হাই কোর্ট, সমস্যায় পড়বেন বহু
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন
🔥 আরও পড়ুন:
👉 India পাল্টে Bharat করতে কত খরচ হবে জানেন? হিসেব দেখলে চমকে যাবেন!
(৪/৭) ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট (National Savings Certificate) হলো এমন একটি স্কিম যাতে সরকারের সমর্থন থাকে। তাই এতে ঝুঁকির কোন সম্ভাবনা নেই। আপনি যদি এই স্কিমে ১.৫ লাখ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনার এই বিনিয়োগ আয়কর আইনের ধারা ৮০সি-র অধীনে ছাড়যোগ্য। নিম্নে এই প্রকল্পে বিনিয়োগের ব্যাপারে বলা হলো-
(৫/৭) ভারতীয় ডাকঘরের অধীনে আপনি যদি এই স্কিমে ১ লাখ টাকা জমা করেন, তাহলে ৫ বছরে আপনাকে মোট ৪৪ হাজার ৯০৩ টাকা সুদ দেওয়া হবে। অর্থাৎ ৫ বছরের মেয়াদ শেষ হওয়ার পর আপনাকে এই স্কিমের তরফ থেকে ১.৪৪ লাখ টাকা দেওয়া হবে।
(৬/৭) আবার আপনি যদি এই প্রকল্পের ৩ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে এর সুদের পরিমাণ বেড়ে যাবে। ৫ বছরের মেয়াদ অনুযায়ী আপনাকে এর জন্য ১.৩৪ লাখ টাকা সুদ দেওয়া হবে। অর্থাৎ মেয়াদ শেষ হলে আপনাকে বিনিয়োগ সহ মোট ৪.৩৪ লাখ টাকা দেওয়া হবে।
(৭/৭) আর আপনি যদি ৫ বছরের মেয়াদ অনুযায়ী মোট ২০ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে আপনাকে এর ওপর শুধুমাত্র সুদ দেওয়া হবে ৮.৯৮ লাখ টাকা। মেয়াদ শেষ হলে আপনাকে সুদ সহ মোট ২৮.৯৮ লাখ টাকা দেওয়া হবে।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023
👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন
👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা