(১/১১) সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস ভাইরাল হয়েছে। সেটি হল আমাদের দেশের আগামী দিনে নাম কি থাকবে সেই বিষয়। গত ৫ সেপ্টেম্বর G20 সম্মেলনের জন্য রাষ্ট্রপতির তরফ থেকে একটি আমন্ত্রণপত্র আসে। আর এই আমন্ত্রণ পত্রটি বর্তমানে ভাইরাল।
(২/১১) আমন্ত্রণ পত্রে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া (President of India)-র পরিবর্তে প্রেসিডেন্ট অফ ভারত (President of Bharat) লেখা ছিল। দেশের নামের এরূপ পরিবর্তন সম্মোধনে তুমুল আলোড়ন সৃষ্টি হয়েছে।
(৩/১১) এই বিষয়ে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলি দাবি করেছে যে তাদের জোটের নাম I.N.D.I.A. রাখা হয়েছে। আর সেই কারণেই দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত রাখা হচ্ছে। বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার তড়িঘড়ি দেশের নাম ইন্ডিয়া থেকে ভারত রাখতে চাইছে।
🔥 আরও পড়ুন:
👉 সেপ্টেম্বরে ১০ হাজার করে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার! এরা পাবেন বিশেষ সুবিধা
🔥 আরও পড়ুন:
👉 Holiday List: সেপ্টেম্বরে একটানা স্কুল-কলেজ, অফিস ছুটি থাকবে, ছুটির তালিকা দেখে নিন
🔥 আরও পড়ুন:
👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন
(৪/১১) সংবিধানে আমাদের দেশের নাম ভারত এবং ইন্ডিয়া এই দুটি নামেরই উল্লেখ রয়েছে। তবে অধিকাংশ ক্ষেত্রে আন্তর্জাতিক মহলে ইন্ডিয়া নামটি ব্যবহার করা হয়। আর এক্ষেত্রে হঠাৎ দেশের নাম ইন্ডিয়া থেকে পরিবর্তন করে ভারত নামটি যদি আনা হয় তাহলে সেক্ষেত্রে এই পরিবর্তন নিয়ে আসার জন্য কত টাকা খরচ হবে?
(৫/১১) এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনেকের মধ্যে বিভ্রান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হঠাৎ দেশের নাম পরিবর্তন করার জন্য যেমন ঝামেলা পোহাতে হয় ঠিক তেমনি এর জন্য অনেক অর্থেরও প্রয়োজন হয়।
(৬/১১) এর প্রধান কারণ দেশের নাম পরিবর্তন করতে হলে অফিশিয়াল ওয়েবসাইট থেকে শুরু করে দেশের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানগুলির পরিবর্তন নিয়ে আসতে হবে। আর এই সমস্ত কিছু পরিবর্তন করার জন্য আলাদা আলাদা ভাবে অর্থ ব্যয় করতে হবে।
(৭/১১) ভারতের এই খরচের বিষয়টি দক্ষিণ আফ্রিকার আইনজীবী ড্যারেন অলিভিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে। আইনজীবীর দেওয়া রিপোর্ট অনুযায়ী, ভারত সরকার দেশের ৮০ কোটি নাগরিকদের রেশন পরিষেবা করার জন্য যে পরিমাণ অর্থ ব্যয় করে থাকেন, দেশের নাম পরিবর্তন করার জন্য সে একই পরিমাণ অর্থ ব্যয় করতে হবে।
(৮/১১) ২০২৩ সালের শেষ পর্যন্ত যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার অনেকটাই খরচ হয়ে যেতে পারে দেশের নাম পরিবর্তন করার জন্য। আইনজীবীর এই রিপোর্ট যদি সত্যি হয় তাহলে দেশের এই পরিবর্তন বিভিন্নভাবে প্রভাব ফেলবে। এতে দেশের গতিপ্রকৃতি অনেক বদলে যেতে পারে।
(৯/১১) ২০২৩ সালে যে পরিমাণ রাজস্ব আদায় হবে তার মোট পরিমাণ হল ২৩ লক্ষ ৮৪ হাজার কোটি টাকা। আর দেশের নাম ইন্ডিয়া থেকে পরিবর্তন করে যদি ভারত রাখা হয় তাহলে সেক্ষেত্রে খরচ হতে পারে প্রায় ১৪ হাজার ৩০৪ কোটি টাকা।
(১০/১১) ২০১৮ সালে অলিভিয়ার এই মডেল তৈরি হয়। সেই সময় দক্ষিণ আফ্রিকার সোয়াজিল্যান্ডের নাম পরিবর্তন করা হয়। ওই দেশের পূর্ব নাম পরিবর্তন করে এসওয়াতিনি নাম রাখা হয়েছিল। এর জন্য খরচ হয়েছিল প্রায় ৫০০ কোটি টাকা। (১১/১১) আবার অন্যদিকে ভারতের এলাহাবাদের নাম পরিবর্তন করা হয়েছিল এবং এর জন্য খরচ হয়েছিল ৩০০ কোটি টাকা। সেই দৃষ্টিতে বলা যায় দেশের নাম পরিবর্তন করে ভারত লেখা হলে সেক্ষেত্রে অনেক টাকা ব্যয় হবে।
Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023
👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন
👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)
👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা