Holiday List: সেপ্টেম্বরে একটানা স্কুল-কলেজ, অফিস ছুটি থাকবে, ছুটির তালিকা দেখে নিন

এবছর ছুটির সংখ্যা তুলনামূলক বেশি রয়েছে। একের পর এক ছুটি আসছে। আগস্ট মাসেও বেশ কয়েকটি ছুটি ছিল। তবে আগস্ট মাসের মতই সেপ্টেম্বর মাসেও রয়েছে একাধিক সরকারি ছুটি (Holiday List). অক্টোবর মাসে সবচেয়ে বেশি ছুটি থাকে। তবে চলতি মাসেও রয়েছে অনেকগুলি ছুটি নিম্নে এই ছুটি তালিকাটি দেখানো হলো।

সেপ্টেম্বর মাসের ছুটির তালিকা

সামনেই আসতে চলেছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা। আর ওই সময়ে লম্বা একটি ছুটি রয়েছে। সেপ্টেম্বর মাসে কয়েকদিন স্কুল কলেজ বন্ধ থাকবে। কেন্দ্রীয় ও রাজ্য সরকার সেপ্টেম্বর মাসে একটানা অনেকগুলি দিন ছুটির ঘোষণা করেছে।

কিছুদিন আগেই সরকারের তরফ থেকে একটি Holiday List প্রকাশ করা হয়েছে। যেখানে ছুটির দিনগুলো নির্ধারণ করা হয়েছে। ঐ দিনগুলিতে স্কুল কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ থাকবে। তবে সরকারিভাবে প্রকাশিত এই তালিকা অনুযায়ী সমস্ত রাজ্যের ছুটি না হলেও কয়েকটি ছুটি সমস্ত রাজ্যে থাকবে।

🔥 আরও পড়ুন:

👉 সেপ্টেম্বরে ১০ হাজার করে পড়ুয়াদের অ্যাকাউন্টে টাকা দেবে সরকার! এরা পাবেন বিশেষ সুবিধা

🔥 আরও পড়ুন:

👉 Petrol Diesel Price: এবার রান্নার গ্যাসের পর সস্তা হল পেট্রোল-ডিজেল, এই শহরগুলিতে দাম কমল

🔥 আরও পড়ুন:

👉 ৫ লক্ষ টাকা দেওয়া হবে এই প্রকল্পে, মিলবে প্রচুর ভর্তুকিও, আবেদনের পদ্ধতি জেনে নিন

ছুটির তারিখবারছুটির কারণকোন রাজ্যে ছুটি থাকবে না
৩ সেপ্টেম্বররবিবারসাপ্তাহিক ছুটি
৬ সেপ্টেম্বরবুধবারজন্মাষ্টমী
৭ সেপ্টেম্বরবৃহস্পতিবার জন্মাষ্টমী(দ্বিতীয় দিন)পশ্চিমবঙ্গ
১০ সেপ্টেম্বররবিবারসাপ্তাহিক ছুটি
১৭ সেপ্টেম্বররবিবারসাপ্তাহিক ছুটি
১৮ সেপ্টেম্বরসোমবারভারসিদ্ধিপশ্চিমবঙ্গ
১৯ সেপ্টেম্বরমঙ্গলবারগণেশ চতুর্থী / সম্বতসারি
২০ সেপ্টেম্বরবুধবারগণেশ চতুর্থী( দ্বিতীয় দিন)পশ্চিমবঙ্গ
২২ সেপ্টেম্বরশুক্রবারশ্রী নারায়ণ গুরু সমাধি দিবস পশ্চিমবঙ্গ

থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানী দিল্লিতে G20 দেশগুলির শীর্ষ সম্মেলনের কারণে ওই দিনগুলিতে সংশ্লিষ্ট এলাকার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রাখা হবে।

তবে উপরি উক্ত ছুটিগুলো ছাড়াও ২৩ সেপ্টেম্বর (শনিবার) মহারাজা হরি সিং এর জন্মদিন (পশ্চিমবঙ্গের নয়) ২৪ সেপ্টেম্বর (রবিবার), সাপ্তাহিক ছুটি ২৫ সেপ্টেম্বর (সোমবার) – শ্রীমন্ত শঙ্করদেবের জন্মবার্ষিকী (পশ্চিমবঙ্গের নয়) ২৮ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) – ঈদ-ই-মিলাদ/ঈদ-ই-মিলাদুন্নবী (নবী মুহাম্মদের জন্মদিন) উপলক্ষে সরকারিভাবে ছুটি থাকবে।

september 2023 holiday list

তবে এগুলো ছাড়াও নির্বাচনের জন্য একাধিক এলাকায় ৪, ৫ ও ৬ সেপ্টেম্বর ছুটি রয়েছে। তবে এর সঙ্গে সঙ্গে দুয়ারের সরকার ক্যাম্প-এর কারণে এলাকাভিত্তিক স্কুল ও কলেজ বন্ধ থাকবে, আর এই ছুটিগুলি স্থানীয় প্রশাসন ঠিক করবে।

Important Link (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 মাধ্যমিক পাশেই ৯৮,০০০ শূন্য পদে ডাক বিভাগে চাকরির সুযোগ | India Post office Recruitment 2023

👉 এবার ডেবিট কার্ড ছাড়াই মোবাইলের মাধ্যমে ATM থেকে টাকা তুলতে পারবেন, পদ্ধতি জেনে নিন

👉 Railways Rules: এবার থেকে অর্ধেক ভাড়ায় ভ্রমণ করুন ভারতীয় রেলে, কেন্দ্র সরকারে বড় উপহার দিল দেশবাসীর জন্য

👉৩,০০০ টাকা প্রতি মাসে পাবেন মাত্র ২ টাকা জমা করলে, কেন্দ্র সরকারের এই স্কিমটি জেনে নিন (Central Government Scheme)

👉 Aadhaar Card: বড় আপডেট আধার কার্ড গ্রাহকদের জন্য, জারি হলো নির্দেশিকা

👉 ১৬ লাখের বেশি রিটার্ন পান পোস্ট অফিসে মাত্র ১০ হাজার টাকা বিনিয়োগে করে

Leave a Comment